প্রস্তাবিত ফুটবল আইপিএলে ফুটবলার ছাড়া হবে কি না তা ঠিক করতে মঙ্গলবার মুম্বইয়ে সভা ডাকল আই লিগের ক্লাব-জোট। ফেডারেশনের অনুরোধ মেনে নতুন টুর্নামেন্টের স্পনসর আইএমজি-র সঙ্গে ক্লাব-জোট আদৌ আলোচনায় বসবে কি না তা-ও ঠিক হবে ওই বৈঠকে।
এই সভার আগেই ময়দানে একটি অভিনব ঘটনা ঘটতে চলেছে আজ, শনিবার। জোটের সভায় কী বলা হবে তা ঠিক করতে মহমেডান ক্লাবে সভায় বসছেন তিন প্রধান ও ইউনাইটেড স্পোর্টস কর্তারা। গোয়ার ক্লাবগুলির কর্তারা মাঠের লড়াই ভুলে নানা ইস্যুতে আলোচনা করে থাকেন। কিন্তু বাংলার চার আই লিগ ক্লাব এক টেবিলে বসছে এটা কখনও আগে হয়নি। মহমেডান প্রেসিডেন্ট সুলতান আমেদ ডেকেছেন সভা। ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, “গোয়ায় নিয়মিত সভা করে ক্লাবগুলো। আমাদের এখানেও সেটা দরকার ফুটবলের স্বার্থেই।” মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্তর মন্তব্য, “সর্বভারতীয় স্তরে নিজেদের কথা বলতে বাংলার ক্লাবগুলির একজোট হওয়া এখন জরুরি ।”
রহিম নবি, গৌরমাঙ্গী সিংহ, নির্মল ছেত্রীর মতো জাতীয় দলের তারকা ফুটবলাররা ইতিমধ্যে ফুটবল আইপিএলে সই করে দিয়েছেন। আই লিগের ক্লাব-জোটও তাদের সিদ্ধান্তে অটল। তারা আইপিএলের কোনও ফুটবলারকে নেবে না। ফলে নবি-নির্মলদের বছরের ন’মাস খেলার কোনও জায়গা নেই। আইপিএলের আট দলে ৮৮ জন ফুটবলার দরকার। ক্লাবগুলির ফতোয়ায় ফুটবলাররা অনেকেই পিছিয়ে গিয়েছেন। এই অবস্থায় ফেডারেশন সচিব কুশল দাস মাঠে নেমেছেন। তিনি জট কাটাতে জোটকে চিঠি দিয়ে আইএমজি-র সঙ্গে আলোচনায় বসার অনুরোধ করেছেন। চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন জোটের প্রেসিডেন্ট সালগাওকরের রাজ গোমস। গোয়া থেকে ফোনে তিনি বললেন, “আইএমজি-র সঙ্গে আদৌ আমরা বসব কি না সেটা ঠিক হবে মঙ্গলবারের সভায়। কিন্তু আই লিগকে বিপণন না করে যে ভাবে আইপিএল করার চেষ্টা চলছে আমরা তার বিরোধী। দেখি সব ক্লাব কী বলে।”
রাজ গোমস এ কথা বললেও জানা গিয়েছে, ফেডারেশনের অনুরোধ ফেলে না দিয়ে আইএমজি-র সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্তও হতে পারে জোটের সভায়। সেটা হলে যে কোনও চার জন প্রতিনিধি জানিয়ে আসবেন জোটের মত। সেক্ষেত্রে জোটের কড়া দাবি হবে, আইপিএল না করে আই লিগকে আরও জনপ্রিয় করার চেষ্টা করুক স্পনসররা। |