|
|
|
|
মোদীই মুখ, রাজনাথ বোঝাচ্ছেন বিদেশেও
নিজস্ব প্রতিবেদন |
এখনই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা না হলেও আপাতত নরেন্দ্র মোদীই যে দলের মুখ, তা এ বার বিদেশের মাটিতেও স্পষ্ট করে দিলেন রাজনাথ সিংহ। পাঁচ দিনের নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সফরে এসেছেন রাজনাথ। ওয়াশিংটনে এক সম্মেলনে ভারত, আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বক্তৃতা দেওয়ার কথা তাঁর। কিন্তু, আমেরিকার মাটিতে পা দিয়েও দলের রাজনৈতিক ভবিষ্যৎ, লোকসভা ভোট ও নরেন্দ্র মোদী পিছু ছাড়ছে না বিজেপি সভাপতির।
নিজে যে প্রধানমন্ত্রীর দৌড়ে নেই, তা আজ স্পষ্ট করে দিয়েছেন রাজনাথ। তাঁর কথায়, “সভাপতি ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী একই ব্যক্তি হতে হবে এমন কোনও কথা নেই। আমার কাজ ২০১৪ সালের লোকসভা ভোটে কংগ্রেসকে উৎখাত করে বিজেপি-কে জয় এনে দেওয়া।”
গুজরাতের মুখ্যমন্ত্রী প্রসঙ্গে রাজনাথের সাফ কথা, মোদী এখন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। কেবল গুজরাত নয়। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই তাঁর সভায় প্রচণ্ড ভিড় হয়। সে সব ভেবেই তাঁকে দলের প্রচার কমিটির প্রধান করা হয়েছে। এই পদক্ষেপ থেকে বাড়তি কিছু অনুমান করার প্রয়োজন নেই।
বিজেপি সূত্রের খবর, মোদীকে এখনই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করবে না বিজেপি ও আরএসএস। তবু মোদীকে সামনে রেখেই যে দল চলছে তা না বোঝালে সমস্যা দেখা দেবে। সম্প্রতি রাজস্থানে গিয়ে সভা করার সময়ে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন খোদ রাজনাথ। মোদীকে কেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হচ্ছে না, তা বার বার রাজনাথের কাছে জানতে চেয়েছে জনতা। আমেরিকায় প্রচুর অনাবাসী ভারতীয়। তাঁদের একটা বড় অংশ বিজেপি ও সঙ্ঘের সমর্থক। আমেরিকার মাটিতে পা দিয়েও তাই মোদী প্রসঙ্গে মুখ খুলতে হচ্ছে রাজনাথকে।
বিজেপি-র এক শীর্ষ নেতার মতে, কর্মী-সমর্থকদের দাবির চাপ সামলাতে মোদীকে সামনে রেখেই প্রচার চালাবে বিজেপি। তাতে মোদী-সমর্থকরা ভাববেন, তিনি ছাড়া প্রধানমন্ত্রী পদে আর কাউকে ভাবছে না দল। আবার আপাতত আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণাও এড়িয়ে যাওয়া যাবে। মোদীর বিরোধিতা করেই সম্প্রতি বিজেপি-র সঙ্গ ছেড়েছে নীতীশ কুমার। কিন্তু, এনডিএ জোটে শরিকের অভাব হবে না বলেই মনে করেন রাজনাথ। তাঁর দাবি, বিজেপি এ বার নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবে। শিবসেনা-অকালি তো আছেই, ভোটের আগে বা পরে আরও দলের সঙ্গে জোট হতে পারে।
গোধরা-পরবর্তী দাঙ্গার পর থেকেই আমেরিকায় যাওয়ার ভিসা পাননি মোদী। আগে প্রকাশ্যে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে রাজি হয়নি দল। তবে আজ রাজনাথ জানিয়েছেন, মোদীকে আমেরিকার ভিসা দেওয়ার জন্য মার্কিন সরকারের কাছে আবেদন জানাবেন তিনি। |
পুরনো খবর: আপত্তি চেপে মোদী প্রশ্নে সুর পাল্টে ফেললেন উদ্ধব
|
|
|
|
|
|