ছাত্রের মৃত্যুতে প্রশাসনিক তদন্তের আর্জি
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
বাঁকুড়ার গড় রাইপুর হাইস্কুলের হস্টেলে ছাত্র রানা কালিন্দীর মৃত্যুর ঘটনায় প্রশাসনিক তদন্তের আর্জি জানালেন তার বাবা রাধানাথ কালিন্দী। রাইপুরের বিডিও-র কাছে এই মর্মে লিখিত আর্জি জানিয়েছেন রাধানাথবাবু। বিডিও কিংশুক মাইতি বলেন, “মৃত্যুর সঠিক কারণ তদন্ত করে দেখার জন্য দাবি করেছেন তার বাবা। অবর স্কুল পরিদর্শককে হস্টেলে গিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। প্রধান শিক্ষকের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে।” রবিবার স্কুলের হস্টেলে ডেনড্রাইটের নেশা করে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই পড়ুয়া এবং অষ্টম শ্রেণির ছাত্র রানা। রানা ও ষষ্ঠ শ্রেণির ছাত্রটিকে এর পরে হস্টেলের একটি ঘরের মেঝেয় অর্ধচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের রুমমেটরা। বাঁকুড়া মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রানার। অন্য দুই ছাত্রকে মেডিক্যালে ভর্তি করা হয়। রাধানাথবাবুর দাবি, “হস্টেলে নজরদারির নিশ্চয় অভাব ছিল। সেই সুযোগ নিয়েই আবাসিক পড়ুয়ারা এমন নেশা করার সুযোগ পাচ্ছে।” তাঁর ছেলের মৃত্যুর পিছনে স্কুল ও হস্টেল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে কি না, তা তদন্ত করে দেখতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি। গাফিলতির অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক রাজকুমার বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “হস্টেলে স্থায়ী সুপার নেই। স্কুলেরই শিক্ষক যামিনীকান্ত টুডুকে হস্টেল দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। আবাসিক ছাত্রদের প্রতি যথেষ্ট নজর দেওয়া হয়। তার পরেও কেউ বাইরে গিয়ে লুকিয়ে চুরিয়ে নেশা করলে কী করা যাবে! আমরা স্কুলের তরফে এই ঘটনার পৃথকভাবে তদন্ত শুরু করেছি।”
|
ডিভিসি-র প্রকল্পে বাধা, জট খুলতে কাল বৈঠক
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
জমি মালিকদের বিরোধিতায় উৎপাদন শুরুর মুখে দাঁড়িয়েও সঙ্কটে রঘুনাথপুরে ডিভিসি-র তাপবিদ্যুৎ প্রকল্প। সঙ্কট মূলত প্রকল্পের ‘ওয়াটার করিডর’ (প্রকল্পে জল নিয়ে আসার রাস্তা) নিয়ে। এর জন্য প্রয়োজনীয় ৫১ একরের মধ্যে ৪৭ একর জমি প্রশাসন ডিভিসি-কে ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। কিন্তু, ‘জমি রক্ষা সংগ্রাম কমিটি’ নামে মঞ্চ গড়ে ডিভিসি-র প্রকল্পে স্থায়ী চাকরির দাবিতে কাজ বন্ধ করে দিয়েছেন জমি মালিকদের একাংশ। পুরুলিয়া জেলা প্রশাসনের দ্বারস্থ ডিভিসি। বৃহস্পতিবার জমি মালিকদের নিয়ে প্রশাসনের উপস্থিতিতে বৈঠকে বসছে ডিভিসি। নিতুড়িয়া ও রঘুনাথপুর ২ ব্লকের একাংশে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ছে ডিভিসি। উৎপাদন হবে ২৫২০ মেগাওয়াট বিদ্যুৎ। সমস্যার জেরে লক্ষ্যমাত্রার তিন বছর পরেও উৎপাদন শুরু করতে ব্যর্থ ডিভিসি। সূত্রের খবর, ডিভিসি-র চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন রঘুনাথপুরে এসে দ্রুত উৎপাদন শুরুর নির্দেশ দেন। ডিভিসি-র ওই প্রকল্পের সহকারী মুখ্য বাস্তুকার প্রভাত কিরণ বলেন, “একটি ইউনিটে উৎপাদন শুরুর জল সরবরাহের জন্য ওয়াটার করিডর দ্রুত নির্মাণ করা দরকার। কিন্তু মালিকদের একাংশ অযৌক্তিক দাবিতে কাজ করতে দিচ্ছে না।” ‘জমি রক্ষা সংগ্রাম কমিটি’র বক্তব্য, জমির পরিবর্তে পরিবারপিছু এক জনের স্থায়ী চাকরির ব্যবস্থা না হলে জমি দেওয়া হবে না।
|
এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। খাতড়ার নগরী গ্রামের ঘটনা। মৃতার নাম ঝুমা রায় (২১)। সোমবার শ্বশুরবাড়িতে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পাঁচ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। |