|
|
|
|
বিল ধোঁয়াহীন তামাক-পণ্য রুখতে |
অসমে আন্দোলনে পান দোকানদারেরা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ধোঁয়াহীন তামাকজাত পণ্য নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে আন্দোলনে নামলেন অসমের পান দোকানদারেরা। রাজ্যে সিগারেট, বিড়ি এবং মদ বিক্রি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন তাঁরা। আগামীকাল, বুধবার রাজ্যের সব পানের দোকান বন্ধ থাকবে।
সদ্যসমাপ্ত বিধানসভা অধিবেশনে সবরকম ধোঁয়াহীন তামাকজাত পণ্য নিষিদ্ধ করতে বিল পাশ করা হয়েছে। তাতে ধোঁয়াহীন তামাকজাত দ্রব্য যেমন গুটখা, জর্দা, পান মশলার বিক্রি, সরবরাহ, বিতরণ, বিজ্ঞাপন, সঞ্চয় ও সেবন নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়। আইন ভাঙলে ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং কমপক্ষে ৩ বছর কারাদণ্ডেরও প্রস্তাব ছিল। এ ধরণের তামাক সেবন করতে গিয়ে ধরা পড়লে প্রথমবার জরিমানা হবে হাজার টাকা। পরেরবার ২০০০। এ ভাবেই সাজার মাত্রা বাড়তে থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, এই ধরনের দ্রব্য নিষিদ্ধ করার ফলে রাজ্য সরকার ২০ কোটি টাকার রাজস্ব হারাবে। কিন্তু, রাজস্বের চেয়ে রাজ্যবাসীর স্বাস্থ্য রক্ষা বেশি জরুরি।
পান দোকানদারেরা বলছেন, কেবল গুটখা, পানমশলা নিষিদ্ধ করে ক্যান্সার রোখা যাবে না। সরকারের সদিচ্ছা থাকলে সব রকম নেশার জিনিসই বন্ধ করতে হবে। ‘বৃহত্তর গুয়াহাটি পান ব্যবসায়ী সংগঠন’ রাজ্যপালের কাছে ধোঁয়াহীন তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করার বিলে সম্মতি না-জানাতে আবেদন করেছেন। আজ মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, ‘‘রাজ্য সরকার পান দোকানদারদের ক্ষতির বিষয়ে ভাবনাচিন্তা করছে। রাজ্যে সিগারেট, বিড়ির বিক্রিতে রাশ টানতে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে। কর চাপানো হবে। বাড়বে সিগারেটের দামও। সেই সঙ্গে ধূমপানের ক্ষতি নিয়েও রাজ্যজুড়ে প্রচার চালানো হবে।”
|
|
|
|
|
|