টুকরো খবর
বড় পদক্ষেপ খাদ্য সুরক্ষায়, বিপুল বরাদ্দ সাফল্য প্রচারে
লোকসভা ভোটের আর দশ মাসও বাকি নেই। তার আগে সরকারের বর্তমান কর্মসূচিগুলি ‘আম আদমি’কে অবহিত করাতে আজ বিপুল অর্থ বরাদ্দে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই সঙ্গে বিপিএল পরিবারগুলিকে সরবরাহের জন্য ৫০ লক্ষ টন অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দের প্রস্তাবেও আজ মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। দেশ জুড়ে খাদ্য সুরক্ষা প্রকল্প রূপায়ণে যা সরকার তথা কংগ্রেসের তরফে প্রথম বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এই দুই সিদ্ধান্তকে রাজনৈতিক কৌশল বলে মনে করছেন বিরোধীরাও। তাঁদের বক্তব্য, সরকারের কর্মসূচি নিয়ে মানুষের সচেতনতা বাড়ানোর আড়ালে কংগ্রেস আসলে কেন্দ্রের টাকায় ভোটের প্রচার সারতে চাইছে। মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে দ্বাদশ যোজনাকালে সরকারের কর্মসূচির প্রচারে ৬৩০ কোটি টাকা খরচ করা হবে। কিন্তু বিরোধীরা মনে করছেন, এর সিংহভাগই সরকার তথা কংগ্রেস খরচ করবে লোকসভা ভোটের আগে। কংগ্রেস মুখপাত্র রাজ বব্বরের বক্তব্য, “বিজেপি-ই অতীতে সরকারের টাকায় নির্বাচনী প্রচার করেছিল। তাদের ভারত উদয় তথা ইন্ডিয়া শাইনিং প্রচার মানুষ এখনও ভোলেনি। কিন্তু কেন্দ্রের ইউপিএ সরকার যে বিজেপি-র থেকে চরিত্রগত ভাবে আলাদা, মানুষ তা জানেন।” গত নির্বাচনের মতো এ বারেও গ্রামীণ মানুষের আস্থা পেতে মরিয়া কংগ্রেস। তাই খাদ্য সুরক্ষা প্রকল্প রূপায়ণে তড়িঘড়ি করছে সরকার। বিপিএল পরিবারগুলির জন্য বরাদ্দ করা তারই প্রথম বড় পদক্ষেপ। ভোটের বছরে কংগ্রেস-শাসিত রাজ্যগুলি খাদ্য সুরক্ষা প্রকল্প রূপায়ণে তার সুযোগ নিতে ঝাঁপাবে বলে মনে করা হচ্ছে।

কর্মসংস্থানে ব্যর্থ অসমের ১০ জেলা
মহাত্মা গাঁধী জাতীয় কর্মসংস্থান প্রকল্পে রাজ্যের ১০টি জেলায় ১০০ দিনের পরিবর্তে কাজ মিলেছে মাত্র ৮ থেকে ৬৩ দিন। এমনই তথ্য জানাল সিএজি দফতর। অসমে ২০০৭ থেকে ২০১২ সালে ওই প্রকল্পের সমীক্ষার ফলাফল প্রকাশ করে সিএজি। তাতে জানানো হয়েছে, কামরূপ, ডিব্রুগড়, যোরহাট, গোয়ালপাড়া, কাছাড়, হাইলাকান্দি, লখিমপুর এবং দরং জেলায় পরিবারপিছু গড়ে ৭.৫২ থেকে ৫১.৬৭ দিন কাজ মিলেছে। জাতীয় গ্রামীণ কর্মসংস্থার প্রকল্পের প্রাথমিক শর্তপূরণের ক্ষেত্রে এই ১০টি জেলা ব্যর্থ হয়েছে। কার্বি আংলং ও চিরাং জেলায় মহিলারা ২৩ থেকে ৪১ শতাংশ কাজ পেয়েছেন। একইসঙ্গে সিএজি জানিয়েছে, ওই ১০টি জেলায় বেকার ভাতা, ভাতা দিতে বিলম্ব হওয়ার ক্ষতিপূরণ এবং কাজ না-দিতে পারার ক্ষতিপূরণও দেওয়া হয়নি।

পলিটেকনিকেও জয়েন্ট পরীক্ষা চাইছে ত্রিপুরা
ভর্তি প্রক্রিয়ায় বিতর্ক এড়াতে রাজ্যের পলিটেকনিক কলেজগুলির জন্যও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা চালু করতে চায় ত্রিপুরা। এমনই জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। তিনি বলেন, “আগামী শিক্ষাবর্ষ থেকেই ওই প্রক্রিয়া চালুর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।” মাধ্যমিক পর্যায়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এতদিন রাজ্যের চারটি পলিটেকনিক কলেজে ভর্তির সুযোগ পেত ছাত্রছাত্রীরা। কিন্তু মাঝেমধ্যেই ভর্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে। যদিও তা মানতে রাজি নন উচ্চশিক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‘নিয়ম মেনেই ভর্তির প্রক্রিয়া চলে।’’ মন্ত্রী জানান, দ্রুত আরও দু’টি পলিটেকনিক কলেজ খোলার পরিকল্পনা রয়েছে সরকারের। রাজ্যের ৮টি জেলায় অন্তত একটি করে কারিগরী শিক্ষাকেন্দ্র তৈরির পরিকল্পনাও তাঁদের রয়েছে। সম্প্রতি, রাজ্যের দু’-একটি পলিটেকনিক কলেজে ভর্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে।

