চেয়ারম্যানের পর এবার ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়েও ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘাটাল পুরসভার নতুন বোর্ড গঠিত হওয়ার পর কেটে গিয়েছে উনিশ দিন। কিন্তু এখনও পুরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচন হয়নি। এর আগে দীর্ঘ টানাপোড়েনের পর গত ২৬ জুন বিভাস ঘোষ পুরসভার নবগঠিত বোর্ডের চেয়ারম্যান নিবার্চিত হন। উল্লেখ্য, পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান উদয়শঙ্কর সিংহরায়ও চেয়ারম্যান পদের দাবিদার ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মুকুল রায়ের ঘনিষ্ঠ তথা ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের মনোনীত বিভাসবাবুই চেয়ারম্যান মনোনীত হন। নতুন বোর্ড গঠনের দিনই উদয়বাবু সাংবাদিকদের জানিয়ে দেন, তিনি আর ওই পদে থাকবেন না। এমনকী পুরসভার অন্য কোনও পদের দায়িত্বও নেবেন না। তবে দল না ছেড়ে একজন কাউন্সিলর হিসাবেই কাজ করবেন।
২০১০ সালে কংগ্রেস-তৃণমূল জোট ঘাটাল পুরসভায় বোর্ড গঠন করেছিল। সম্প্রতি কংগ্রেস ছেড়ে তিন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় পুরসভার ক্ষমতা একক ভাবে দখল করে তৃণমূল। তবে শুভেন্দু অধিকারীর অনুগামী উদয়শঙ্করবাবুকে নবগঠিত বোর্ডের চেয়ারম্যান না করায় দলের অন্দরে ক্ষোভ ছড়ায়। সেই কথা মাথায় রেখেই ভাইস চেয়ারম্যান পদের জন্য উদয়শঙ্করবাবুর নাম নিয়ে আলোচনা শুরু করেছেন খোদ বিধায়ক। উদয়শঙ্করবাবু বলেন, “শুনেছি আমাকে ভাইস চেয়ারম্যান করার জন্য আলোচনা চলছে। তবে আমার সিদ্ধান্তের কোনও পরিবর্তন হয়নি। তবে দলের স্বার্থে এবং আমি যাঁকে দেখে (শুভেন্দু অধিকারী) দল করছি, তিনি যদি চান তখন ফের বিষয়টি নিয়ে ভাবব।” ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই বলেন, “উদয়শঙ্করবাবুই ভাইস চেয়ারম্যান হবেন। দলে এবিষয়ে আলোচনা চলছে। দু’একদিনের মধ্যেই ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা হবে।”
|