টুকরো খবর |
দুই শহরের দোকানে তল্লাশি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বেআইনি ভাবে গান লোড করা রুখতে মেদিনীপুর-খড়্গপুর, দুই শহরের কয়েকটি দোকানে তল্লাশি চালাল ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি (আইএমআই) এবং পুলিশ। যে সব দোকানে কম্পিউটারে স্টোর করে রাখা গান মোবাইলের চিপে লোড করা হয়, সেখানেই এই তল্লাশি অভিযান চলে। বাজেয়াপ্ত হয়েছে কম্পিউটার, হার্ড ডিক্স, চিপ প্রভৃতি। শুক্রবার মেদিনীপুর শহরের রাজাবাজার, কোতবাজার এলাকার দু’টি দোকানে হানা দেয় আইএমআই এবং পুলিশের যৌথ একটি দল। বৃহস্পতিবার খড়্গপুরের একাধিক এলাকায় একই ভাবে তল্লাশি হয়েছে। জানা গিয়েছে, এ ভাবে গান লোড করতে গেলে লাইসেন্স রাখা জরুরি। কিন্তু, অধিকাংশ দোকানই লাইসেন্স রাখে না। বেআইনি ভাবে গান লোড করে। যৌথ দলে ছিলেন আইএমআইয়ের প্রতিনিধি তথা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কাসেদ আলি বিশ্বাস। তিনি বলেন, “বেআইনি ভাবে গান লোড করা রুখতেই এই তল্লাশি অভিযান। এমন অভিযান চলবে।”
|
গড়বেতায় গণেশ খুনে ধৃত তৃণমূল সমর্থক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গড়বেতার বিক্ষুব্ধ তৃণমূল নেতা গণেশ দুলেকে খুন করার অভিযোগে শুক্রবার সকালেই এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সঞ্জয় সার তৃণমূল সমর্থক। তাঁর বাড়ি সারগোড়া গ্রামে। বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। মৃত গণেশ দুলের বাড়ি ছিল গড়বেতা থানা এলাকার কপ্পরপুর গ্রামে। তাঁর দাদা নিমাই দুলে এবার ওই এলাকা থেকে বিক্ষুব্ধ তৃণমূলের প্রার্থী ছিলেন। রবিবার সকালে বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন গণেশ। তারপর থেকেই খোঁজ মেলেনি। তখনই গণেশের আত্মীয়েরা তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠী খুন করেছে বলে থানায় অভিযোগ করেন। বৃহস্পতিবার রাতে কুড়চিবনি এলাকায় রেল লাইনের ধার থেকে বস্তাবন্দি অবস্থায় গণেশের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপরই ক্ষমতাসীন নেতাদের গ্রেফতারের দাবি জোরদার হয়ে ওঠে। বৃহস্পতিবার পুলিশ সঞ্জয় সার নামে ক্ষমতাসীন গোষ্ঠীর এক তৃণমূল সমর্থককে গ্রেফতার করেছে।
পুরনো খবর: সেই বিক্ষুব্ধ তৃণমূলকর্মীর দেহ মিলল |
জমি নিয়ে সমস্যা, প্রহৃত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জমি নিয়ে সমস্যার জেরে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরে ঘটনাটি ঘটে। প্রহৃত অজয়কুমার মিত্রের বক্তব্য, রাতে বেশ কয়েকজন তাঁর উপর আক্রমণ করে। ঘটনার পিছনে একটি সংস্থার হাত রয়েছে। ওই সংস্থা জোর করে আমার জমি দখল করতে চাইছে। কোতয়ালি থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে। যদিও শুক্রবার রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, একটি ঘটনা ঘটেছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্তও শুরু হয়েছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপই করা হবে। |
|