তৃণমূলের মিছিলে বোমা হামলার ঘটনায় জখম তৃণমূল কর্মীর খুনের চেষ্টার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বনগাঁর ট্যাংরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানয়, ধৃতদের নাম চিরঞ্জিৎ সর্দার এবং নীলকমল সর্দার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ৯টা নাগাদ ট্যাংরায় তৃণমূলের একটি নির্বাচনী মিছিল যাচ্ছিল। অভিযোগ, ওই মিছিলে বোমা ছোঁড়া হয়। বোমার ঘায়ে জখম হয় তৃণমূল মোসলেম মোল্লা। তাঁকে রাতেই আরজিকরে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা সঙ্কটজনক।
ওই ঘটনার পর গ্রামের সিপিএম সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। অগ্নিসংযোগেরও চেষ্টা হয়। রাতেই ঘটনাস্থলে যান এসডিপিও রূপান্তর সেনগুপ্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। জখম ওই তৃণমূল কর্মীর স্ত্রী নূরজাহান মোল্লা পুলিশের কাছে ১৩ জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সিপিএমের জেলা পরিষদের প্রার্থী লক্ষণ মণ্ডল, সিপিএমের বনগাঁ গ্রামীণ লোকাল কমিটি (পূর্ব) কমলাক্ষি বিশ্বাসও। মঙ্গলবার বিকেলে ওই এলাকায় তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের মন্ত্রী উপেন বিশ্বাস, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস। তারা জখম তৃণমূল কর্মীর বাড়িতে যান। তৃণমূলের জেলা পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, সিপিএম নেতাদের মদতে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। বাড়িঘর ভাঙচুরের বিষয়ে জ্যোতিপ্রিয়বাবু বলেন, “এটা জনরোষ। এর সঙ্গে তৃণমূল জড়িত নেই।” |