|
|
|
|
জামিনপ্রাপ্তেরা গরহাজির, পিছোচ্ছে নন্দীগ্রাম মামলা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রাম নিখোঁজ মামলা কোন আদালতে হবেতারই শুনানি শেষ হল না এখনও। বিচার পরের কথা।
বুধবার পূর্ব মেদিনীপুর জেলা আদালতে শুনানি সংক্রান্ত মামলাটি উঠেছিল। জামিনে মুক্ত ৬ অভিযুক্ত গরহাজির থাকায় জেলা ও দায়রা বিচারক মধুমতি মিত্র ২০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে হামলার পরে নিখোঁজ হন ৭ জন। |
|
আদালতে লক্ষ্মণ শেঠ। নিজস্ব চিত্র। |
এর মধ্যে ৬ জনের পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে তদন্তে নামে সিআইডি। একে একে গ্রেফতার করা হয় সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়াদের। পরে শর্তসাপেক্ষে জামিন পেয়ে যান ৬০ জন। জেল হেফাজতে আছেন শুধু ৭ জন। এ দিকে, জেলা আদালতে ওই মামলা সোপর্দ করেছে মহকুমা আদালত। তাই নিয়েই শুনানি চলছে এখন। বুধবার জেলা আদালতে হাজির হন জামিনে থাকা লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়া, হিমাংশু দাস, বিজন রায়-সহ জামিন প্রাপ্ত ৫৩ জন। কিন্তু বাকি ৬ জন শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে আসেননি (জামিন প্রাপ্ত একজন মৃত)। তাঁদের মেডিক্যাল রিপোর্ট দেখার পরে বিচারক আগামী ২০ সেপ্টেম্বর অভিযুক্ত প্রত্যেককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এদিন ওই মামলায় জেল হেফাজতে থাকা মৃন্ময় দাসের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।
|
পুরনো খবর: নন্দীগ্রাম নিখোঁজ-মামলায় ‘শর্তাধীন’ জামিন লক্ষ্মণের |
|
|
|
|
|