সাম্প্রতিক বন্যায় দক্ষিণ দিনাজপুরের তপন, গঙ্গারামপুর, বংশীহারি ও কুশমন্ডি ব্লকের একাংশ এলাকায় ফসলের ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি টাকা। জেলা কৃষি উপ অধিকর্তা লক্ষীকান্ত মান্ডি মঙ্গলবার জানান, বন্যায় আমনের রোয়া ও পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হন প্রায় ৩৫ হাজার চাষি। ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। কৃষি দফতরের হিসাব, প্রায় ১২ হাজার হেক্টর জমির আমন চারা জলে ডুবে নষ্ট হয়ে গিয়েছে। ভেসে গিয়েছে ২ হাজার হেক্টর জমির পাট। ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তায় ধানে বীজ, সার এবং কলাই ডালের মিনিকিট বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উপকৃষি অধিকর্তা জানিয়েছেন। উল্লেখ্য, চলতি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে জেলার বড় নদীগুলির জল বাড়ায় বাঁধ ভেঙে গিয়ে ওই ৪টি ব্লকের বিস্তীর্ণ এলাকা ও চাষের জমি প্লাবিত হয়। জেলা প্রশাসনের হিসাবে বন্যায় চারটি ব্লকের ১৮৫টি গ্রামের লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হন।
|
চাকরি দেওয়ার নাম করে বধূকে ধর্ষণ করার দায়ে এক ব্যক্তিকে সাত বছর কারাদণ্ড দিল আদালত। মঙ্গলবার ইসলামপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সঞ্জীব কুমার শর্মা ওই রায় দেন। সরকারি আইনজীবী মহম্মদ সারফুদ্দিন জানান, সাজাপ্রাপক রবীন্দ্রনাথ শিকদার চাকুলিয়ার ভক্তি এলাকার বাসিন্দা। তাঁর এক আত্মীয়া বাম শরিক দলের সদস্য। তাঁর সঙ্গে এলাকায় বিধায়কের যোগাযোগ রয়েছে দাবি করে তিনি ওই মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। ১২ জনের সাক্ষী গ্রহণ করার পর বিচারক ওই ব্যক্তিকে ৭ বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
|
পুকুরে স্নান করতে গিয়ে ডুবে ৩ জন বালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনহাটা থানার আটিয়াবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। মৃতদের নাম মোসারফ মিঁয়া (১১), দুলাল মিঁয়া (৯) সোহেল রানা (৭)। তাদের বাড়ি আটিয়াবাড়ির পেউল্যাগুড়ি। মোসারফ স্থানীয় সুধারঞ্জন জুনিয়র হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। দুলাল তৃতীয় ও সোহেল দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাসিন্দারা তিন জনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
|
কংগ্রেস ও সিপিএমের সর্ংঘষে বোমার আঘাতে ৭০ বছরের বৃদ্ধা-সহ ১৫ জন জখম হয়েছেন। মঙ্গলবার রতুয়া থানার জগদলা সালাবাত্পুর গ্রামে ঘটনাটি ঘটে। সিপিএমের অভিযোগ, ৩ ঘণ্টা ধরে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। জখমদের আড়াইডাঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক তদন্তের পরে জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “হামলাকারীরা খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়েছিলেন। বোমায় কয়েকজন জখম হয়েছেন।”
|
ছিটমহল লাগোয়া কোচবিহারের একাধিক বুথে গন্ডগোলের আশঙ্কা করছে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। মঙ্গলবার আশঙ্কার কথা কমিটির তরফে কোচবিহারের জেলাশাসককে লিখিতভাবে জানানো হয়েছে। |