পঞ্চায়েত ভোট যত ভোট এগোচ্ছে, হানাহানি বাড়ছে উত্তরবঙ্গ জুড়ে। শীর্ষে কোচবিহার।
ফরওয়ার্ড ব্লক-তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে অন্তত ১০ জন জখম হয়েছেন দিনহাটায়। বৃহস্পতিবার রাতে দিনহাটা থানার জামাদরবস এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু’দলের চার জন সমর্থককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পেটলায় দলের নির্বাচনী সভা থেকে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগকে কেন্দ্র করে দু’দলের সমর্থকরা বাদানুবাদে জড়িয়ে পড়েন, তারপরেই সংঘর্ষ বেধে যায় বলে জানা গিয়েছে। লাঠি এবং ধারাল অস্ত্র নিয়ে দুপক্ষের সমর্থকরা হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
তৃণমূল এবং ফরওয়ার্ড ব্লক অবশ্য সংঘর্ষের ঘটনার জন্য পরষ্পরকেই দায়ী করেছে। ফরওয়ার্ড ব্লকের দিনহাটা জোনাল সম্পাদকমন্ডলীর সদস্য বিশু ধর বলেন, “সভা সেরে বাড়ি ফেরার পথে আমাদের সমর্থকদের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূল। ৫ জন জখম হয়েছেন।” তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেন, “ফরওয়ার্ড ব্লকই হামলা চালিয়েছে। পাঁচ জন জখম হন।” অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল।
বৃহস্পতিবার রাতে জেলার মেখলিগঞ্জ থানার ভোটবাড়ি এলাকায় সিপিএমের তিন সমর্থককে বাইক বাহিনী নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে গ্রেফতার করে পুলিশ। চারটি বাইক আটক করা হয়েছে। সেগুলিতে সিপিএমের পতাকা লাগানো ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুপার জানান, তিন জনকে ধরা গেলেও বাকিরা পালিয়ে গিয়েছে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, তৃণমূল পরিকল্পিতভাবে কর্মী সভায় যাওয়ার সময় পুলিশকে দিয়ে তিনজনকে গ্রেফতার করিয়েছে। সিপিএমের জেলা সম্পাদক তারিণী রায় বলেন, “নির্বাচনের আগে এটাও একটা ষড়যন্ত্র।” পাশাপাশি, তৃণমূল ও নির্দল প্রার্থীর অনুগামীদের সংঘর্ষে শীতলখুচিতে উত্তেজনা ছড়ায়। ওই ঘটনায় অন্তত ৯ জন জখম হন। তাদের মধ্যে উভয়পক্ষের ৬ জনকে মাথাভাঙা ও শীতলখুচি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দফায় দফায় ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রাতে দু’পক্ষের মধ্যে নলগ্রাম ভাওয়েরথানা ও খলিসামারি এলাকায় সংঘর্ষ হয়। শুক্রবার গোসাইয়েরহাট এলাকায় দুই পক্ষের লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। উল্লেখ্য, শীতলখুচিতে গ্রাম পঞ্চায়েতের ৪৪টি ও পঞ্চায়েত সমিতির আটটি আসনে তৃণমূলের বিক্ষুব্ধরা টিকিট না পাওয়ায় নির্দল হয়ে লড়ছেন। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির আয়রা এলাকায় দুই কংগ্রেস সমর্থককে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে অপহরণের অভিযোগের ঘটনায় শুক্রবার তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশ তদন্তে গেলে উত্তেজিত জনতা ঘেরাও করে বিক্ষোভ দেখান। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় অপহৃতদের উদ্ধার করে তদন্তের আশ্বাস দিয়েছেন। বালুরঘাটের চককাশী গ্রাম সংসদের বিজেপি প্রার্থী শুক্লা দাসের বাড়িতে রাতে মদের বোতল ছুঁড়ে দলীয় পতাকা ছিড়ে ফেলার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার প্রার্থীর স্বামী সুবল দাস থানায় অভিযোগ দায়ের করে জানান, প্রচার সেড়ে বাড়ি ফেরার পর বাইকে চেপে একদল যুবক পর পর খালি মদের বোতল ছুঁড়ে পালিয়ে যায়। সকালে দেখি দলের পতাকাগুলিও ছিঁড়ে ফেলা হয়েছে। ওই দিনই বালুরঘাটের নুনইল এলাকার এক প্রতিবন্ধী তৃণমূল কর্মীকে লাঠি দিয়ে মারার অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। পুলিশের অভিযোগ দায়ের হওয়ার পর সিপিএমের দাবি, পুরোটাই আত্মীয়দের মধ্যে গোলমাল। |