টুকরো খবর |
বধূ মৃত্যু, ধৃত স্বামী-সহ চার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বধূ হত্যার অভিযোগে গ্রেফতার হলেন স্বামী-সহ শ্বশুরবাড়ির চার জন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে হলদিয়ার চৈতন্যপুরের রামপুরে। মৃত বধূর নাম সুবর্ণা গুড়িয়া দাস (২৪)। এ দিন দুপুরে সুতাহাটা থানার পুলিশ শ্বশুরবাড়ি থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে। শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ করেছেন মৃতার মা অঞ্জলি গুড়িয়া। তার ভিত্তিতে স্বামী অনুপম দাস, শ্বশুর সূর্যকান্ত দাস, শাশুড়ি কাজল দাস ও বাড়িতে থাকা সমৃতা ভৌমিক নামে কাকদ্বীপের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। চার বছর আগে মহিষাদলের মাশুড়িয়া গ্রামের সুবর্ণার সঙ্গে বিয়ে হয় চৈতন্যপুরের অনুপমের। তাঁদের বছর দু’য়েকের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে সুবর্ণার ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ। অঞ্জনাদেবী বলেন, “মেয়েটাকে কষ্ট দিচ্ছিল ওরা। আমরা অভাবী ঘর জানা সত্ত্বেও বিয়ের পর থেকে পণের জন্য মেয়েকে মারধর করত। ওরাই আমার মেয়েকে মেরে ফেলল।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। শুক্রবার ঘটনাটি ঘটেছে খেজুরি থানার ঠাকুরনগরের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তুফান ভৌমিক (১৮)। তুফানের সঙ্গী আহত শুভদীপ সামন্ত ও সুরেশ দে-কে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তুফানের। তমলুকের নিমতৌড়ির বাসিন্দা তুফান ও তার সঙ্গীরা মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। পথে নন্দকুমারগামী একটি লরি তাদের বাইকে ধাক্কা মারলে তিন জনই মোটর বাইক থেকে ছিটকে পড়েন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠান। চিকিৎসকরা তুফানকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। অন্য দিকে, শুক্রবার সকালেই লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃত শুভেন্দু দাসের (২২) বাড়ি ভূপতিনগর থানার জুখিয়াতে।
|
পথ দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • এগরা |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, এগরার বালিঘাই বাসস্ট্যান্ডের এগরা-কাঁথি সড়কে। মৃতেরা হলেন এগার থানা এলাকার মহানগর গ্রামের শ্রীকৃষ্ণ বর (৭৫) এবং বারানিধি গ্রামের সলিল দাস (৫০)। সলিলবাবু স্থানীয় কমলপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বিকাল ৫টা নাগাদ এগরা থেকে কাঁথির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক তাঁদের ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। এগরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অন্য জনেরও মৃত্যু হয়। এর পর চালককে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষজন। ট্রাকটি আটক করেছে।
|
শ্লীলতাহানি, নালিশ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এক বধূর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল তমলুক থানার কাছে রাজবাড়ি চত্বরে। শুক্রবার সন্ধ্যায় থানা থেকে কয়েকশো মিটার দূরে ওই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানায়, এ দিন সন্ধ্যায় ওই বধূ এক আত্মীয়ের সঙ্গে বাজারে গিয়েছিলেন। ফেরার সময় রাজবাড়ি চত্বরে কয়েকজন দুষ্কৃতী ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। সঙ্গে থাকা আত্মীয় বাধা দিলে এবং তাঁদের চিৎকারে স্থানীয় মানুষেরা ছুটে এলে দুষ্কৃতীরা পালায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, থানার সামনেই এমন ঘটনা ঘটলে তাঁদের নিরাপত্তা কোথায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে।
|
টানাপোড়েনে পড়ে রইল দেহ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কোন থানা এলাকায় দেহ পড়ে রয়েছে, কে উদ্ধার করতে যাবেএই টানাপোড়েনে সকাল থেকে দুপুর পর্যন্ত পড়ে রইল এক মহিলার দেহ। পুলিশ অবশ্য জানিয়েছে, এমন কোনও ঘটনা ঘটেনি। কিন্তু, দেহ উদ্ধার করতে দুপুর হল কেন, তার সদুত্তর মেলেনি। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের হরিশপুরের কাছে বছর বত্রিশের এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশে খবর যাওয়ার পর থেকেই মেদিনীপুর কোতয়ালি থানা এবং খড়্গপুর লোকাল থানার মধ্যে শুরু হয় টানাপোড়েন। ঠিক হয়, কোতয়ালি থানার পুলিশ দেহ উদ্ধার করবে। মৃতের পেটে অস্ত্রের আঘাত রয়েছে। ছুরি বা চপার জাতীয় অস্ত্র দিয়েই তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান।
|
রামজীবনপুরে মূর্তি
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি। —নিজস্ব চিত্র। |
পুকুর কাটতে গিয়ে উদ্ধার হল প্রায় শতাধিক প্রাচীন এক বিষ্ণুমূর্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার রামজীবনপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের আমদানে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন ধরে এলাকায় ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পে পুকুর সংস্কারের কাজ চলছিল। বৃহস্পতিবার আমদান এলাকায় সিংহ পরিবারের পুকুর কাটার সময়ে শ্রমিকরা মূর্তিটি দেখতে পায়। রামজীবনপুর থানার পুলিশ জানিয়েছে, মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগেও খবর দেওয়া হয়েছে।
|
ভস্মীভূত বাড়ি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল রামনগর-২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কাশীনাথ মাইতির বাড়ি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রামনগর থানার বাদলপুর অঞ্চলের টাটকাপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন বিকালে কাশীনাথবাবুর বাড়ির পাশে খড়ের গাদায় আগুন লেগে যায়। পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়িতে।
|
নিখোঁজের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রূপনারায়ণে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার হল পাঁচ দিন পরে। শুক্রবার সকালে কোলাঘাট শহর সংলগ্ন রূপনারায়ণ থেকেই ওই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গত রবিবার কোলাঘাটের ছাতিন্দা গ্রামের বাসিন্দা শেখ কাজেম আলি (২৮) স্নান করতে রূপনারায়ণে নেমে তলিয়ে যান। |
|