বাড়ির মুরগি-হাঁস নিয়ে বচসার জেরে ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ভাতার থানার বামুনাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তোতন মাল (৩০)। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত পেশায় সাপুড়ে কচি ওরফে সুকুমার মালকে খুঁজছে পুলিশ। জেলার পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “হাঁস ও মুরগি বিক্রি করা নিয়ে গণ্ডগোলের সময় অভিযুক্ত সুকুমারবাবু তার ছেলের বুকে ক্যাঁচা (মাছ ধরার কাঁটা) ফুটিয়ে দেন। ঘটনাস্থলেই মারা যায় তোতন।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত তোতন ও তাঁর স্ত্রী বাড়িতে হাঁস, মুরগি পালন করত। কয়েকদিন আগে তোতন ২০০ টাকায় বিনিময়ে একটি হাঁস ও একটি মুরগি তাঁর মাকে বিক্রি করে দেয়। সেই সময় তাঁর স্ত্রী বাড়ি ছিলেন না। স্ত্রী ফেরার পরে হাঁস ও মুরগি ফেরত চান। সেই নিয়েই শুরু হয় বচসা। মৃতের ভাই কুলু মাল বলেন, “মঙ্গলবার দুপুরে বৌদি বাপের বাড়ি থেকে ফিরে ওই হাঁস-মুরগি ফেরত চায়। মা দিতে রাজি না হওয়ায় বচসা শুরু হয়। দাদা মাকে গালিগালাজ করতে শুরু করে। এই সময়ই রেগে গিয়ে বাবা দাদার বুকে ক্যাঁচা বিধিয়ে দেয়।”
|
প্রকাশিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের বিকম পার্ট-৩ জেনারেল পরীক্ষার ফল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগ সূত্রে জানানো হয়েছে, মোট ১০৫৮ জন পরিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬২৪ জন। প্রথম বিভাগে ৬ জন ও দ্বিতীয় বিভাগে ১৫৫ জন পাশ করেছেন। ‘পার্ট নট ক্লিয়াডের্’র সংখ্যা ৩৬৩ জন। |