টুকরো খবর |
আন্দোলনে কাজ থমকে দুটি সাঁকোর
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
তৃণমূল, সিপিএম, আরএসপির বিবাদ কেন্দ্র করে বন্ধ হয়ে গেল দুটি বাঁশের সাঁকো তৈরির কাজ। বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকে পূর্ব নারারথলি গ্রামে ঘটনাটি ঘটেছে। বাসিন্দারা জানান, পূর্ব নারারথলি গ্রামের সঙ্গে হঠাৎ কলোনির, সরকার কলোনি, গচিমারি ও ছোট দলদলির মধ্যে যোগাযোগ ছাড়াও ভোট কেন্দ্রে আসা যাওয়ার জন্য ব্লক প্রসাশন ঘোড়ামারার উপর দুটি সাঁকো তৈরির সিদ্ধান্ত নেয়। প্রশাসনিক সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল। |
|
এই সেই সাঁকো।—নিজস্ব চিত্র। |
এ দিন সকালে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ করাতে এসে দেখেন তৃণমূল, সিপিএম ও আরএসপি-র দলের হয়ে পাঁচশো শ্রমিক ওই কাজে এসেছেন। অথচ ওই দুটি সাঁকোর মজুরি বাবদ ৩০ হাজার টাকা বরাদ্দ। তাতে ১৫০ বেশি শ্রমিককে কাজে নেওয়া সম্ভব নয় বলে ঠিকাদারের লোকজন জানাতেই তিন দলের লোকজনের মধ্যে বিবাদ শুরু হয়। কুমারগ্রামের বিডিও শিলাদিত্য চক্রবর্তী জানান, পূর্ব নারারথলি কেন্দ্রে ৯৮০ ভোটার রয়েছে। ঘোড়ামারা নদী এ পারে ৪৩০ এবং ও পারে ৪৫০ ভোটার। ভোটের আগে সাঁকো তৈরি দরকার। আলোচনা করে সমস্যা মেটানো হবে।” তিন দলের স্থানীয় নেতাদের দাবি, দিনমজুরেরা কাজে এসেছিলেন। আলোচনার বিষয়টি মিটতে পারে।
|
রাজগঞ্জ ঘুরে প্রচারে অশোক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পঞ্চায়েত ভোটের প্রচারে রাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে প্রচার করলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-২ পঞ্চায়েতের আমাইদিঘি, যুগিভিটা, চুনাভাটি এলাকা ঘুরে সিপিএম প্রার্থীর সমর্থনে কয়েকটি ঘরোয়া সভাও করেন তিনি। এদিকে এলাকায় অশান্তি ছড়ানোর জন্য তৃণমূল ও কংগ্রেসকেই দায়ী করে তিনি বলেন, “গত ১০ বছর এলাকার পঞ্চায়েত কংগ্রেসের দখলে। তাঁরা নিজেরাও কোনও উন্নয়ন করেননি, আমাদেরও ক্ষমতায় থাকাকালীন উন্নয়ন করতে দেয়নি। আমাদের সমর্থকদের বলেছি, কোনও প্ররোচনায় পা না দিতে।” এ দিন অশোকবাবুর সঙ্গে ছিলেন সিটু নেতা দিবস চৌবে।
|
চুক্তি সইয়ের দু’বছর পূর্তি
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
জিটিএ চুক্তির দুই বছর পূর্তির দিনে, বৃহস্পতিবার গোর্খাল্যান্ডের দাবিতে মিছিল করল গোর্খা জনমুক্তি যুব মোর্চা ও বিদ্যার্থী মোর্চার সদস্যরা। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক বিভিন্ন জায়গায় একই দাবিতে এদিন মিছিল হয়েছে। যুব মোর্চা নেতারা বিভিন্ন এলাকায় গোর্খাল্যান্ডে সমর্থনে বক্তব্য পেশ করতে গিয়ে জিটিএ চুক্তি বেশি দিন মানবেন না বলেও মন্তব্য করেন। দাজির্লিঙে মিছিলে নেতৃত্ব দেন যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রিয়বর্ধন রাই। তিনি জানান, জিটিএর অধীনে যুব সম্প্রদায়ের কোনও উন্নতি সম্ভব নয়। ২ বছরে পাহাড়ের তিন মহকুমায় উন্নয়ন হয়নি। গোর্খাল্যান্ড ছাড়া উন্নয়নের আর কোনও সমাধান নেই।” |
