সাংবাদিক পিটিয়ে গ্রেফতার হলেন সাংসদ
সংবাদসংস্থা • ঢাকা |
|
গোলাম রনি |
টিভি-চ্যানেলের এক সাংবাদিক ও এক আলোকচিত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগে ঢাকা থেকে বুধবার গ্রেফতার করা হয় পটুয়াখালির সাংসদ গোলাম মওলা রনিকে। ঢাকার একটি আদালত এ দিন আওয়ামি লিগের এই সাংসদের জামিনের আর্জি নাকচ করে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেয়। নদী দখল করে বাণিজ্যকেন্দ্র তৈরির অভিযোগ রয়েছে শাসক দলের সাংসদ রনির বিরুদ্ধে। শনিবার একটি বেসরকারি টিভি-চ্যানেলের এক সাংবাদিক ও এক আলোকচিত্রী এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে ঢাকায় রনির দফতরে যান। অভিযোগ, সেখানে তাঁদের আটক করে বেধড়ক মারধর করে রনির অনুচররা। ভিডিও-ফুটেজে দেখা যায়, সাংসদ নিজে তাঁদের ওপর চড়াও হয়ে লাথি মারছেন। পরে রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। সাংসদও পুলিশকে লিখিত অভিযোগে জানান, টেলিভিশন চ্যানেলটির মালিক তাঁর কাছে টাকা চেয়ে গুন্ডা পাঠিয়েছিল। এ দিন রনি গ্রেফতার হওয়ার পরে আওয়ামি লিগের তরফে জানানো হয়েছে, রনি দলের সাধারণ সদস্যটুকুও নন। তাঁর দোষ প্রমাণিত হলে ইস্তফা দিতে বলা হবে।
|
স্নোডেনের ঠাঁই বিমানবন্দরেই
সংবাদসংস্থা • মস্কো |
আপাতত মস্কোর বিমানবন্দরেই থাকবেন স্নোডেন, বুধবার এ কথা জানালেন তাঁর আইনজীবী। তিনি বলেন, স্নোডেন রুশ প্রশাসনের কাছে আশ্রয় চেয়ে যে আবেদন করেছিলেন তার এখনও কোনও মীমাংসা হয়নি। বুধবারই রুশ সংবাদমাধ্যম একটি রিপোর্টে জানায়, স্নোডেন যাতে বিমানবন্দর ছেড়ে দেশে ঢুকতে পারেন তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি। এই বিষয়ে প্রশ্ন করা হলে অবশ্য স্নোডেনের আইনজীবী কোনও মন্তব্য করতে রাজি হননি।
|
দক্ষিণ আফ্রিকায় প্রত্যর্পণ
সংবাদসংস্থা • লন্ডন |
মধুচন্দ্রিমার সময়ই স্ত্রীকে খুনের ছক কষেছিলেন স্বামী। সেই সংক্রান্ত মামলায় বিচারের জন্য অভিযুক্ত স্বামীকে এ বার দক্ষিণ আফ্রিকায় প্রত্যর্পণ করবে ব্রিটেন। বুধবার এই রায় দিল ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত। বিচারপতি জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার জন্য অভিযুক্তের আইনজীবীর হাতে ১৪ দিন সময় রয়েছে।
|
ধর্ষণে বাধা, খুন
সংবাদসংস্থা • লাহৌর |
ধর্ষণে বাধা দেওয়ায় পুড়িয়ে মারা হল এক কিশোরীকে। পুলিশ সূত্রে খবর, লাহৌরের রহিম ইয়ার খান জেলার বাসিন্দা ওই মেয়েটি সেলাই শিখতে গিয়েছিল তার বন্ধুর বাড়ি। সেখানে বন্ধুর ভাই মহম্মদ ইমতিয়াজ ও তার বন্ধুরা মিলে মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা করে। তা-র প্রতিবাদ করায় পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে ইমতিয়াজ। কিশোরীর দেহের ৮০ শতাংশই পুড়ে যায়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
|
আইএসআইয়ের দফতরে হামলা
সংবাদসংস্থা • মুলতান |
পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের দফতরে বোমা এবং গুলি ছুড়ল জঙ্গিরা। সুকুরের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। আহত অন্তত ৪০ জন। পর পর চারটি বিস্ফোরণ হয়। তার পরে শুরু হয় গুলির লড়াই। তত ক্ষণে নিরাপত্তা অফিসাররা ধরে ফেলেছেন দশ জঙ্গিকে। এরা ওই চত্বরে আরও চারটি বোমা পুঁতে রেখেছিল বলে জানান ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জাভেদ ওধো। তবে কোনও জঙ্গিগোষ্ঠী এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি।
|
এগিয়ে এল পাক প্রেসিডেন্ট নির্বাচন
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
সামনেই খুশির ঈদ। তাই ৬ অগস্টের এক সপ্তাহ আগেই অর্থাৎ ৩০ জুলাই পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া সেরে ফেলার নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট। কারণ, ৬ অগস্ট রমজান মাসের ২৭তম দিন। দিনটি অত্যন্ত পবিত্র। তখন অনেক আইনজীবী ছুটিতে থাকবেন। তাই এই সিদ্ধান্ত। বুধবারই ছিল প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এই নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল) মামনুন হুসেন এবং পাকিস্তান পিপলস্ পার্টির (পিপিপি) রাজা রব্বানি মনোনয়ন জমা দিয়েছেন।
|
২২ জনকে উদ্ধার
সংবাদসংস্থা • বেজিং |
গানসু প্রদেশের জোড়া ভূমিকম্পের দু’দিন কেটে যাওয়ার পর ধ্বংসস্তূপের তলা থেকে ২২ জনকে উদ্ধার করল দমকলের এক উদ্ধারকারী দল। সোমবার চিনের স্থানীয় সময় সকাল পৌনে আটটা নাগাদ প্রথম কম্পনটি অনুভূত হয় ডিংজি শহরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৬। ভূকম্পে ৯৫ জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দমকল সূত্রে খবর, ভূমিকম্প দুর্গত এলাকায় ৮২৬টি তাঁবুরও ব্যবস্থা করা হয়েছে। |