|
|
|
|
শিলদা-কাণ্ডের তৃতীয় বর্ষপূর্তি
নিজস্ব প্রতিবেদন |
শিলদায় ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার শহিদ স্মরণ কর্মসূচি পালন হল।
২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি মাওবাদী হানায় ২৪ জন ইএফআর জওয়ানের মৃত্যু হয়। ঘটনার পর শিলদা বাসস্ট্যান্ড লাগোয়া ওই জায়গাটি থেকে ইএফআর ক্যাম্পটি তুলে নেওয়া হয়েছিল। পরিবর্তে শিলদার অন্য একটি জায়গায় রাজ্য সশস্ত্র পুলিশের স্ট্র্যাকো জওয়ানদের ক্যাম্প করা হয়।
এ দিন সকালে শিলদার ওই ঘটনাস্থলে একটি অস্থায়ী শহিদ বেদিতে মাল্যদান করেন ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) লক্ষ্মীনারায়ণ মিনা, ঝাড়গ্রামের এসপি ভারতী ঘোষ, পশ্চিম মেদিনীপুরের এসপি সুনীল চৌধুরী-সহ পদস্থ আধিকারিকেরা। ছিলেন ইএফআর ও সিআরপি’র আধিকারিকেরাও। |
শিলদা-স্মরণে |
শহিদ জওয়ানদের স্মরণে ভাঁড়ারু থেকে শিলদা পর্যন্ত পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় যোগ দেন স্থানীয় যুবকরা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের নগদ টাকা ও ট্রফি দেওয়া হয়। শিলদার স্ট্র্যাকো ক্যাম্প প্রাঙ্গণের ভিতরে ‘শহিদ স্মৃতি উদ্যানে’ ২০১১ সালে রোপণ করা ২৪টি মেহগনি গাছের পরিচর্যা করা হয়। উদ্যানের শহিদ বেদিটিতেও মাল্যদান করেন পুলিশ আধিকারিকেরা। মাওবাদী হানায় নিহত ইএফআর জওয়ানদের শ্রদ্ধা জানাতে এ দিনই এক সভার আয়োজন করা হয় খড়্গপুরের সালুয়ায়। স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দুই বিধায়ক চূড়ামণি মাহাতো, শ্রীকান্ত মাহাতে, জেলা তৃণমূলের সভাপতি দীনেন রায়। |
|
|
|
|
|