খড়্গপুর আইআইটি-র স্থায়ী ডিরেক্টর নিয়োগে এ বার উদ্যোগী হলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী এম এম পল্লম রাজু। প্রায় এক বছর ধরে খড়্গপুর আইআইটি-র শীর্ষ পদটি খালি। মন্ত্রকের নিয়োগ কমিটি গত জুলাই মাসে পার্থপ্রতিম চক্রবর্তীকে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি) এক বছর ধরে পার্থবাবুর নিয়োগে ছাড়পত্র না দেওয়ায় তিনি পদে যোগ দিতে পারেননি। মন্ত্রকের বক্তব্য, পার্থবাবুর বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে, যার তদন্ত রিপোর্ট সিভিসি জমা দেয়নি। ফলে আটকে নিয়োগ।
আগামী ২৭ জুলাই খড়্গপুর আইআইটির সমাবর্তনে যোগ দিতে যাচ্ছে পল্লম রাজু। ওই সফরের আগে যাতে এই নিয়োগ-জটের মীমাংসা হয়, তার জন্য গত কাল একটি চিঠি দিয়ে সিভিসি-কে অনুরোধ করেন রাজু।
পার্থবাবুকে অবিলম্বে নিয়োগের দাবিতে বুধবার প্রতীকী অনশনে বসেছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকেরা। আজ দিল্লিতে ওই দাবিতে সরব হলেন প্রাক্তনীরাও। গত জুলাইয়ে ওই পদ খালি হওয়ার পর মন্ত্রকের সার্চ কমিটি আবেদনকারীদের মধ্যে থেকে পার্থবাবুকে উপযুক্ত প্রার্থী হিসাবে নির্বাচিত করে। কিন্তু ২০০১-এ কোল ইন্ডিয়ার ৮ শাখায় ডিজিটালাইজেশনের কাজ করার সময়ে বিধিভঙ্গের একটি অভিযোগে আইআইটি-র আরও দুই অধ্যাপকের সঙ্গে পার্থবাবুর নাম জড়িয়ে পড়ায় সিভিসি তাঁকে ছাড়পত্র দেয়নি। কমিশনের নীরবতার পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে অভিযোগ প্রাক্তনীদের। বিষয়টি নিয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা বুঝতে পারছে মন্ত্রক। তার আগেই পার্থবাবুর নিয়োগ যাতে চূড়ান্ত হয়, সে জন্য তৎপর হয়েছেন খোদ পল্লম রাজু। |