|
|
|
|
ছপরা-কাণ্ড |
সতর্ক করা হল সব রাজ্যকেই |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ছপরা কাণ্ডের পুনারাবৃত্তি আটকাতে সতর্কতা জারি করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। আজ মন্ত্রকের পক্ষ থেকে সব ক’টি রাজ্য সরকারকে মিড ডে মিল রান্না ও পরিবেশনের ক্ষেত্রে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়। এ দিকে ছপরা কাণ্ড নিয়ে বিহার সরকারকে অবিলম্বে বিস্তারিত রিপোর্ট জমা দিতেও নির্দেশ দিয়েছে মন্ত্রক। ওই রিপোর্ট পেলেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
বর্তমানে গোটা দেশের ১২ লক্ষ স্কুলে ১১ কোটি শিশু মিড-ডে মিলের সুফল পেয়ে থাকেন। এর আগেও একাধিক বার বিভিন্ন জায়গা থেকে মিড ডে মিলের নিম্ন মান নিয়ে অভিযোগ উঠেছে। বিষাক্ত খাবার খেয়ে মারাও গিয়েছে শিশুরা। কিন্তু ছপরা কাণ্ডের পর এ বার নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে মন্ত্রক। ভবিষ্যতে ওই ঘটনা রুখতে রান্না ও পরিবেশন সংক্রান্ত সমস্ত নিয়ম পালন করা হচ্ছে কিনা তা দেখতে কড়া ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভাবছে মন্ত্রক। আজ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী এম এম পল্লম রাজু বলেন, “খাবার পরিবেশনের আগে দু’জনের তা পরীক্ষা করে দেখার কথা।” কিন্তু মন্ত্রক দেখেছে বহু ক্ষেত্রেই তা করা হয় না। আগামী দিনে ওই নিয়মে কোনও শিথিলতা বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়েছে। মন্ত্রক কর্তারা এও বলছেন ওই নিয়ম মেনে চললে এত শিশুর মৃত্যু হত না। খাবারের মান ঠিক রয়েছে কিনা তা দেখার দায়িত্বে থাকেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও গ্রামপ্রধান। বিশেষ করে নিজের এলাকায় গ্রামপ্রধান যাতে স্থানীয় স্কুলের খাবারের মান যাচাই করার দায়িত্ব সঠিক ভাবে পালন করেন তার উপরেও জোর দিচ্ছে মন্ত্রক।
|
পুরনো খবর: মিড ডে মিলে মৃত্যুমিছিল ছপরায়, বলি ১১ শিশু |
|
|
|
|
|