টুকরো খবর |
কঙ্কাল-কাণ্ডে ফের পিছোল চার্জগঠন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফের পিছোল দাসেরবাঁধ কঙ্কাল মামলার চার্জগঠন। শুক্রবার মেদিনীপুর আদালতে ওই মামলার চার্জগঠন হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় এদিন শুনানি হয়নি। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর। শুক্রবার মেদিনীপুর আদালতে দাসেরবাঁধ কঙ্কাল মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেই মতো নির্দিষ্ট সময়ই আদালতে চলে আসেন সুশান্ত ঘোষ-সহ জামিনে মুক্ত ২০ জন। মামলা থেকে অব্যাহতি চেয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুশান্তবাবু। এ দিকে দাসেরবাঁধ কঙ্কাল মামলা না মিটলে গড়বেতায় ফিরবেন না বলে এ দিন জানিয়ে দিলেন সুশান্তবাবু। তাঁর কথায়, “আগে সাজানো মামলা খারিজ হোক। তারপর আমি গড়বেতা ফিরব।” তিনি জানান, আইনজীবীদের পরামর্শে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। |
আদালতে চত্বরে সুশান্ত ঘোষ। —নিজস্ব চিত্র। |
কিন্তু, এই মামলার নিষ্পত্তি হওয়া তো সময়সাপেক্ষ? উত্তরে সুশান্তবাবু বলেন, “সে একটু সময় তো লাগবেই। গড়বেতায় না গেলেও স্থানীয় মানুষের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থও ঠিকঠাক খরচ হচ্ছে।” পঞ্চায়েত নির্বাচনের প্রথম দু’দফায় ভোট লুঠ হয়েছে বলেও এ দিন আদালত চত্বরে অভিযোগ করেন প্রাক্তন মন্ত্রী। তাঁর কটাক্ষ, “বলা হচ্ছে, উৎসবের মতো ভোট হয়েছে। আসলে ভোট লুঠ হয়েছে। সরকার যেমন করতে চেয়েছিল, ঠিক তেমনই হয়েছে। মানুষ পরিবর্তন চেয়েছিলেন। কিন্তু, দু’বছরের মধ্যে পরিবর্তনের স্বাদ এমন হবে, বুঝতে পারেননি!”
পুরনো খবর: কঙ্কাল-কাণ্ডে জামিনে মুক্ত |
উপপুরপ্রধান পদে শপথ উদয়শঙ্করের
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ঘাটালের উপ-পুরপ্রধান পদে শপথ নিলেন উদয়শঙ্কর সিংহরায়। শুক্রবার তাঁকে শপথ বাক্য পাঠ করান পুরসভার নবনিযুক্ত পুরপ্রধান বিভাস ঘোষ। এ দিন সকাল থেকেই পুরসভা চত্বরটিকে তৃণমূলের পতাকা, ফেস্টুনে মুড়ে ফেলা হয়। পুরসভার মূল ফটকে জমায়েত করেছিলেন শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক। নতুন করে পুরনো পদে বসে উদয়শঙ্করবাবু প্রতিশ্রুতি দেন, “ঘাটাল মহকুমার সদর শহর হলেও, রাস্তা থেকে পানীয় জল, নিকাশি-ট্রাফিক সব দিক দিয়েই বাসিন্দারা বঞ্চিত। আমরা যত দিন ক্ষমতায় থাকব এগুলির উন্নয়নে জোর দেব। তা ছাড়া শহরে ট্রাফিক সিগনালিং ব্যবস্থা চালু, পার্ক তৈরির ব্যপারেও উদ্যোগী হব।” |
উদয়শঙ্কর সিংহরায়কে বরণ করে নিচ্ছেন পুরপ্রধান। —নিজস্ব চিত্র। |
উল্লেখ্য, গত মে মাসে কংগ্রেস থেকে তিন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ার পরেই ঘাটাল পুরসভার ভারসাম্য ভেঙে যায়। সংখ্যাগরিষ্ঠ হয়ে পুরবোর্ড দখল করার পরে পুরপ্রধান ঠিক করতে নাস্তানাবুদ হয় তৃণমূল। দেড় মাস ধরে টানাপোড়েনের পরে বিভাস ঘোষকে পুরপ্রধান করা হয়। ওই পদের অন্যতম দাবিদার উদয়বাবুকে উপপুরপ্রধানের জন্য রাজি করাতেও সময় লাগে। ক্ষমতার রদবদলে থমকে ঘাটালের উন্নয়ন। |
|