|
|
|
|
কংগ্রেস করতাম ভাবলে লজ্জা হয়, কটাক্ষ মমতার
নিজস্ব সংবাদদাতা • হবিবপুর |
উত্তরবঙ্গে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে পাল্লা দিয়েই নির্বাচনী প্রচারে কংগ্রেস বিরোধিতার সুর চড়ছে মুখ্যমন্ত্রীর। বুধবার নদিয়ার হবিবপুরের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “আমিও এক দিন কংগ্রেস করতাম। এখন ভাবলে লজ্জা হয়।”
গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট না গড়লে ২৯৩ আসন পেত তৃণমূল, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে এমনই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনও প্রাক্তন জোটসঙ্গীদের বিরুদ্ধে সেই সুরই বেঁধে রাখলেন তিনি। এক ধাপ এগিয়ে তাঁর মন্তব্য, রাজ্যের কাছে টাকা আদায় করে সেই অর্থে ‘ইন্দিরা-রাজীবের’ নামে বিভিন্ন প্রকল্প করে হাততালি কুড়োচ্ছে কংগ্রেস। মমতা বলেন, “আমাদের কাছে কোটি কোটি টাকা আদায় করে কেন্দ্রীয় প্রকল্প গড়ছে কংগ্রেস। তাদের নামকরণ হচ্ছে ইন্দিরা-রাজীব গাঁধীর নামে। রবীন্দ্রনাথ, নজরুল, অম্বেডকর, আবুল কালাম, কংগ্রেসের এই নামগুলি কি অজানা!” |
|
ছবি: সুদীপ ভট্টাচার্য |
দক্ষিণবঙ্গের প্রান্তিক জেলা মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা এখনও রাজ্য-রাজনীতির মানচিত্রে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। নির্বাচনের দ্বিতীয় পর্ব মিটে গেলেও উত্তরবঙ্গে ভোট ক্রমশ এগিয়ে আসছে। আগামী সপ্তাহেই তাঁর উত্তরবঙ্গ সফর শুরু হচ্ছে। তার আগে কংগ্রেসকেই তাঁর আক্রমণের লক্ষ করে আগাম সুর চড়িয়ে রাখলেন মমতা। এ দিন আরও এক বার জোট ভাঙার কারণ স্পষ্ট করে মমতা বলেন, “বার বার পেট্রোল এবং সারের মূল্যবৃদ্ধি এবং খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরকার ছেড়ে বেরিয়ে এসেছিলাম।” আগামী লোকসভায় পুরনো জোটসঙ্গীর সঙ্গে ফের গাঁটছড়া বাঁধার সম্ভাবনার কথা তিনি খোলসা করেননি। মমতা বলেন, “আমরা সিপিএমের সঙ্গে নেই। কোনও দিন থাকবও না। কংগ্রেসের সঙ্গেও নেই, বিজেপিরও হাত ধরিনি। মানুষকে নিয়েই একাই লড়াই করতে চাই।”
মঙ্গলবার মালদহে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর আক্রান্ত হওয়ার ঘটনাও নিছক ‘ষড়যন্ত্র’ করেই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “আমি জনে জনে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, ওটা নিছকই বিয়ে বাড়িতে চকোলেট বোমা ফাটার ঘটনা।” ‘পায়ের তলায় মাটি হারানো’ কংগ্রেস জমি পেতেই ওই ‘অপপ্রচার’ চালিয়েছে বলে তিনি দাবি করেছেন। এমনকী এই জমি পেতে ‘তলায় তলায়’ কংগ্রেস-বিজেপি আঁতাতও করছে বলে দাবি করেছেন তিনি। |
|
|
|
|
|