চলন্ত মেট্রোর কামরায় ফের শ্লীলতাহানির অভিযোগ। এবং আক্রান্ত এ বার মেট্রোরই এক পদস্থ অফিসারের স্ত্রী ও পুত্রবধূ। অভিযোগ, তাঁদের হাত ধরে টানাটানি করে দুই যুবক। মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল ও দমদম স্টেশনের মাঝে। অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছে মেট্রোয়। পুলিশ সূত্রে খবর, ইদানীং ট্রেনে মেয়েদের বিরক্ত করার ঘটনা বেড়েছে। কেউ কেউ প্রতিবাদ করেন। অনেকে আবার মুখ বুজে সহ্য করে চলে যান। এ দিনের ঘটনাটি মেট্রোরই এক অফিসারের স্ত্রী-র সঙ্গে হওয়ায় প্রতিবাদ করা সহজ হয়েছে।
পুলিশ জানায়, ওই দুই মহিলা সেন্ট্রাল স্টেশন থেকে মেট্রোয় ওঠেন। সঙ্গে মেট্রোর ওই অফিসারও ছিলেন। অভিযোগ, আচমকাই ট্রেনের মধ্যে ওই দুই যুবক তাঁর স্ত্রীকে ধাক্কা মারলে প্রতিবাদ করেন ওই অফিসার। এর পরে তাঁরা মহিলাদের আসনের দিকে গিয়ে দাঁড়ালে ওই দুই যুবকও তাঁদের পিছু পিছু সেখানে গিয়ে দুই মহিলাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। আবার তখন এ নিয়ে তাঁদের সঙ্গে বচসা বাধে ওই অফিসারের।
অভিযোগ, ওই দুই যুবক ট্রেন থেকেই ফোন করে বন্ধুদের দমদম স্টেশনে আসতে বলে। ট্রেনটি দমদম পৌঁছতেই ওই দুই যুবক বন্ধুদের নিয়ে ফের আবার ওই দুই মহিলা ও ওই অফিসারের দিকে তেড়ে যায়। মেট্রোর ওই অফিসার ফের প্রতিবাদ করায় ওই যুবকেরা তাঁকে তেড়ে এসে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনা দেখে প্ল্যাটফর্মে থাকা লোকজন জড়ো হয়ে যান। তাঁরাই ওই যুবকদের ধরে আরপিএফ-এর হাতে তুলে দেন। পরে সিঁথি থানার পুলিশ এসে ওই দু’জনকে নিয়ে যায়। ধৃত দুই যুবকের নাম অরুণ সিংহ ও সুজয় রায়। দু’জনই ছাত্র বলে পুলিশ জানিয়েছে। এলাকারই কিছু লোক তাঁদের ছাড়াতে আসেন বলে জানায় পুলিশ।
তবে এত বড় ঘটনা ঘটার পরেও মুখ খুলতে চাননি মেট্রো কর্তৃপক্ষ। কেন সিসিটিভিতে ওই দৃশ্য দেখতে পায়নি সিকিউরিটি কন্ট্রোল, মন্তব্য করেননি তা নিয়েও।
|