সিএবি-র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গৌতম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিএবি-র নতুন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন প্রাক্তন বোর্ড সচিব গৌতম দাশগুপ্ত। শুক্রবার সিএবি-তে ট্রাস্টি বোর্ড নিয়ে জট কাটিয়ে (পুরনো ট্রাস্টি বোর্ডের কোনও কোনও সদস্য থেকে যেতে চাওয়ায় টানাপোড়েন চলছিল) নতুন প্যানেলের নাম জানিয়ে দিলেন সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। ট্রাস্টি বোর্ডের পাঁচ সদস্যের যে প্যানেল হয়েছে তাতে গৌতম ছাড়াও আছেন সমর কর, শিবকুমার কল্যাণী, রুসি জিজিবয় এবং শিবাজি রায়। আগামী ৩১ জুলাই সিএবি-র বার্ষিক সাধারণ সভা। আর আজ, শনিবার বার্ষিক অনুষ্ঠান। যেখানে প্রধান অতিথি প্রথম বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব। অন্য দিকে, বার্ষিক সাধারণ সভাতেও নির্বাচনের সম্ভাবনা রইল না ট্রাস্টি বোর্ড নিয়ে জট কেটে যাওয়ার পর। এবং ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত জানালেন, বাংলা ক্রিকেটের পরিকাঠামোর আরও উন্নতির চেষ্টা করবেন তিনি। অতীতে বোর্ড সচিব ছাড়াও যিনি সিএবি যুগ্ম-সচিব ছিলেন। বলছিলেন, “নতুন পদ পেয়ে আমি খুশি। বোর্ড ক্রিকেটের উন্নয়নে যে টাকা দেয় তা দিয়ে বাংলার ক্রিকেটের উন্নতির কাজ করতে হবে।” কল্যাণীতে ক্রিকেট অ্যাকাডেমির কাজ সম্পূর্ণ করা ছাড়াও সিএবি-র মাঠ আরও বাড়ানো হচ্ছে। গৌতম বলছিলেন, “অগস্ট মাসের মধ্যে কল্যাণীতে জিম, ইন্ডোর এবং ড্রেসিরুমের কাজ শেষ হয়ে যাবে। আর ওই অ্যাকাডেমিকে আবাসিক করতে সময় লাগবে মার্চ মাস।” এ দিকে, বাংলার কোচ নিয়ে জট কাটল না। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার এক্সিকিউটিভ কমিটির বৈঠক শোনা যাচ্ছে পরের সপ্তাহে। তার আগে কোচ ডব্লিউ ভি রামন আসছেন সিএবি কর্তাদের সঙ্গে কথা বলতে। তাঁর আসার কথা রবিবার।
|
সুনীল শেষ পর্যন্ত আই লিগ ক্লাবে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শোনা গিয়েছিল প্রস্তাবিত ফুটবল আইপিএলে সই করে দিয়েছেন সুনীল ছেত্রী। কিন্তু শেষ পর্যন্ত আই লিগের ক্লাবে খেলার সিদ্ধান্তই নিয়ে ফেললেন ভারত অধিনায়ক। ফলে তিনি আইপিএলে খেলতে পারবেন কি না তার ওপর প্রশ্নচিহ্ন পড়ে গেল। শুক্রবারই বেঙ্গালুরুর কর্পোরেট দল জেএসডব্লিউয়ে সই করে দিলেন সুনীল। চুক্তি দু’বছরের। মঙ্গলবার পুণেতে বসছে আই লিগ খেলা ক্লাব জোটের সভা। সেখানে জেএসডব্লিউ প্রতিনিধি থাকবেন বলে খবর। কিন্তু ক্লাব জোট আইএমজি-আর টুর্নামেন্টে ফুটবলার ছাড়া নিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকলে সুনীলের আইপিএল-এ অংশগ্রহণ সমস্যার হবে, মনে করছে ফুটবল মহল। আই লিগে বেঙ্গালুরুর নবগঠিত কর্পোরেট দলটিতে সুনীল হলেন দ্বিতীয় ফুটবলার যিনি জাতীয় দলের সদস্য। সপ্তাহ খানেক আগে ওই ক্লাবে সই করেন রবিন সিংহ। গত মরসুমে স্পোর্টিং ক্লুব দ্য পর্তুগালের ‘বি’ টিম থেকে লোনে আই লিগ জয়ী চার্চিল ব্রাদার্সে এসেছিলেন সুনীল। জাতীয় দলের হয়ে ৬৬ ম্যাচে ৩৭ গোল করা সুনীলের নতুন দলে সই করে প্রতিক্রিয়া, “নবীন সদস্যদের নিয়ে গঠিত এই দল চমক দেবে আগামী দিনে।”
|
ব্রিটিশ ওপেনে সাত বছর পরে নেমে শুরুটা দুর্দান্ত করলেও এ দিন দ্বিতীয় রাউন্ডে বিস্ময়কর ভাবে ফর্ম হারিয়ে বসলেন শিব কপূর। এ দিন শুরুটাই করেন বোগি দিয়ে। আর সেই খারাপ ফর্ম চলল সারাদিন ধরেই। মাত্র দুটো বার্ডি পাওয়ায় গত কালের ৬৮-র পর এ দিন শেষ করলেন ৬-ওভার ৭৭ স্কোরে। এক ধাক্কায় যুগ্ম চতুর্থ থেকে শিব নেমে গিয়েছেন ২৪ নম্বরে। তবে তাঁর কাট পাওয়া নিশ্চিত। ফলে চূড়ান্ত পর্বে আবার লড়াইয়ে ফেরার সুযোগ থাকছে তাঁর সামনে। শীর্ষে স্পেনের মিগুয়েল অ্যাঞ্জেল জিমিনেজ। দ্বিতীয় রাউন্ডে ৭১-এ শেষ করে টাইগার উডস উঠে এসেছেন চারে।