পুরনো খবর: ‘অখণ্ডতা’ এবং মোর্চার দাবি রেখেই পাশ হল জিটিএ বিল
|
কলেজে সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ব্যানার টাঙানো কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদ কর্মী সমর্থকদের সংঘর্ষ বালুরঘাট কলেজে। বৃহস্পতিবার বিকেলে। অধ্যক্ষের ঘরে হামলাকারী টিএমসিপি সমর্থককে আড়াল করার অভিযোগে আন্দোলনে নেমে ছাত্র পরিষদ সমর্থকেরা অধ্যক্ষের ঘরে পাল্টা হামলা চালায় বলে অভিযোগ। এর পরে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হন। কাচের টুকরো হাতে বিঁধে জখম হন ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ প্রসাদ। তাঁকে ও এক ছাত্র পরিষদ কর্মীকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারাশঙ্কর বন্দো বলেন, “একদল ছাত্র ঘরে ঢুকে টেবিলে রাখা ফোন ও ফ্যাক্স ভেঙে গুঁড়িয়ে কাগজপত্র তছনচ করে। টিএমসিপি সমর্থককে আড়াল করার অভিযোগ ঠিক নয়।”
|
কোরক থেকে পালিয়েও ধৃত
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
হলদিবাড়ি বক্সিবিবিগঞ্জে উদ্ধার হওয়া কিশোর জলপাইগুড়ির কোরকহোম থেকে পালিয়ে গিয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ সূত্রের খবর, গত ৩ জুলাই থেকে সে হোম থেকে নিখোঁজ ছিল। সম্ভবত বাড়ি থেকে বাড়িতে ফেরার উদ্দেশ্যে পালিয়েছিল। বৃহস্পতিবার হলদিবাড়ি চাইল্ড লাইন থেকে তাকে জলপাইগুড়ি চাইল্ডলাইনে নিয়ে আসা হলে তাকে সনাক্ত করা হয়। জলপাইগুড়ি কোরক হোম সূত্রে জানা গিয়েছে, সে কোরক হোমের কাছেই একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। গত ৩ জুলাই সে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। বিকালে হোমের অন্য আবাসিকেরা ঘটনাটি হোম কর্তৃপক্ষকে জানায়।
|
দুর্গোৎসবের সূচনা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
খুঁটি পুজো করে দূর্গোৎসবের সূচনা করল শিলিগুড়ির হাকিমপাড়ার অরুণোদয় সঙ্ঘ। বৃহস্পতিবার সকালে সাড়ম্বরে পুজো প্রাঙ্গণে পুজো করা হয়। বিগ বাজেটের পুজো হিসেবে বিগত বছরগুলিতে নজর কাড়ে এই পুজো। গত বছর বিভিন্ন সংগঠন থেকে ৫ টি আলাদা বিভাগে তাঁরা পুরস্কার পেয়েছেন বলে জানান ক্লাব সম্পাদক আশিস ঘোষ।
|
বিক্ষোভ |
শিমুলতলার কাছে বালাসনের উপর বাঁধের মেরামতি ও এলাকার রাস্তার বেহাল অবস্থার উন্নতিতে কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেসের মাটিগাড়া ব্লক নেতৃত্ব। বৃহস্পতিবার সকালে মাটিগাড়া পঞ্চায়েত সমিতি অফিসে বিক্ষোভ দেখান তাঁরা। |
|