ইসফাক আমেদ আই পি এলের চুক্তি ভেঙে ক্লাবে ফিরতে চাইছেন শুনে বিস্মিত নন সুনীল ছেত্রী। তিনিও চান আই পি এলের পাশাপাশি আই লিগ খেলতে। ভারত অধিনায়ক মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, “ইসফাকের মতো সবাই সেটাই চাইবে। কোনও খেলোয়াড়ই ন’মাস বাড়িতে বসে থাকতে চাইবে না। বিষয়টি নিয়ে আইএমজি-রিলায়্যান্স ও আই লিগে খেলা ক্লাবগুলোর কর্তাদের ভাবা উচিত।”
তবে আই লিগে খেলা ক্লাবগুলো যে ভাবে চুক্তি করছে তাতে বিরক্ত সুনীল ছেত্রী। বললেন, “খেলোয়াড়দের জন্য এটা খুব উদ্বেগজনক পরিস্থিতি। খেলোয়াড়দের পা থেকে ফুটবল কোনও ভাবেই কেড়ে নেওয়া ঠিক নয়। আমার আশা আই পি এল কর্তারা নিশ্চয়ই বসে একটা সমাধান সূত্র বার করবেন। আই-লিগ ও আইপিএল শুরু হতে দেরি আছে। সুতরাং আমি আশা করছি তার অনেক আগেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।”
|