টুকরো খবর
উল্টোরথে জমজমাট মহিষাদল
মহিষাদলে উল্টোরথ
উল্টো রথে জমে উঠল মহিষাদলের ঐতিহ্যবাহী রথের মেলা। বৃহস্পতিবার মাসির বাড়ি থেকে মদনগোপাল জিউ ফিরল মহিষাদল রাজবাড়ির দেবালয়ে। ১৭৭৬ সালে রাজা আনন্দলাল উপাধ্যায়ের স্ত্রী রানি জানকী মহিষাদলে রথযাত্রার সূচনা করেছিলেন। দু’শতক পরেও সেই রথযাত্রাকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ-উদ্দীপনা কমেনি। এ বার পঞ্চায়েত নির্বাচনের গেরোয় মেলা নিয়ে নানা জটিলতা ছিল। শেষমেশ অবশ্য মেলা হয়। তবে, জনসমাগম অন্য বছরের তুলনায় কম হয়েছে। ভোটের জন্য ১৩, ১৪ ও ১৫ জুলাই বন্ধ ছিল মেলা। ভোটপর্ব সম্পূর্ণ মিটে যাওয়ায় উল্টোরথে ভিড় হয়েছিল ভালই। এ দিন দুপুর ৩টে নাগাদ গুন্ডিচাবাটি থেকে এক কিলোমিটার দূরে রথতলায় টেনে আনা হয় ঐতিহ্যবাহী রথকে। সময় লাগে দেড় ঘণ্টার মতো। রথের রশিতে প্রতীকী টান দেন রাজপরিবারের অন্যতম সদস্য হরপ্রসাদ গর্গ। সঙ্গে ছিলেন শৌর্যপ্রসাদ গর্গ। রথযাত্রা শেষে রাজবাড়ির কুলদেবতা মদনগোপাল জিউ, জগন্নাথ ও শ্রীধর রূপী শালগ্রাম শিলাকে পালকি করে নিয়ে যাওয়া হয় রাজবাড়ির নবরত্ন মন্দিরে। রথের মেলাও জমে ওঠে দুপুর থেকে। তেলেভাজা, জিলিপি, আম-কাঁঠালের গন্ধে মাতোয়ারা চার দিক।

উদয়শঙ্করই উপপুরপ্রধান

অবশেষে জল্পনার অবসান। আজ, শুক্রবার ঘাটালে উপপুরপ্রধান পদে শপথ নেবেন উদয়শঙ্কর সিংহরায়। কংগ্রেস থেকে তিন কাউন্সিলর দলে চলে আসার পর একক ভাবে ঘাটাল পুরসভা দখল করেছে তৃণমূল। কিন্তু নতুন পুরবোর্ডের প্রধান ঠিক করতে নাস্তানাবুদ হয় দল। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ গোষ্ঠী আগের পুরবোর্ডের উপপুরপ্রধান উদয়শঙ্করবাবুকে পুরপ্রধান করতে চেয়েছিলেন। দেড় মাস ধরে টানাপোড়েনের পরে মুকুল রায় ঘনিষ্ঠ ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের অনুগামী বিভাস ঘোষ পুরপ্রধান হলে ক্ষুব্ধ হয় তারা। নতুন বোর্ড গঠনের দিন উদয়বাবু সাংবাদিকদের জানান, দল চাইলেও তিনি উপপুরপ্রধান পদে বসবেন না। এ দিন অবশ্য উদয়বাবু বলেন, “শুভেন্দুবাবুর মতামত নিয়ে এবং ঘাটালবাসীর স্বার্থে, সর্বোপরি দলের কথা ভেবে ফের আমি ওই পদে যেতে রাজি হয়েছি।”

পুরনো খবর:
ফের কাউন্সেলিং
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএডের দ্বিতীয় দফার কাউন্সেলিং হবে রবিবার। সকাল ১০টা থেকে শুরু হবে কাউন্সেলিং। প্রথম দফায় অনেক ছাত্র ভর্তি হননি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, দেড়শো আসন এখনও শূন্য। সেই আসনগুলি পূরণেই দ্বিতীয়বার কাউন্সেলিং হচ্ছে বলে বিএডের কো-অর্ডিনেটর সুনীল মল্লিক জানিয়েছেন। কোন কলেজে কত আসন শূন্য আজ, শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবাসইটেও (bed.vidyasagaruniversity.ac.in) তা দিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.