|
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছরের জন্য নির্বাসিত পেসার মহম্মদ আমেরকে ক্রিকেটে ফেরাতে নয়া উদ্যোগ পাকিস্তান বোর্ডের। আইসিসির কাছে কলঙ্কিত পাক পেসারকে দেশের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাক্টিস করার অনুমতি চাইল পাক বোর্ড। ক’দিন আগেই গুজব ছড়িয়েছিল আমেরকে আইসিসি প্রথম শ্রেণির ক্রিকেটে নামার অনুমতি দিয়েছে। পরে যা অস্বীকার করে আইসিসি। পাক বোর্ডের এক কর্তা বলেন, “নির্বাসন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বোর্ডের কোনও সুবিধা নিতে পারে না সেই প্লেয়ার। আমরা আইসিসি-কে অনুরোধ করেছি আমেরের নির্বাসন শেষ হওয়ার আগেই যাতে তাঁকে এই অনুমতি দেওয়া হয়।”
|
এক স্পেলেই ছবি। অ্যাসেজের দ্বিতীয় টেস্টে এই স্পেলই রাতারাতি প্রচারের আলোয় নিয়ে এসেছে অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসকে। ইংরেজ শিবির হয়তো চমকে যাবে শুনে যে, প্রথম ইনিংসে (৫-৭২) ইংরেজ ব্যাটসম্যানদের নাকে দড়ি দিয়ে ঘোরানো এই পেসার নাকি চাইলেই অ্যালিস্টার কুকের দেশের হয়ে নামতে পারতেন। হ্যারিসের জন্ম-কর্ম সব অস্ট্রেলিয়ায় হলেও তাঁর বাবার জন্ম ইংল্যান্ডেই। তাই হ্যারিসের একটি ব্রিটিশ পাসপোর্টও রয়েছে। কেরিয়ারের শুরুটাও হ্যারিস ইংল্যান্ডের কাউন্টিতেই করবেন ভেবেছিলেন। কিন্তু কুইন্সল্যান্ড তাঁকে ভাল অফার দেওয়ায় শেষ পর্যন্ত অজিদের প্রতিনিধিত্ব করবেন ঠিক করে ফেলেন ৩৩ বছর বয়সি পেসার। ভাগ্যিস!
|
নির্বাসন কাটিয়ে প্রথম ম্যাচে নেমে ছ’রানের বেশি করতে পারলেন না ডেভিড ওয়ার্নার। জো রুট-কে ঘুষি মারার দায়ে নির্বাসিত অজি ওপেনার অস্ট্রেলিয়া ‘এ’-র হয়ে জিম্বাবোয়ে নির্বাচিত একাদশের বিরুদ্ধে ম্যাচে একটি বাউন্ডারি মেরেই ক্যাচ দিয়ে বসেন। ম্যাচ প্র্যাক্টিসের অভাবে এই সফরে পাঠানো হয়েছে তাঁকে। অ্যাসেজের দলে এখনও তাঁকে রাখা হলেও তৃতীয় টেস্টের আগে ওয়ার্নারের ইংল্যান্ডে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই। তবে এই ইনিংসের পর ওয়ার্নারের অ্যাসেজে ফেরা কঠিনই থাকল।
|
প্রাক মরসুম সফরে ডারবানে আবার হারল ম্যাঞ্চেস্টার সিটি। এ বার ১-২ গোলে আমাজুলুর কাছে। প্রথম প্রদর্শনী ম্যাচে সুপারস্পোর্ট ইউনাইটেডের কাছে ০-২ হারে ম্যানসিটি। নতুন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি ব্যক্তিগত সমস্যায় এ দিন টিমের ম্যাচের সময় হাজির ছিলেন না। সমীর নাসরি আর এডিন জেকোর জুটি সে ভাবে দানা না বাঁধার পাশাপাশি ফিটনেসের সমস্যাও ভোগাচ্ছে ম্যান সিটিকে। তবে পেলেগ্রিনির দলের জন্য ভাল খবর, ফিওরেন্তিনা থেকে স্ট্রাইকার স্টিভেন জোভেটিক টিমে যোগ দিচ্ছেন। সেভিয়ার স্ট্রাইকার আলভারো নেগ্রেদোকে সই করানোর ব্যাপারেও কথাবার্তা প্রায় পাকা।
|
অবশেষে মুখ খুললেন পোল্যান্ডের টেনিস তারকা অ্যাগনিয়েস্কা রাদওয়ানস্কা। একটি স্পোর্টস ম্যাগাজিনে তাঁর নিসুতোয় ছবি প্রকাশ হওয়ার পর তোলপাড় পড়েছে। এ দিন ফেসবুকে রাদওয়ানস্কা লিখেছেন, “এই ম্যাগাজিন যা করেছে, সেটা বিশ্বের সেরা অ্যাথলিটদের শরীর নিয়ে উৎসব। ৭৭ বছরের গল্ফ কিংবদন্তি গ্যারি প্লেয়ার ছাড়াও সেরেনা, হান্টুকোভা, জোনারোভার মতো তারকা অতীতে এই উৎসবে অংশ নিয়েছে। আমি রাজি হই তরুণিদের স্বাস্থ্য সচেতনতায় উৎসাহ দিতেই।” |