টুকরো খবর
ভোটে বিক্ষোভ দেখিয়ে শাস্তির মুখে ১২ পুলিশ
শৃঙ্খলাবদ্ধ পুলিশবাহিনীর সদস্য হয়েও পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্ত রক্ষা করতে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। সেই জন্য কলকাতা পুলিশের ১২ জন কর্মীকে ‘ক্লোজ’ (কাজ না-দিয়ে বসিয়ে রাখা) করা হয়েছে। এর ভিত্তিতে ওই কর্মীদের শাস্তির মুখে পড়তে হতে পারে বলে পুলিশি সূত্রের খবর। তবে তাঁদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে,কলকাতা পুলিশ-প্রশাসন সেই বিষয়ে মুখ খুলতে চায়নি। একটি সূত্রের খবর, পুলিশের একটি দল নদিয়ায় পঞ্চায়েত নির্বাচনে গিয়েছিল। সেখানে গাড়ি, থাকার জায়গা, প্রাপ্য অর্থের কিছুই মেলেনি, এই অভিযোগে বিক্ষোভ দেখায় তাঁদের একাংশ। তার মধ্যে কলকাতা পুলিশের ১২ কর্মীর নামে অভিযোগ জানান নদিয়ার পুলিশ সুপার। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। পুলিশের একাংশের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের প্রতিটি দফায় পুলিশকর্মীদের জন্য গাড়ি ও অন্যান্য সুযোগ-সুবিধার ন্যূনতম ব্যবস্থা করা হয়নি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজ হয়নি। যাঁরা ওই ব্যবস্থা করতে পারেননি, দায় তাঁদের।

পিছিয়ে পড়া জেলায় কাজের খতিয়ান তলব
রাজ্যে ক্ষমতায় এসেই আর্থ-সামাজিক ভাবে পিছিয়ে থাকা ১১টি জেলার উন্নয়নের জন্য কেন্দ্রের কাছ থেকে বাড়তি অনুদান চেয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকারের দু’বছরে পিছিয়ে পড়া জেলাগুলির উন্নয়ন তহবিলের টাকায় বিভিন্ন প্রকল্পের কাজে কতটা অগ্রগতি হয়েছে? তা জানতেই কাল, শুক্রবার বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র। প্রতিটি দফতরের কাছ থেকে এই বিষয়ে সবিস্তার রিপোর্ট চাওয়া হয়েছে। বৈঠকে থাকতে বলা হয়েছে গুরুত্বপূর্ণ প্রতিটি দফতরের সচিবকে। মমতার দাবি মেনে পিছিয়ে থাকা জেলাগুলির আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ৮,৭৫০ কোটি টাকার একটি তহবিল অনুমোদন করেছিল কেন্দ্রীয় সরকার। ওই জেলগুলি হল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ।

শুনানির শুরুতে হাজির থাকতে হবে গৌতমকে
রাজ্যের প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যুবা-র সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা ফৌজদারি মানহানি মামলার শুনানির প্রথম দিনে গৌতমবাবুকে ব্যাঙ্কশাল আদালতে হাজির থাকতে হবে। হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন গৌতমবাবু। বলেছিলেন, দলের কাজে তিনি প্রায়ই কলকাতার বাইরে থাকেন। তাই তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হোক। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বুধবার নির্দেশ দেন, শুনানির প্রথম দিনে গৌতমবাবুকে হাজির থাকতেই হবে। তার পরে হাজিরা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আবাসনে দুর্নীতির মামলায় গৌতমবাবুর আপ্ত-সহায়ক রাজীব বিশ্বাসকে এ দিন জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। ১৯৯৪ সালে মহেশতলার দু’টি মৌজায় জমি অধিগ্রহণের পরে তা একটি সংস্থাকে লিজ দেওয়া হয়। ওই জমি হস্তান্তরে অনিয়ম হয়েছে বলে অভিযোগ তোলে নতুন সরকারের আবাসন দফতর। সিআইডি সূত্রের খবর, রাজীববাবুকে জিজ্ঞাসাবাদ করে ওই জমির হস্তান্তরের বিষয়ে কিছু তথ্য পাওয়া গিয়েছে।

পুরনো খবর:

তিনটি বই ছাপবে সরস্বতী প্রেস
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিবেশবিদ্যা (বাংলা ও ইংরেজি ভাষায়) এবং সংস্কৃতের বই ছাপার দায়িত্ব দেওয়া হচ্ছে সরস্বতী প্রেসকে। সংসদের সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায় বুধবার জানান, বাংলা ও ইংরেজি ভাষায় পরিবেশবিদ্যার ৬০ হাজার বই ছাপার দায়িত্ব ইতিমধ্যেই ওই সরকারি প্রেসকে দেওয়া হয়েছে। তিনি বলেন, “সংস্কৃতের বই পাঁচ লক্ষ ছাপতে হবে। শনিবারের মধ্যে সেই দায়িত্ব দেওয়া হবে। পরিবেশবিদ্যার বই এ সপ্তাহে আর সংস্কৃতের বই আগামী সপ্তাহের মাঝামাঝি বাজারে পৌঁছে যাবে বলে আশা করছি।” সংসদ প্রকাশিত বই ছাপা ও বিলির বরাত নিয়ে জটিলতায় এই তিনটি বইয়ের প্রকাশ আটকে ছিল। বরাত দেওয়া নিয়ে একটি প্রকাশনা সংস্থার মামলার জেরে সংসদের বই ছাপা ও বিলির উপরে স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট। সেই স্থগিতাদেশ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। এ বার ওই তিনটি বই ছাপা ও বিলির কাজে হাত দিয়েছে সংসদ। সভাপতি জানান, ছাপার কাজ দ্রুত শেষ করতেই সরকারি প্রেসকে দায়িত্ব দেওয়া হল।

পুরনো খবর:

আসছেন বরুণ
পঞ্চায়েত ভোটের পর সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখতে এবং লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে অগস্ট মাসে কলকাতায় আসার কথা বিজেপি-র তরুণ নেতা বরুণ গাঁধীর। গত ২৫ জুন পঞ্চায়েত ভোটের প্রচারে জলপাইগুড়ির ধূপগুড়ি এবং বর্ধমানের পূর্বস্থলীতে বরুণের জনসভা করার কথা ছিল। পর দিন ২৬ জুন কলকাতাতেও তাঁর কর্মসূচি ছিল। কিন্তু সে বার শেষ মূহূর্তে বরুণের পশ্চিমবঙ্গ সফর বাতিল হয়। এ বার তাঁর কলকাতায় আসার কথা আগামী ১২ অগস্ট।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.