|
|
|
|
স্কুলে স্ট্রং-রুম, ক্লাস বন্ধের দাবি এগরায় |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ক্লাসঘরে ভোটের স্ট্রং-রুম করা হয়েছে। সেখানে রয়েছে ব্যালট। তাই স্কুল খুললে স্ট্রং-রুমের নিরাপত্তায় সমস্যা হতে পারে। এই আশঙ্কায় এগরা ২ ব্লকের বালিঘাই ফকিরদাস হাইস্কুল খোলার পর স্কুলের প্রবেশপথে স্কুল খোলা যাবে না এই দাবিতে বিক্ষোভ দেখাল সিপিএম কর্মী-সমর্থকরা। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ওই বিক্ষোভ চলে প্রায় আধ ঘণ্টা। ঘটনাস্থলে আসেন এগরার মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস, এগরা ২ ব্লকের বিডিও মৃন্ময় মণ্ডল, এগরা থানার ওসি গণেশ বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর এ দিন স্কুল বন্ধ থাকলেও আগামীকাল, মঙ্গলবার থেকে স্কুল খোলার সিদ্ধান্ত হয়। |
|
মহকুমাশাসকের গাড়ি ঘিরে বিক্ষোভ। ছবি: কৌশিক মিশ্র। |
ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হতে বাকি সপ্তাহ। ভোট শেষে পূর্ব মেদিনীপুরের ২৫টি ব্লকের ২৪টি ব্লকেই স্ট্রং-রুম করা হয়েছে বিভিন্ন স্কুল অথবা কলেজে। সে জন্য ওই সব স্কুল-কলেজগুলির অধিকাংশইতেই বন্ধ হয়ে রয়েছে পঠন-পাঠন। এ দিন তাই স্কুল চালুর সিদ্ধান্তের কথা জেনে স্ট্রং-রুমের নিরাপত্তার কথা ভেবে বিক্ষোভ শুরু করে সিপিএম। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত পণ্ডার ব্যাখ্যা, “স্কুল খোলা থাকলে সেখানে অনেক বহিরাগত লোকজন আসে। সে জন্য নিরাপত্তার কারণে ভোটের স্ট্রং-রুম হিসেবে থাকা স্কুল বন্ধ রাখাই রীতি। কারণ, স্কুল খোলা থাকলে ব্যালট বাক্স পরিবর্তনের আশঙ্কা থাকে। তাই ওই স্কুল খোলায় আপত্তি জানানো হয়েছিল।” অবশ্য স্কুল খোলা নিয়ে কোনও আপত্তি করেনি তৃণমূল। এগরা ২ ব্লকের তৃণমূল নেতা প্রকাশ রায়চৌধুরী বলেন, “ভোটের আগের দিন থেকে স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। স্কুল খোলার সিদ্ধান্তকে আমরা সমর্থন করেছি।”
বিডিও মৃন্ময় মণ্ডল জানান, স্কুলের অভিভাবকরা স্কুল খোলার আবেদন করায় স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সম্পাদকের সঙ্গে কথা বলে স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছিল। এগরার মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস বিক্ষোভকারীদের আশ্বস্থ করে বলেন, “স্কুলের স্ট্রং রুমের জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ফলে স্কুল খোলা থাকলে ওখানে কোনও অসুবিধা হবে না।” পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অজয় পালও বলেন, “ভোটের স্ট্রং-রুমের জন্য কোনও স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়নি। স্ট্রং-রুমের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ফলে স্কুল খোলা থাকলেও ওখানকার নিরাপত্তা নিয়ে কোন অসুবিধা নেই।”
|
পুরনো খবর: স্কুল-কলেজের ঘর নিয়ে স্ট্রং রুম, গণনাকেন্দ্রও |
|
|
|
|
|