হাসপাতাল থেকে উইকিপিডিয়া পেজ, নতুন অতিথির অপেক্ষায় তৈরি সবাই। দেশের সংবাদমাধ্যম জানিয়েছিল, সুখবর আসতে চলেছে এই শনিবারই। কিন্তু রবিবার কেটে গেলেও খবর এল না এখনও। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সেনাবাহিনী থেকে ছুটি নিয়ে বাকিংহামে পৌঁছেছেন রাজকুমার উইলিয়াম। মধ্য লন্ডনের সেন্ট মেরিজ হাসপাতালের বাইরে বেশ ক’দিন ধরেই ঘাঁটি গেড়েছে আন্তর্জাতিক মিডিয়া। এই সেই হাসপাতাল যেখানে উইলিয়াম ও হ্যারির জন্ম দিয়েছিলেন যুবরানি ডায়ানা। নতুন অতিথিকে অভ্যর্থনা জানাতে সাজোসাজো রব লন্ডন জুড়ে। র ‘চাইন্ড অফ ডিউক অ্যান্ড ডাচেস অফ কেমব্রিজ’ ই-যুগে এই নামে তৈরি হয়ে গিয়েছে উইকিপিডিয়া পেজ। এ দিকে জন্মের আগেই উত্তরাধিকার সূত্রে ৯৪০০ কোটি টাকার মালিক হয়ে গিয়েছে ব্রিটিশ রাজপরিবারের এই নতুন সদস্য। ব্রিটিশ টাঁকশালও জানিয়েছে, শিশুটির জন্মের দিন স্মরণীয় করে তুলতে পাঁচ পাউন্ডের একটি নতুন রুপোর মুদ্রা তৈরি করবে তারা। এবং ওই দিন দেশে যে সমস্ত শিশু জন্মাবে, প্রত্যেকের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে ওই বিশেষ মুদ্রা।
|
ফৌজদারি মামলা শুরু হল মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মহম্মদ মুরসির বিরুদ্ধে। গুপ্তচরবৃত্তি, হিংসায় মদত দেওয়া ও দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এ মাসের গোড়াতেই মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট তাঁর গদি হারান সেনা অভ্যুত্থানে। মুরসিকে শেষ বারের মতো দেখা গিয়েছিল জুনের ২৬ তারিখ। তার দল মুসলিম ব্রাদারহুডের তরফে জানানো হয়েছে, নিরাপদেই আছেন প্রাক্তন প্রেসিডেন্ট। মুরসি ছাড়াও অভিযোগ উঠেছে মুসলিম ব্রাদারহুডের আরও আট নেতার বিরুদ্ধে।
|
একটানা মুষলধারে বৃষ্টি ও ধসের জেরে চিনে মৃত্যু হল ১০০ জনের। নিখোঁজ অন্তত ১৭৮। রবিবার জলের চাপে গুয়াংজিঝুয়াং এলাকায় একটি বাঁধ ভেঙে যাওয়ায় মারা গিয়েছেন আট বিদেশি পর্যটক। আহত হয়েছেন আরও পাঁচ জন। গত এক সপ্তাহ টানা বৃষ্টিতে উত্তর সানজি প্রদেশেই মারা গিয়েছেন ২৪ জন। এই প্রদেশে বন্যায় বিপর্যস্ত ছ’লাখেরও বেশি মানুষ। বন্যাদুর্গতদের সাহায্যে উদ্ধারকর্মী ও ত্রাণ পাঠানো হয়েছে বলে খবর।
|
বন্যার ত্রাণ বিলির কাজে নেমে এলাকা চিনে নেওয়ার সুবিধেই কি ওসামা নিধনে কাজে লাগিয়েছিল মার্কিন সেনা? ওসামা বিন লাদেন হত্যার পর পাক সরকার যে তদন্ত কমিটি তৈরি করেছিল, তাদের দাবি, এই সম্ভাবনা খুবই জোরালো। |