টুকরো খবর |
জোয়ারের জলে ডুবল চরএলাকা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রূপনারায়ণ ও হলদি নদীর জোয়ারের জলে প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা। বুধবার দুপুরে পূর্ণিমার ভরা জোয়ারের জেরে একটি কালভার্ট ভেঙে রূপনারায়ণ সংলগ্ন তমলুক শহরের ১৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণচড়া শঙ্করআড়া ও ১৪ নম্বর ওয়ার্ডের উত্তরচড়া শঙ্করআড়া এলাকার একাংশ প্লাবিত হয়। এর ফলে নদী তীরবর্তী ওই চর এলাকার বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। তমলুকের পুরপ্রধান দেবিকা মাইতি বলেন, “কয়েকটি পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে. তাদের ত্রিপল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।” অন্য দিকে, এ দিনই সকালে চণ্ডীপুর ব্লকে হলদি নদী তীরবর্তী বাঁধ ভেঙে হরিখালি, মৌপাখা, কোড়খালি, খাগদা জালপাই, পাচখালি, ভগবানখালি, মোহনপড়িয়ারচক, নাটেশ্বরীচক গ্রামের নিচু এলাকাগুলি জলে ডুবে যায়। ফলে চাষের জমি ও কিছু ঘরবাড়িরও ক্ষতি হয়। হরিখালি গ্রামের শিশুশিক্ষা কেন্দ্রের সহায়িকা গৌরী দাস জানান, ভরা জোয়ারের স্রোতে গ্রামের নদী তীরবর্তী বাঁধ ভেঙে জল ঢুকতে থাকে। সকাল ১১টা নাগাদ স্কুলের উঠোনে জল চলে আসে। ফলে মিড-ডে মিলের রান্না বন্ধ করে দিতে হয়। চণ্ডীপুরের বিডিও ঋতম ঝা বলেন, “ ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।” |
ব্যবসায়ী খুনে ধৃত আরও দুই
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দিঘা মোহনায় ওড়িশার ব্যবসায়ী খুনের ঘটনার কিনারা হয়েছে বলে দাবি করল পুলিশ। গত ১৬ জুন ভোররাতে ওড়িশার মৎস্য ব্যবসায়ী হেমন্ত মহাপাত্রকে গুলি করে পালিয়েছিল কিছু দুষ্কৃতী। বুধবার কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) নগেন্দ্রনাথ ত্রিপাঠী সাংবাদিক বৈঠকে বলেন, “হেমন্তবাবুর এক ব্যব্যসায়িক প্রতিদ্বন্দ্বী ভাড়াটে খুনিদের দিয়ে এই খুন করিয়েছিল। ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা না গেলেও দিঘা মোহনা থানার পুলিশ মঙ্গলবার ওড়িশার বাস্তা জেলা থেকে তনুজ দাস ওরফে রাজা ও কার্তিক ঘোড়াই নামে দুই ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে। এর আগে পুলিশ সত্যরঞ্জন জানা নামে আর একজনকে গ্রেফতার করেছিল। এই নিয়ে মোট তিন জনকে গ্রেফতার করা হল।” অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “ধৃত তনুজ ও কার্তিক পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেছে। জেরায় তারা জানিয়েছে, খুনের ছক ও পরিকল্পনা করা হয় বালেশ্বরে। ১৫ জুন একটি গাড়ি ও দুটো মোটর বাইক নিয়ে দিঘায় এসে ওত পেতে বসেছিল। রাত ৩টে নাগাদ হেমন্তবাবু দিঘা মোহনায় পৌঁছলে গুলি করে পালিয়ে যায়।”
পুরনো খবর: দিঘায় খুন ব্যবসায়ী
|
বন্দরে স্মারকলিপি স্থায়ী শ্রমিকদের
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পেনশন ফান্ড সুরক্ষিত করা, ২ ও ৮ নম্বর বার্থে টেন্ডার ডেকে কাজ শুরু করা, ট্রান্সলোডিং সিস্টেম চালু-সহ ৯ দফা দাবি জানিয়ে হলদিয়া বন্দর কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল কলকাতা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়ন। বুধবার দুপুরে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ারের সামনে মিছিল করেন সংগঠনের সদস্যরা। এরপর হলদিয়া বন্দরের ভারপ্রাপ্ত ডেপুটি চেয়ারম্যান আই জয় কুমারের হাতে স্মারকলিপিটি তুলে দেন সিটু প্রভাবিত এই স্থায়ী শ্রমিকদের সংগঠন। শালুকখালির বন্দরটি পিপিপি মডেলের বদলে বন্দর কর্তৃপক্ষকেই তৈরি করার দাবি জানায় তারা। মিছিলের নেতৃত্বে ছিলেন সংগঠনের উপ-সাধারণ সম্পাদক অবিনাশ দাস, যুগ্ম সম্পাদক সুকুমার দাস ও সাধারণ সম্পাদক বিমান মিস্ত্রি। |
লরি-ট্রাক্টরের সংঘর্ষ, আহত চার
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
|
খালের জলে লরি। নিজস্ব চিত্র। |
লরি ও ট্রাক্টরের সংঘর্ষে জখম হলেন চার জন। বুধবার চন্দ্রকোনা থানার ব্রহ্মঝাড়ুলে ঘটনাটি ঘটে। আহতদের ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, এ দিন ঘাটাল-চন্দ্রকোনা সড়কে চন্দ্রকোনাগামী একটি লরি বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরকে ধাক্কা মারে। তারপর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালের জলে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত ওই লরি ও ট্রাক্টরের চালক ও খালাসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ গাড়ি দু’টি আটক করেছে। |
|