রাজ্যে দ্বিতীয় দফার পঞ্চায়েত নির্বাচনে তিন জনের মৃত্যু হয়েছে। বাকি তিন দফার ভোটে হিংসা এড়াতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিধি শিথিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আর্জি জানাল রাজ্য নির্বাচন কমিশন।
আধাসেনা মোতায়েনের বিধি শিথিল করলে কী সুবিধা হবে?
রাজ্য নির্বাচন কমিশনের সচিব তাপস রায় বুধবার বলেন, “কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নিয়মবিধি অনুযায়ী এক জায়গায় চার জনের কম জওয়ানকে মোতায়েন করা যাবে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কমিশন চাইছে, ওই বিধি পরিবর্তন করে এক-একটি জায়গায় দু’জন জওয়ানকে রাখার অনুমতি দেওয়া হোক। এই আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এ দিনই চিঠি পাঠানো হয়েছে।” কমিশনের বক্তব্য, দিল্লি তাদের আর্জি মানলে বাকি তিন দফার ভোটে আরও বেশি সংখ্যক বুথে আধাসেনা দেওয়া সম্ভব হবে। তাতে গোলমালের আশঙ্কা কমবে।
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চলেছিল। কলকাতা হাইকোর্ট হয়ে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। শীর্ষ আদালতের নির্দেশেই আধাসেনা দিয়ে ভোটের ব্যবস্থা হয়েছে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, সেই কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস বিধি শিথিল করার জন্য কেন্দ্রে আর্জি জানাতে বাধ্য হল কমিশন। কাল, শুক্রবার তৃতীয় দফায় হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় পঞ্চায়েত ভোট। ওই তিনটি জেলায় কেন্দ্রীয় বাহিনীকে আরও বেশি করে ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট জেলাশাসক এবং পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে কমিশন। সেক্টর অফিসগুলিকে আরও সক্রিয় করতে বলা হয়েছে। কমিশন সূত্রের খবর, ওই তিনটি জেলায় মোট ১২ হাজার ৮৫৯টি বুথ আছে। তার মধ্যে ৩৬৫৮টি বুথ অতি-স্পর্শকাতর আর ৫৫৮৭টি বুথ স্পর্শকাতর।
শুধু ভোটের দিনগুলিতে নিরাপত্তার ব্যবস্থা করলেই হবে না। আদালতের নির্দেশ, ভোটের প্রচারেও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী চতুর্থ ও পঞ্চম দফার ভোটের প্রচার পর্বে বিশেষ নজরদারির ব্যবস্থা করছে কমিশন। এর জন্য রাজ্য সরকার এবং কমিশনের দু’জন করে অফিসারকে নিয়ে এক-একটি নজরদার দল গড়া হয়েছে। প্রচার পর্বে শান্তিরক্ষার পাশাপাশি বাইক-বাহিনীর মিছিল বন্ধ করতেও উদ্যোগী হবে নজরদার দল।
এ দিন বর্ধমান জেলার আরও দু’টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। ভোট হচ্ছে মঙ্গলকোটের ৭২ নম্বর এবং পাণ্ডবেশ্বরের ১২ নম্বর বুথে। দ্বিতীয় দফায় যে-সব জায়গায় ভোট হয়েছে, সেখানে এই নিয়ে মোট ৩০টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন। আজ, বৃহস্পতিবার ফের ভোট হবে।
|