অবশেষে জল্পনার অবসান। আজ, শুক্রবার ঘাটালে উপপুরপ্রধান পদে শপথ নেবেন উদয়শঙ্কর সিংহরায়। কংগ্রেস থেকে তিন কাউন্সিলর দলে চলে আসার পর একক ভাবে ঘাটাল পুরসভা দখল করেছে তৃণমূল। কিন্তু নতুন পুরবোর্ডের প্রধান ঠিক করতে নাস্তানাবুদ হয় দল। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ গোষ্ঠী আগের পুরবোর্ডের উপপুরপ্রধান উদয়শঙ্করবাবুকে পুরপ্রধান করতে চেয়েছিলেন। দেড় মাস ধরে টানাপোড়েনের পরে মুকুল রায় ঘনিষ্ঠ ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের অনুগামী বিভাস ঘোষ পুরপ্রধান হলে ক্ষুব্ধ হয় তারা। নতুন বোর্ড গঠনের দিন উদয়বাবু সাংবাদিকদের জানান, দল চাইলেও তিনি উপপুরপ্রধান পদে বসবেন না। এ দিন অবশ্য উদয়বাবু বলেন, “শুভেন্দুবাবুর মতামত নিয়ে এবং ঘাটালবাসীর স্বার্থে, সর্বোপরি দলের কথা ভেবে ফের আমি ওই পদে যেতে রাজি হয়েছি।”
পুরনো খবর: উপপুরপ্রধান নিয়ে ঘাটালে টানাপোড়েন
|