বুকে তেল পড়ে মৃত্যু শিশুর
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
শোকার্ত পরিবার। —নিজস্ব চিত্র |
বুকে তেলা ভাজার গরম তেল পড়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ময়ূরেশ্বর থানার কোট গ্রামে। সোমবার ছিল চতুর্থ দফার নির্বাচন। ভোট গ্রহণকেন্দ্রের পাশাপাশি অস্থায়ী ভাবে মুড়ি, তেলেভাজা, চায়ের দোকান বসেছিল। অগোছালো লাইন ঘিরে বেসামাল পরিস্থিতি সামাল দিতে বাহিনীর তৎপরতা দেখা যায়। পুলিশের ভয়ে ওই দিন দুপুরে রাস্তার ধারে অনেকে জড়সড় ভাবে দাঁড়িয়ে ছিল। সে রকমই কোট গ্রামের শিশু সাহিল শেখ একটি তেলে ভাজার দোকানের পাশে মোরামের চাঁইয়ের উপরে দাঁড়িয়েছিল। চাঁই নড়বড় করতেই পায়ে খুন্তি লাগলে বেসামাল হয়ে যায় সাহিল। তখন কড়াইয়ের গরম তেল তার বুকে পড়ে। দাদু তাকে তুলে পুকুরের জলে ডুবিয়ে ছিল। এর পরেই বড় ফোস্কা পড়ায় তাকে ময়ূরেশ্বর ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই দিন রাতেই তার মৃত্যু হয়। মা লতিফা বিবি বলেন, “ভোটকেন্দ্র বাড়ি থেকে কাছে বলেই ছেলেটাকে নিয়ে গিয়েছিলাম। যত বেলা বাড়ছে ভিড়ও বাড়ছে। তখন দুপুর ১২টা হবে। সিআরপিএফ আসতেই ছেলেটা বলে দাদুর কাছে যাব। কিছুক্ষণ পরে শুনি এই অবস্থা।”
|
পুর-দায়িত্বে মহকুমাশাসক
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
দুবরাজপুর পুরসভায় ক্ষমতাসীন বোর্ডের মেয়াদ শেষ হল মঙ্গলবার। মহকুমাশাসক (সিউড়ি সদর) চন্দ্রনাথ রায়চৌধুরী এদিন সন্ধ্যায় প্রশাসক হিসাবে পুরসভার দায়িত্ব নিয়েছেন। রাজ্যের যে তেরোটি পুরসভায় নির্বাচন হওয়ার কথা দুবরাজপুর একটি। বিদায়ী পুরপ্রধান কংগ্রেসের পীযূষ পাণ্ডে বলেন, “বহুবার কাউন্সিলর হয়েছি। তিন বার পুরপ্রধান পদ সামলেছি। সাধারণ মানুষের পুর-পরিষেবা পেতে একটু অসুবিধা হবে। কারণ, ১৫টি ওয়ার্ডের (এ বার ওয়ার্ড বেড়ে ১৬ হয়েছে) কাউন্সিলররা যা যা কাজ করতেন, তাঁদের অবর্তমানে একজন দায়িত্বপূর্ণ আধিকারিককে পুরসভার অতিরিক্ত দায়িত্ব দিলে সেই ভাবে পরিষেবা দেওয়া সম্ভব নয়।” মহকুমাশাসক (সিউড়ি সদর) চন্দ্রনাথ রায়চৌধুরীও বলেন, “একটি পুরসভা চালু রাখতে ন্যূনতম যেটুকু দরকার সেটাই আমার করার কথা।” |