মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বিকেল পর্যন্ত শহরে চারটি পৃথক পথ-দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তি ও এক মহিলার। পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটে নাগাদ আর জি কর রোডে রাস্তা পার হওয়ার সময়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। তাঁর নাম গণেশ দাস (৪৫)। আর জি কর হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, গণেশবাবু ওই হাসপাতালেরই মেডিসিন ওয়ার্ডের সাফাইকর্মী ছিলেন। এ দিনই বিকেলে গার্ডেনরিচ থানার তারাতলা রোড এবং অয়েল ইনস্টলেশন রোডের মোড়ে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, তপনকুমার মুখোপাধ্যায় (৫৩) ও তাঁর স্ত্রী নিরুপমা মুখোপাধ্যায় (৪৫) মোটরবাইকে যাচ্ছিলেন। একটি ট্রেলার পিছন থেকে বাইকে ধাক্কা মারে। এসএসকেএমে নিরুপমাদেবীকে মৃত ঘোষণা করা হয়। তপনবাবুর দু’টি পা-ই গুরুতর জখম হয়েছে। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন। এ দিকে, বুধবার বেলা ১২টা নাগাদ রাজারহাট রোডের বিমানবন্দর সংলগ্ন রাস্তায় দু’টি বাসের মুখোমুখি ধাক্কায় জখম হন ১৩ জন যাত্রী। আহতেরা আর জি করে ভর্তি। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, একটি বাস কৈখালি থেকে রাজারহাটের দিকে ও অন্যটি রাজারহাট থেকে কৈখালির দিকে যাচ্ছিল। এক প্রত্যক্ষদর্শী অটোচালক জানান, বাস দু’টি মুখোমুখি ধাক্কা মেরে কাত হয়ে যায়। আতঙ্কে বাস থেকে নামতে গিয়ে কারও মাথা ফেটে গিয়েছে, কেউ হাতে চোট পেয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাগ্রস্ত একটি বাসের চালকই সব থেকে বেশি জখম হন।
অন্য দিকে, মঙ্গলবার সন্ধ্যায় নিউ আলিপুর থানার টালিগঞ্জ সার্কুলার রোডে বাসের ধাক্কায় মৃত্যু হয় বিশ্বজিৎ আইচ (৪৩) নামে এক ব্যক্তির। বুধবারের দু’টি ও মঙ্গলবারের দুর্ঘটনায় ঘাতক গাড়িগুলিকে আটক করেছে পুলিশ। তবে, চালকেরা পলাতক। |