|
|
|
|
অমরনাথ যাত্রা শুরু, কার্ফু উঠল রামবনে |
নিজস্ব সংবাদদাতা • জম্মু |
দু’দিনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরে কার্ফু উঠে গেল জম্মুর রামবনে। যদিও গণ্ডগোলের আশঙ্কায় জম্মু-কাশ্মীরের বেশির ভাগ গুরুত্বপূর্ণ এলাকায় জারি রয়েছে কার্ফু। আজ ফের পুলিশ-জনতা সংঘর্ষে ১৫ জন পুলিশকর্মী-সহ ৩০ জন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার এক ধর্মগুরুকে হেনস্থার অভিযোগে জম্মুর রামবনের একটি বিএসএফ ক্যাম্পে হামলা করে উত্তেজিত জনতা। অবস্থা সামাল দিতে গুলি চালায় বিএসএফ। তাতেই নিহত হন চার জন। আহত হন ৪০-এরও বেশি। ঘটনার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। গত কালও জম্মুর ডোডা জেলায় জনতা-পুলিশ সংঘর্ষে দুই পুলিশকর্মী-সহ ১৬ জন আহত হন। পরিস্থিতি সামলাতে দু’দিনের জন্য জারি হয় কার্ফু। ঘটনার প্রতিবাদে বিচ্ছিন্নতাবাদীরা রাজ্য জুড়ে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন। লাল চকে প্রতিবাদ মিছিলেরও ডাক দিয়েছেন তাঁরা। আজ তৃতীয় দিনেও দোষীদের শাস্তির দাবিতে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধর্নায় বসেন বিক্ষোভকারীরা। ধর্না হয় রামবনের বানিহালেও।
তবে দু’দিন স্থগিত থাকার পরে আজ সন্ধ্যায় ফের শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ১৮৩৪ জন তীর্থযাত্রী জম্মুর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশে রওনা হয়েছেন।
আজ বিএসএফের হামলার কড়া নিন্দা করেছে রাজ্য মন্ত্রিসভা। আজ একটি বিশেষ বৈঠকের পরে রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের এক জনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই ঘটনার পরই আফস্পা নিয়ে বিতর্ক ফের মাথাচাড়া দিয়েছে। এই আইনের প্রতিবাদে কালই রাজ্যের দেওয়া পুরস্কার ফিরিয়ে দিয়েছেন এক তরুণ গবেষক। |
পুরনো খবর: বিক্ষোভের জেরে স্থগিত অমরনাথ যাত্রা |
|
|
|
|
|