|
|
|
|
অরুণাচল |
লুঠে অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে তদন্ত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুঠের ঘটনায় অভিযুক্ত চার জওয়ানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করল সেনাবাহিনী। তবে সেনা কর্তৃপক্ষের দাবি, অস্ত্র চোরাচালানের ভুল খবর পেয়ে একটি জায়গায় হানা দিয়েছিলেন ওই জওয়ানরা। সেনাবাহিনীর বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দৈমুখ ছাত্র সংগঠন।
ঘটনার সূত্রপাত ১৮ জুলাই সন্ধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্দরদোয়া থানায় খবর যায়, দৈমুখের এক ব্যবসায়ীর কাছ থেকে ৭ লক্ষ টাকা লুঠ করে গাড়িতে পালাচ্ছে উর্দিতে থাকা সশস্ত্র চার রাইফেলধারী। বান্দরদোয়া চেকপোস্টে গাড়িটি থামিয়ে আর কে যাদব, প্রদীপ কুমার, অরুণ সরকার এবং পি চান্দু নামে চার জওয়ানকে আটক করে পুলিশ। তাঁদের কাছে টাকা ছাড়াও তিনটি একে ৪৭ রাইফেল, ৬টি ম্যাগাজিন, ১৮০ রাউন্ড কার্তুজ, ১০টি মোবাইল ফোন ছিল।
পুলিশের দাবি, আটক উর্দিধারীরা প্রথমে জানান, তারা সিআরপি জওয়ান। পরে জানা যায়, সকলেই সেনাবাহিনীর ‘১৩৮ মিডিয়াম রেজিমেন্ট’-এ রয়েছেন। লিখাবালি এলাকার ছাউনিতে কর্তব্যরত। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দৈমুখের ব্যবসায়ী তানা কারানকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ছ’লক্ষ টাকা দেওয়া হলে তারা ওই ব্যবসায়ীকে ৩০ লক্ষ টাকার জিনিস সরবরাহ করবে। তাঁকে নির্জন একটি জায়গায় টাকা নিয়ে যেতে বলা হয়। তখনই অস্ত্র দেখিয়ে টাকা নিয়ে পালান অভিযুক্তরা।
সেনাবাহিনীর তরফে প্রথমে ওই ঘটনাটিকে জঙ্গি কার্যকলাপ বলে চিহ্নিত করা হয়েছিল। সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এস এস ফোগত জানান, সেনাবাহিনীর কাছে খবর পৌঁছেছিল, দৈমুখে এক সমাজবিরোধীর বাড়িতে চোরাই অস্ত্র বিক্রি হবে। সে জন্যই জওয়ানরা সেখানে হানা দেন।
ছাত্র সংগঠনের দাবি, লিখিত অভিযোগে ওই ব্যবসায়ী স্পষ্ট উল্লেখ করেছেন, তাঁকে রাইফেল দেখিয়ে টাকা নিয়ে পালায় জওয়ানরা। ছাত্র সংগঠনটির প্রশ্ন, সেনাবাহিনীর দাবি সত্যি হলে, কেন নিয়মমাফিক স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়নি? জওয়ানদের সঙ্গে কোনও অফিসারও কেন ছিলেন না? যদি জওয়ানরা টাকা বাজেয়াপ্ত করে থাকতেন, তাহলে বান্দরদোয়া চেক পোস্টে আটকাবার পরে কেন তারা পুলিশ, আধাসেনার সঙ্গে খারাপ ব্যবহার করে পালাবার চেষ্টা করেছিলেন? সেনা মুখপাত্র জানান, ধৃত জওয়ানদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনী শৃঙ্খলাভঙ্গের ঘটনা কখনই সহ্য করবে না।
|
পুরনো খবর: ডাকাতি, প্রতারণার দায়ে ধৃত ৪ সিআরপি জওয়ান |
|
|
|
|
|