টুকরো খবর
প্রেমে প্রত্যাখ্যাত যুবকের ছুরিতে জখম কিশোরী
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকাকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের মুক্তারপুর গ্রামে। ঘাড়ে এবং পিঠে আঘাত নিয়ে একাদশ শ্রেণির পড়ুয়া ওই কিশোরীকে উত্তরপাড়ার নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। ধৃত যুবকের নাম প্রশান্ত হাইত। বাড়ি তারকেশ্বরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁপাডাঙায় ফটোকপির দোকানে কাজ করতেন প্রশান্ত। সেই সূত্রেই বছর কয়েক আগে মেয়েটির সঙ্গে তাঁর পরিচয়। ঘনিষ্ঠতাও গড়ে ওঠে। মেয়েটির বাড়িতেও প্রশান্তর যাতায়াত ছিল। তবে কয়েক মাস ধরে অবশ্য প্রশান্তকে এড়িয়ে চলছিল ওই কিশোরী। প্রশান্তের সঙ্গে সম্পর্ক রাখবে না বলেও সে জানিয়ে দেয়। ধৃত যুবক পুলিশকে জানান, সম্প্রতি তিনি জানতে পারেন মেয়েটিকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিষয়টি মেনে নিতে পারেননি প্রশান্ত। সোমবার রাত ৯টা নাগাদ প্রশান্ত মেয়েটির বাড়িতে যান। এর কিছু ক্ষণ পরেই মেয়েটির চিৎকারে বাড়ির লোকেরা গিয়ে দেখেন, যুবকটি তাঁকে বার বার ছুরি দিয়ে আঘাত করছে। বাড়ির লোকেরাই তাঁকে ধরে ফেলেন। প্রতিবেশীরা ছুটে আসেন। যুবকটিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিশোরীর বাবা ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন তারকেশ্বর থানায়। প্রশান্ত পুলিশকে জানিয়েছেন, প্যান্টের নীচে অ্যাঙ্কলেটের মধ্যে ছুরি লুকিয়ে এনেছিলেন তিনি। প্রেমিকাকে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

স্থগিত সর্বদল বৈঠক
ভোট-গণনা নিয়ে সর্বদল বৈঠকের মধ্যেই সরকারি অফিসারদের সামনে কংগ্রেসের প্রতিনিধিদের ধাক্কাধাক্কির অভিযোগ উঠল তৃণমূলের প্রতিনিধিদের বিরুদ্ধে। এর জেরে বৈঠক স্থগিত হয়ে গেল। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলা ২ বিডিও অফিসে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোট-গণনার খুঁটিনাটি নিয়ে ওই বৈঠক ডেকেছিলেন বিডিও কওসের আলি। কংগ্রেসের এক জেলা পরিষদ প্রার্থীর এজেন্ট তথা রাজ্য কিষাণ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলি আফজল চাঁদ বক্তব্য রাখার সময়েই গোলমাল বাধে। চাঁদ বলেন, “টেবিলে ভোট গোনা নিয়ে বিতর্ক হলে কে সেই সমস্যা মেটাবেন, আমি সেই প্রশ্ন করেছিলাম। তখনই তৃণমূলের ছেলেরা আমার দিকে তেড়ে আসে। আমাকে এবং আমাদের দলের ব্লক সভাপতি মুক্তিপদ মুন্সি-সহ অন্যদের ধাক্কাধাক্কি করে। বিডিও-র হস্তক্ষেপে ওরা বেশি কিছু করতে পারেনি।” তৃণমূলের বক্তব্য, চাঁদের আগে বক্তব্য রাখতে উঠে তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায় একই প্রশ্ন করেছিলেন। সিপিএমের সঙ্গে যোগসাজস করে ওই কংগ্রেস নেতা বিতর্ক বাধানোর চেষ্টা করছিলেন। সুবীরবাবু বলেন, “ওই কংগ্রেস নেতার ব্যাপারে সাধারণ মানুষ বীতশ্রদ্ধ। এখানেও তারই প্রতিফলন ঘটেছে। তবে কারও গায়ে আমাদের ছেলেরা হাত তোলেনি।” গোলমালের জেরে বিডিও অবশ্য বৈঠক স্থগিত করে দেন।

অস্ত্র-সহ ধৃত তিন
ডাকাতির উদ্দেশে জড়ো হওয়ার অভিযোগে তিন যুবক গ্রেফতার হল। সোমবার, বালির বাদামতলা থেকে। ধৃতদের নাম শেখ মুসা, সোনু রজক ও শেখ আনোয়ার। পুলিশ জানায়, ওই তিন দুষ্কৃতী জি টি রোডে একটি চটকলের সামনে জড়ো হয়েছিল। সেখানে হানা দিয়ে পুলিশ তাদের ধরে। ধৃতদের থেকে ভোজালি, রড ও ছুরি মিলেছে। পুলিশ জানায়, ধৃতদের বিরুদ্ধে হাওড়া জেলার অন্য থানাতেও বহু দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ রয়েছে।

দম্পতি আত্মঘাতী
এক দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কীটনাশক খেয়ে তাঁরা আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের বৈঁচিপোতা পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে। মৃতদের নাম সুকুমার দাস (৫০) এবং স্বস্তি দাস (৪৫)। সুকুমারবাবু চাষবাস করতেন। পুলিশের অনুমান, দাম্পত্য কলহের জেরে সুকুমারবাবু কীটনাশক খেয়ে ফেলেন। তা দেখে স্বস্তিদেবীও গলায় কীটনাশক ঢালেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.