প্রয়োজনের বেশি বাস নয়, নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পঞ্চায়েত ভোটের জন্য প্রয়োজনের তুলনায় বেশি বাস কোনও ভাবেই নেওয়া যাবে না বলে প্রশাসনকে নির্দেশ দিলেন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মহাকরণ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই বিজ্ঞপ্তি দিয়েছেন পরিবহণ সচিব। প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেন, ভোটের জন্য বাস তুলে নেওয়ায় সাধারণ যাত্রীরা অসুবিধায় পড়ছেন। এর পরেই মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে পুলিশ এবং পরিবহণ কর্তাদের নির্দেশ দেন, ভোটের জন্য অতিরিক্ত বাস নেওয়া যাবে না এবং যথাসম্ভব সরকারি বাসই যেন নেওয়া হয়। সেই মতো পরিবহণ সচিব বুধবারই উত্তরবঙ্গের পাঁচ জেলা, হাওড়া, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমের জেলাশাসকদের চিঠি দিয়ে তা জানিয়ে দিয়েছেন। সংশ্লিষ্ট এসপি এবং কমিশনারদেরও বিষয়টি জানাতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
|
বেলুড় মঠে সারদাদেবীর দাঁত আর চুল চুরি |
বেলুড় মঠের সংগ্রহশালা থেকে চুরি গিয়েছে সারদাদেবীর দাঁত, চুল ও রুদ্রাক্ষের মালা। বুধবার সকালে সংগ্রহশালা খোলার পরে বিষয়টি জানাজানি হয়। তদন্তে নেমেছে সিআইডি। জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। পুলিশ সূত্রের খবর, সংগ্রহশালার এক তলায় একটি কাচের শোকেসের ভিতরে ওই জিনিসগুলি রাখা ছিল। প্রতিদিনই ওই সংগ্রহশালা ঘুরে দেখেন অনেকে। তদন্তকারীদের অনুমান, মঙ্গলবার বিকেলে হয়তো চুরি হয়েছে। প্রাথমিক তদন্তে কিছু আঙুলের ছাপ মিলেছে। সেগুলির নমুনা সংগ্রহ করা হয়েছে। এই ঘটনার পরে ওই সংগ্রহশালায় সিসিটিভি লাগানোর বিষয়ে ভাবা হচ্ছে।
|
জোড়া মামলায় জামিন সুদীপ্তদের |
গ্রেফতার হওয়ার ৮৪ দিনের মাথায় সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারি নিয়ে প্রথম দায়ের করা মামলায় জামিন পেলেন ওই সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়। বুধবার বিধাননগর এসিজেএম আদালতে প্রতারণা সংক্রান্ত অন্য একটি মামলাতেও জামিন পেয়েছেন তাঁরা। জোড়া মামলায় জামিন হলেও অন্যান্য মামলার সূত্রে আপাতত তাঁদের জেল হেফাজতেই থাকতে হবে। এ দিন সুদীপ্ত-দেবযানী এবং অন্য দুই অভিযুক্তের বিরুদ্ধে তিনটি মামলায় চার্জশিট পেশ করে সরকার পক্ষ। তার মধ্যে ছিল তাঁদের বিরুদ্ধে দায়ের করা প্রথম মামলাটিও। ওই মামলায় একটি বৈদ্যুতিন মাধ্যমের কর্মচারীদের বেতন দেওয়া হয়নি বলে সুদীপ্তের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেই সংস্থার এক কর্মী অর্পিতা ঘোষ। সেই অভিযোগের ভিত্তিতেই ২৩ এপ্রিল কাশ্মীর থেকে সুদীপ্ত-দেবযানী এবং অরবিন্দ চৌহানকে গ্রেফতার করা হয়। ওই মামলায় গ্রেফতার করা হয় সারদার অন্যতম অধিকর্তা মনোজ নাগেলকেও। এ ছাড়া সারদার নিরাপত্তারক্ষী সংস্থার তরফে দায়ের করা মামলাটিতেও এ দিন জামিন পান সুদীপ্ত-দেবযানী।
|
সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে না পারলে পঞ্চায়েত ভোট বন্ধ করে দেওয়ার দাবি তুলল বিজেপি। দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী যে খাতায় কলমে পাওয়া গেলেও বাস্তবে কাজে লাগানো হচ্ছে না, তা নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টে জানানো উচিত ছিল। তা হয়নি। ফলে ভোটে সন্ত্রাস এবং অশান্তি অব্যাহত। তাঁর দাবি, “কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভোট করতে পারলে করুক। না হলে বন্ধ করে দিক। লোক দেখানোর জন্য ভোটের প্রহসনের কোনও দরকার নেই।” |