যাত্রী পরিষেবার পাশাপাশি এ বার তাদের ওয়েবসাইটের মাধ্যমে জিনিস বিক্রি করার কথা ভাবছে আইআরসিটিসি। আগামী এক মাসের মধ্যে ওই পরিষেবা শুরু করছে রেল অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। তাদের দাবি, বর্তমানে প্রায় আড়াই কোটি মানুষ তাদের পরিষেবা নেন। ট্রেন ও বিমানের টিকিট সংরক্ষণ, হোটেল বুকিং ও ট্যুরিজম প্যাকেজ সংক্রান্ত পরিষেবা দেয় তারা। সংস্থার বক্তব্য, ভারতে এখন ইন্টারনেটে জিনিস কেনার প্রবণতা বাড়ছে। বিষয়টি মাথায় রেখে বিপুল সংখ্যক উপভোক্তাদের বাজার ধরতে তৎপর হয় আইআরসিটিসি। তারা জানিয়েছে, জামাকাপড়, জুতো, বই, মোবাইল ফোন, বৈদ্যুতিন সামগ্রী কেনা যাবে তাদের ওয়েবসাইট থেকে।
|
কর সংক্রান্ত বিভিন্ন বিষয় ও এ নিয়ে তৈরি হওয়া সমস্যা সম্পর্কে শিল্লের বক্তব্য শুনতে ফোরাম গড়ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। মন্ত্রকের উপদেষ্টা পার্থসারথি সোমের নেতৃত্বে সেখানে থাকবেন কর দফতরের বিভিন্ন আধিকারিক। বৈঠক বসবে প্রতি বুধবার দুপুর ৩টেয়। বণিকসভা বা শিল্প প্রতিনিধিরা সেখানে কথা বলতে চাইলে আগে পার্থসারথিবাবুর কাছে স্মারকলিপি জমা দিতে হবে। চাইতে হবে সময়। কেন্দ্রের আশা, শিল্পের কথা শোনার পাশাপাশি এর মাধ্যমে নিজেদের অবস্থান ব্যাখ্যা করারও সুযোগ পাবে তারা। ফোরামের প্রথম বৈঠক ৭ অগস্ট।
|
তলানিতে ঠেকা টাকার দাম (বৃহস্পতিবারও নেমেছে ৩৩ পয়সা) ভারতকে রেটিং খোয়ানোর মুখে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি দিল মুডিজ। বাজারে জোগান কমিয়ে টাকাকে চাঙ্গা করতে এ দিন ১২ হাজার কোটি টাকার ঋণপত্র ছেড়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু কিনতে আবেদন জমা পড়েছে মাত্র ২,৫৩২ কোটির। তবে মার্কিন মুলুকে ত্রাণ প্রকল্প বজায় থাকার আশায় চাঙ্গা ছিল সেনসেক্স। ১৮০ পয়েন্ট উঠে তা ফের ঢুকেছে ২০ হাজারের ঘরে।
|
বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থার জন্য সেবি-কে বাড়তি ক্ষমতা দিতে বুধবার আইন সংশোধনে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর পর বৃহস্পতিবারই এ নিয়ে অর্ডিন্যান্স জারি করলেন রাষ্ট্রপতি। সেবির হাত শক্ত করার জন্য কেন্দ্র যথেষ্ট দ্রুত এই পর্ব সেরে ফেলল বলে মত অনেকের।
|
গাড়ি শিল্পের জন্য ত্রাণ প্রকল্পের দাবি তুলেছিল ওই শিল্পের সংগঠন সিয়াম। এ বার ওই ত্রাণ প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে দরবার করবেন বলে জানালেন প্রফুল্ল পটেল। তাঁর দাবি, এ নিয়ে কেন্দ্রও চিন্তিত। কারণ দেশের উৎপাদন শিল্পের ২৫% জুড়েই রয়েছে গাড়ি শিল্প। এর সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের রুজি-রোজগার। উল্লেখ্য, টানা ৮ মাস বিক্রি কমায় এ মাসের শুরুতে ত্রাণ প্রকল্পের দাবি তুলেছিল সিয়াম।
|
কলকাতা-সহ ১৩টি সার্কেলে থ্রিজি ইন্টারনেট সংযোগের মাসুল ৫০ শতাংশেরও বেশি কমাল রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর কম)। সংস্থার দাবি, টুজি-র খরচের সঙ্গে সামঞ্জস্য আনতেই এই সিদ্ধান্ত। এখন ১, ২ ও ৪ জিবি তথ্য যথাক্রমে ১২৩, ২৪৬, ৪৯২ টাকায় মিলবে। ব্যবহারের সীমা ফুরোলে প্রতি ১০ কেবিতে লাগবে ৩ পয়সা।
|