শরিফের বাড়িতে জঙ্গি হানার ছক বানচাল
সংবাদসংস্থা • লাহৌর |
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল জঙ্গিরা। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তৎপরতায় শেষ মুহূর্তে বানচাল হল তা। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছে আট সন্দেহভাজন। সম্প্রতি, পাকিস্তানি পুলিশ ও গোয়েন্দাদের যৌথ তদন্তে ধরা পড়ে উত্তর-ওয়াজিরিস্তানের জঙ্গি গোষ্ঠী প্রধানমন্ত্রীর বাড়িতে হানা দেওয়ার চক্রান্ত করছে। মুলতান জেলায় জঙ্গি দমন অভিযানের সময় পুলিশের হাতে ধরা পড়ে তেহরিক-ই-তালিবান গোষ্ঠীর দুই জঙ্গি। জেরায় তারা প্রধানমন্ত্রীর বাড়িতে জঙ্গি হানার চক্রান্তের কথা ফাঁস করে। জঙ্গিরা জানায় পরিকল্পনার পিছনে ফাহিম মেও নামে এক জঙ্গির হাত রয়েছে। মেও-কেও গ্রেফতার করে পুলিশ।
|
ভারত-চিন বৈঠক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সীমান্তে বারংবার অনুপ্রবেশের ঘটনা নিয়ে আজ বেজিংয়ের কাছে উদ্বেগ প্রকাশ করল নয়াদিল্লি। আজ থেকে দু’দেশের মধ্যে সীমান্ত বিষয়ক ‘ওয়ার্কিং মেকানিজম’-এর তৃতীয় বৈঠকটি শুরু হয়েছে রাজধানীতে। বিদেশ মন্ত্রক ছাড়াও তাতে হাজির ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা। গত এপ্রিল মাসে ভারতীয় ভূখণ্ডে টানা ২১ দিন চিনা সেনার ঘাঁটি গেড়ে বসে থাকার ক্ষতটি যথেষ্ট টাটকা। তার পরেও বার বার অনুপ্রবেশ ঘটছে চুমার, দৌলতবেগ-এর মতো এলাকায়। যে সব এলাকায় সীমান্ত নিয়ে মতপার্থক্য রয়েছে সেখানেই অনুপ্রবেশ হচ্ছে। নয়াদিল্লির দাবি, মতপার্থক্য না মেটা পর্যন্ত সীমান্তে স্থিতাবস্থা থাকুক।
|
মেয়ে হল পেনেলোপের
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
ব্রিটেনের রাজপরিবারে নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত তামাম পৃথিবী। এরই মধ্যে সাংবাদিকদের চোখ এড়িয়ে একই দিনে মেয়ের জন্ম দিলেন পেনেলোপ ক্রুজ। হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ৩৯ বছরের ক্রুজের এটি দ্বিতীয় সন্তান। অস্কারজয়ী অভিনেত্রীর দু’বছরের ছেলে রয়েছে।
|
সংঘর্ষে হত ১০
সংবাদসংস্থা • কায়রো |
সংঘর্ষ অব্যাহত মিশরে। প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত আরও ৮০। সোমবার তাহরির স্কোয়ারের কাছে মার্কিন দূতাবাসে যাওয়া সময় মুরসি বিরোধীদের উপর চড়াও হয় মুরসি সমর্থক। গুলি ও এলোপাথাড়ি ইটবৃষ্টি চলে দু’পক্ষের মধ্যে। এই হাতাহাতিতে পড়ে মৃত্যু হয় এক জনের। আহত অন্তত ২৩ জন।
পুরনো খবর: মহম্মদ মুরসির বিরুদ্ধে ফৌজদারি মামলা |