|
|
|
|
কঙ্কাল-কাণ্ডে জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডের মামলায় ধৃত অরুণ মণ্ডল নামে এক সিপিএম কর্মীর জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অসীমকুমার রায় ও বিচারপতি সুবল বৈদ্যর ডিভিশন বেঞ্চ এই আবেদন মঞ্জুর করেছে বলে অভিযুক্তপক্ষের আইনজীবীরা জানান। এই নিয়ে এই মামলায় জামিন পেলেন ১৮ জন। গ্রেফতার হয়েছিলেন ২২ জন। মামলাটি চলছে মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অভিজিৎ সোমের এজলাসে। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি। ওই দিন চার্জগঠন হতে পারে।
আগে মেদিনীপুর আদালতে অরুণ মণ্ডলের জামিনের আবেদন জানানো হয়েছিল। গত ১৮ জানুয়ারি চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতেও এই আবেদন জানানো হয়। আদালত অবশ্য সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওই সিপিএম কর্মীর জামিনের আবেদন জানানো হয়।
২০১১ সালের জুনের গোড়ায় প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের আদি বাড়ি বেনাচাপড়ার অদূরে দাসেরবাঁধ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়। অভিযোগ, ২০০২ সালের ২২ সেপ্টেম্বর কেশপুরের পিয়াশালা গ্রামে সিপিএমের সশস্ত্র বাহিনী যে ৭ তৃণমূল কর্মী-সমর্থককে খুন করেছিল, ওই দেহাবশেষ তাঁদেরই। ওই দিনের পর থেকে নিখোঁজ অজয় আচার্যের ছেলে শ্যামল একটি দেহাবশেষ তাঁর বাবার দাবি করে সুশান্ত ঘোষ-সহ ৪০ জন সিপিএম কর্মী-সমর্থকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযুক্তের তালিকাতেই নাম ছিল অরুণবাবুর। |
|
|
|
|
|