নিয়মের গেরোয় বিদেশি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সমস্যায় পড়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সেই সমস্যার সুরাহা করতে সারা দেশেরই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ সংক্রান্ত নিয়মবিধি নতুন করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কেন্দ্র। প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসু বুধবার এই আশ্বাসের কথা জানান।
প্রেসিডেন্সির মান উন্নয়নের জন্য দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকে শিক্ষক-শিক্ষিকা আনার উদ্যোগ চলছে। ইতিমধ্যে তিন বিদেশি শিক্ষককে নিয়োগের জন্য বাছাইও করা হয়েছে। কিন্তু নিয়মবিধির বাধায় তাঁরা ওই বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পারছেন না। ফের খতিয়ে দেখে নিয়ম শিথিল করা হলে জটিলতা কাটবে বলে আশা করছেন সুগতবাবুরা।
প্রেসিডেন্সির দর্শন, সমাজবিদ্যা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য ওই তিন বিদেশি শিক্ষককে বাছাই করা হয়েছে প্রায় আট মাস আগে। ওই তিন জনও প্রেসিডেন্সিতে আসতে আগ্রহী বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। ২ জুলাই সুগতবাবু বলেছিলেন, বিদেশি শিক্ষকদের দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এসে পড়ানোয় বাধা কাটানোর জন্য মেন্টর গ্রুপের উপদেষ্টা, অর্থনীতিবিদ
অমর্ত্য সেনের সঙ্গে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করবেন তিনি।
বর্তমান নিয়মে অসুবিধা কোথায়?
শিক্ষা মহলের খবর, অসুবিধাটা মূলত শিক্ষক-শিক্ষিকাদের পাওনাগণ্ডা সংক্রান্ত। এ দিন সল্টলেকের বিকাশ ভবনে একটি বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুগতবাবু বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষকদের (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) নিয়োগ করা হলে তাঁদের বছরে অন্তত ২৫ হাজার ডলার বেতন দিতে হবে। দেশের নিরিখে এই বেতনের পরিমাণ মাসে অন্তত এক লক্ষ ১৪ হাজার টাকা।” কিন্তু এত এত অর্থ দিয়ে বিদেশি শিক্ষক নিয়োগ করা কার্যত অসম্ভব। সুগতবাবু জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্দে এই নিয়মটিই ফের যাচাই করার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গেই সুগতবাবু জানান, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী তারুরের সঙ্গে ই-মেলে যোগাযোগ করা হয়েছিল। তিনিও এই নিয়ম পরিবর্তনের পক্ষেই মত দিয়েছেন। বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও অমর্ত্যবাবু এবং তাঁর কথা হয়েছে বলে জানান মেন্টর গ্রুপের চেয়ারম্যান।
অমর্ত্যবাবু ও সুগতবাবু দু’জনেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও যুক্ত। বিদেশি শিক্ষক-শিক্ষিকাদের দেশের বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে জটিলতা থাকলে নালন্দার উন্নয়নেও সমস্যা হবে।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রের খবর, এই বিশ্বায়নের জমানায় দেশের অনেক বিশ্ববিদ্যালয়ই বাইরে থেকে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করতে আগ্রহী। তাই নিয়ম শিথিল করার আবেদন বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এসেছে। বিষয়টি কেন্দ্রের বিবেচনাধীন বলে ওই সূত্রে জানানো হয়েছে।
|