মাত্র দু’দিনের মাথায় নবজাতকের নামকরণ করে ফেললেন তাঁর বাবা-মা। বুধবার রাজকুমার উইলিয়ামের দফতর থেকে জানানো হয়েছে, সিংহাসনের তৃতীয় দাবিদারের নাম ঠিক হয়েছে, জর্জ আলেকজান্ডার লুই।
উইলিয়ামের জন্মের পর তাঁর নামকরণে সপ্তাহখানেক সময় নিয়েছিলেন চার্লস-ডায়ানা। আর চালর্সের নাম ঠিক করতে এক মাস লেগে গিয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথের। কেট-উইলিয়াম এত সময় নেননি বলে খুশি রাজপরিবারের ভক্তরা।
নতুন অতিথির আগমন নিয়ে যেমন অপেক্ষা ছিল ব্রিটেনবাসীর, তেমনই তার নাম কী হবে, তাই নিয়ে চলছিল জোর আলোচনা। জুয়াড়িদের বাজার গরম করেছিল বিভিন্ন নাম। তাদের তালিকায় জর্জ নামটা ছিল সব চেয়ে উপরে, তার পরে ছিল চার্লস।
মায়ের ইচ্ছে ছিল ছেলে হোক। হয়েছেও তাই। বাবা বলেছেন, ছেলে দেখতে এক্কেবারে মায়ের মতো। তাই আবেগের জোয়ারে ভাসছেন ডাচেস অফ কেমব্রিজ কেট। বলেছেন, “এখন কেমন লাগছে, সেটা বুঝবেন যে কোনও বাবা-মা। তবে ও আমার মতো দেখতে হয়েছে, এটা মোটেই নিশ্চিত করে বলতে পারছি না।”
প্রথম বার ন্যাপি পাল্টানোর গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বাবা উইলিয়াম। যিনি ছেলেকে দেখে খুশি হয়ে বলেছেন, “বিগ বয়! বেশ ভারী! ভাগ্যিস ওর মাথায় আমার চেয়ে বেশি চুল হয়েছে!” বাকিংহাম প্যালেসের তরফে জানানো হয়েছিল, জুলাইয়ের মাঝামাঝি মা হতে পারেন কেট। কিন্তু সেই সময় পেরিয়ে গিয়েছিল। বেবি কেমব্রিজ এসেছে আরও দেরিতে। এই বিষয়েও মজা করে উইলিয়ামের মন্তব্য, “ও যে কত লেটলতিফ, সেটা বড় হলে বলব ওকে!” |
গত কাল সেন্ট মেরিজ হাসপাতাল থেকে বেরোনোর পরে ক্যামেরার হাজারো ফ্ল্যাশ পেরিয়ে নিজেই গাড়ি চালিয়ে কেনসিংটন প্যালেসের উদ্দেশে রওনা দেন উইলিয়াম। পিছনের সিটে কেট আর নবজাতক। জর্জকে পরম আদর যত্নে উইলিয়াম বাড়ি নিয়ে আসেন সেই পথ ধরে, যে পথে ৩১ বছর আগে তাঁকে কোলে নিয়ে বাড়ি ফিরেছিলেন ডায়ানা-চার্লস।
ছুটিতে যাওয়ার আগে আজ আধ ঘণ্টার জন্য কেনসিংটন প্যালেসে গিয়ে পুতির মুখ দেখে এসেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। বলেছেন, “দারুণ লাগল।” তাঁর স্বামী ডিউক অফ এডিনবরা অবশ্য অসুস্থতার জন্য আসতে পারেননি। তবে ঠাকুমার সঙ্গে ছিলেন ছোট নাতি রাজকুমার হ্যারি। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আজ রানি দ্বিতীয় এলিজাবেথকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে রাজদম্পতিকে তাঁর বার্তা: “ভারতবর্ষের সব মানুষ এবং আমার তরফ থেকে ডিউক আর ডাচেস অফ কেমব্রিজকে অভিনন্দন। ওঁদের এবং নবজাতকের জীবন সুখের হোক।”
কেনসিংটন প্যালেসেই দিদির ছেলেকে দেখবেন বলে গত কাল অপেক্ষায় ছিলেন কেটের বোন পিপা মিডলটন।
বাবার ঠাকুমা আর কাকা দেখা করে যাওয়ার পরেই দু’দিনের জর্জ রাজবাড়ি থেকে ঘুরতে বেরিয়ে পড়েছে। কেনসিংটন প্যালেস থেকে কড়া পুলিশি প্রহরায় সে রওনা দিয়েছে বাকলবেরিতে। দাদু-দিদার কাছে। আপাতত জর্জের রকম-সকম, ভাব-ভঙ্গি খুঁটিয়ে দেখতে ব্যস্ত নতুন বাবা মা।
|