সাত্তার মোল্লাদের ভোটাধিকার নিয়ে আজ শুনানি হাইকোর্টের |
ভাঙড়ের তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃত সিপিএম নেতা সাত্তার মোল্লা-সহ ছ’জন আজ, শুক্রবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে শুনানির আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। সাত্তারের ছেলে সামসুল মোল্লার ওই আবেদনের প্রেক্ষিতে আজ হাইকোর্ট চালু হতেই ওই শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে ভাঙড়ের ঘুংড়িআইট গ্রামের নজরুল মোল্লা নামে এক তৃণমূল কর্মী খুন হন। তাঁর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাত্তার মোল্লা-সহ ছ’জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে দু’জন সিপিএমের পঞ্চায়েত স্তরের প্রার্থী। ভোটের দিন সাত্তার-সহ ছ’জনকে এলাকা থেকে সরিয়ে রাখার জন্যই তৃণমূল তাঁদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে সিপিএমের দাবি। অভিযুক্ত বাকি ছ’জনকে পুলিশ ধরতে পারেনি। বৃহস্পতিবার সাত্তারের ছেলে সামসুল ধৃত বাকি পাঁচ জনের পরিবারের সম্মতি নিয়ে কলকাতা হাইকোর্টে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়ার আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে সামসুলের আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে ধৃতদের ভোটাধিকার চেয়ে সওয়াল করেন। এ দিন বিকেল হয়ে যাওয়ায় শুক্রবার সকালে এই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি। শুনানির পর তিনি নির্দেশ দেবেন। বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন নির্ঘণ্ট রয়েছে। সে ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি পাওয়া গেলে ভোটদানের ক্ষেত্রে সাত্তারদের কোনও অসুবিধা হবে না বলে মনে করছেন সিপিএম নেতারা।
|
সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের |
তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। বুধবার রাতে প্রচার সেরে ফেরার পথে তৃণমূলের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ওঠে এক সিপিএম সমর্থকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার কুলপির রামকিশোর পঞ্চায়েতের কালীতলা গ্রামে। দুধকুমার সর্দার নামে ওই সিপিএম সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত তৃণমূল কর্মীর নাম সূর্যপদ সর্দার। তাঁকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ, বুধবার রাত দশটা নাগাদ সূর্যবাবু যখন প্রচার সেরে ফিরছিলেন তখন তার উপরে হামলা চালায় সিপিএম কর্মী সমর্থকেরা। অন্যদিকে, বৃহস্পতিবার রাতে হাবরাতে তৃণমূল কর্মীদের বাইকে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে সিপিএমের বিরদ্ধে। সিপিএম অবশ্য দুটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে।
|
তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত কংগ্রেস |
এক তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল বাদুড়িয়ায়। নিহত ব্যক্তির নাম হাসানুর গাজি (৩৫)। বৃহস্পতিবার দুপুরে আটুরিয়া গ্রামের ষষ্ঠীতলায় খালের পাশে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় তৃণমূল নেতা কবিদাস দাস বলেন, “এলাকায় রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টির উদ্দেশে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে আমাদের দলের কর্মীকে।” অভিযোগ অস্বীকার করে কংগ্রেস নেতা মুজিবর রহমান বলেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পারিবারিক বিবাদের জেরেই খুন।”
|
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
হুগলির পাঁচ বুথে বুধবার পুনর্নির্বাচন হয়ে গেল নির্বিঘ্নেই। গত সোমবার বিচ্ছিন্ন কিছু গণ্ডগোলের জেরে ওই বুথগুলিতে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। যে পাঁচটি বুথে এ দিন ফের ভোট নেওয়া হল সেগুলি হল তারকেশ্বর চাঁপাডাঙার পশ্চিম রামনগর কেন্দ্রের দু’টি বুথ, কোন্নগর আদর্শনগর বুথ, পোলবা-দাদপুরের কোমধারা প্রাথমিক বিদ্যালয়ের বুথ এবং চণ্ডীতলার একটি বুথ। |