রাতের অন্ধকারে জানলা দিয়ে গুলি ছুড়ে ঘুমন্ত এক ব্যবসায়ীকে খুন করল দুষ্কৃতীরা। সোমবার ঘটনাটি ঘটেছে হরিপালের চন্দনপুর পঞ্চায়েতের হারাট গ্রামে। নিহতের নাম মফিজউদ্দিন মোল্লা (৫০)।
এসডিপিও (চন্দননগর) সৈকত ঘোষ বলেন, “পুরনো কোনও বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। সব দিক খোলা রেখে তদন্ত করা হচ্ছে।”
হারাট বাজারে মফিজউদ্দিনের হার্ডওয়্যারের দোকান। দুই ছেলেমেয়ে এবং স্ত্রী-কে নিয়ে ওই এলাকাতেই দোতলা বাড়িতে থাকতেন। রাতে একতলার ঘরে একাই ঘুমোতেন ওই ব্যক্তি। স্ত্রী আফিজা ছেলেমেয়েকে নিয়ে দোতলায় শুতেন। |
এই খাটেই গুলিবিদ্ধ হয়ে মারা যান মফিজউদ্দিন। —নিজস্ব চিত্র। |
সোমবারেও রাতের খাওয়া সেরে এক তলার ঘরে ঘুমিয়ে পড়েন মফিজউদ্দিন। রমজান মাসে রোজা রাখায় বাড়ির লোকজন ভোর হওয়ার আগেই উঠে পড়ছেন। রাত আড়াইটে নাগাদ মেয়ে নাসরিন মফিজ মফিজউদ্দিনকে ডাকতে যান। বাবার সাড়া না পেয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে তিনি দেখেন, রক্তাক্ত অবস্থায় খাটে পড়ে বাবার দেহ।
তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, ওই ঘরের জানলায় জাল লাগানো ছিল। আততায়ীরা সেই জাল বেঁকিয়ে খুলে ফেলে। সেখান দিয়েই গুলি ছোড়া হয়। বুকের বাঁ দিকে গুলি লাগে। বাড়ির লোক বা পড়শিরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা গুলির আওয়াজ পাননি। পুলিশের কাছে স্বামীকে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন আফিজা। তিনি বলেন, “স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল না। কারা এ ভাবে স্বামীকে মারল, বুঝতে পারছি না।”
পুলিশ অবশ্য মনে করছে, আততায়ীরা নিহতের পরিচিত। জীর্ণ হয়ে যাওয়া জানলার জাল যে সহজেই বেঁকিয়ে ফেলা যাবে, তারা তা জানত। |