ভুয়ো সংঘর্ষে দ্বিতীয় মণিপুর
ভুয়ো সংঘর্ষের ঘটনায় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মণিপুর। তারপরেই রয়েছে অসম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সমীক্ষায় এমনই তথ্য মিলেছে। কমিশন জানিয়েছে, ৪ বছরে ১৩৮টি ভুয়ো সংঘর্ষের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। ৬২টি ভুয়ো সংঘর্ষ হয়েছে মণিপুরে। অসমে ৫২টি। দেশে ওই সময়ে ৫৫৫ টি ভুয়ো সংঘর্ষের ঘটনার অভিযোগ কমিশনে নথিভুক্ত হয়েছে। তালিকায় চতুর্থ (৩৫টি ঘটনা) ও পঞ্চম (৩০টি ঘটনা) স্থানে যথাক্রমে রয়েছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড।

শিশুকে ধর্ষণ
পূর্ব ইম্ফলের গ্রামে প্রতিবেশির শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানায়, নুঙ্গোই গ্রামের বাসিন্দা বছর কুড়ির লেইমাপোকপম আথেম্বা প্রতিবেশির ঘরে ঢুকে তাঁর তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহ করে। শিশুটির কান্না শুনে এলাকার বাসিন্দারা অভিযুক্তকে ধরে ফেলেন।

কর নিতে পারে নাগা জঙ্গিরাও
কর আদায়ের অধিকার রয়েছে নাগা জঙ্গি সংগঠনেরওআজ এমনই কথা জানাল নাগাল্যান্ডে ‘সংঘর্ষবিরতি নজরদারি গোষ্ঠী’ (সিএফজিআর)। কেন্দ্র-রাজ্য-এনএসসিএন জঙ্গি সংগঠনের ত্রিপাক্ষিক সংঘর্ষবিরতি চুক্তি ঠিকমতো পালন করা হচ্ছে কি না, তার নজরদারিতেই সিএফজিআর গঠন করা হয়েছিল। ওই গোষ্ঠীর সচিব ইমচা লংকুমার জানান, বৃহত্তর নাগাল্যান্ডে এনএসসিএন (আই এম)-ও সমান্তরাল সরকার চালায়। সরকারি কাজকর্ম বজায় রাখতে তা-ই কর আদায় করতে পারে সংগঠনটি।

ট্রেনের ধাক্কায় মৃত
মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ওই দুর্ঘটনায় একই পরিবারের একটি শিশু-সহ চারজন জখম হয়েছেন। পুলিশ জানায়, গতকাল রাতে নগাঁও থেকে ইন্টারসিটি এক্সপ্রেসে তাঁরা সকলে গুয়াহাটিতে পৌঁছন। গাঁধীবস্তি এলাকায় ধীরগতির ট্রেন থেকে নেমে সকলে রেল লাইন পার হচ্ছিলেন। তখনই একটি মালবাহী ট্রেন তাঁদের ধাক্কা মারে।

সিআরপি ক্যাম্পে মাওবাদী হামলা, হত ৫
ফের মাওবাদী হামলা। এ বার ঘটনাস্থল বিহারের ঔরঙ্গাবাদ জেলা। বুধবার সন্ধ্যার অন্ধকারে ঔরঙ্গাবাদের অন্তর্গত গোফ থানা এলাকার একটি সিআরপি ক্যাম্প হঠাৎ ঘিরে ফেলে বেশ কয়েক জন মাওবাদী। ডিজিপি অভয়ানন্দ জানিয়েছেন, ক্যাম্প ঘিরে ফেলে অতর্কিতে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। ঘটনাস্থলেই মারা যান ৩ সিআরপি জওয়ান ও দু’জন বেসরকারি নিরাপত্তারক্ষী। ঘটনার পর থেকেই বাকি জওয়ানদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ডিজিপি জানিয়েছেন, ওই ক্যাম্পে ২৪ জন জওয়ান ছিলেন। তাঁর অনুমান বাকিরা হয়তো পটনায় ফিরে আসছেন। তবে অপহরণের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। পটনা ও বিভিন্ন অঞ্চল থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে রাতের অন্ধকারে কোনও অভিযান চালানো হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাসিড বিক্রি বন্ধের নির্দেশ
এক সময় নিয়মিত এনসিসি করতেন। বন্দুকে ছিল অব্যর্থ নিশানা। জিতেছিলেন পদকও। কিন্তু আজ দৃষ্টিশক্তি নেই তাঁর। শুনতেও সমস্যা হয়। রাস্তায় বেরোলে কাপড়ে মুখ ঢেকে রাখেন। দুষ্কৃতীদের অ্যাসিডে ঝলসে যাওয়া মুখ দেখে না-হলে আতঙ্কিত হতে পারেন যে-কেউই। তিনি সোনালি মুখোপাধ্যায়। বোকারোর বাসিন্দা। বছর দশেক আগে জনাকয়েক ‘রোমিও’র বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় তাঁর মুখে অ্যাসিড ছুড়ে দেওয়া হয়েছিল। ওই সময় সোনালি থাকতেন ধানবাদে। ওই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। গতকালই সোনালির কথা উল্লেখ করেই ঝাড়খণ্ডে খোলা বাজারে অ্যাসিড বিক্রি নিষিদ্ধ করেছেন নতুন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। খোলা বাজারে অ্যাসিড বিক্রি রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকও। প্রশাসনিক সূত্রের খবর, আগামী দিনে অ্যাসিড কিনতে হলে সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে কোনও ক্রেতাকে। সোনালির বক্তব্য, এ সিদ্ধান্ত আগেই নেওয়া উচিত ছিল। তাঁর ক্ষোভ, “ঝাড়খণ্ড সরকার চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। তা মেলেনি।” দশ বছর আগের সেই ঘটনা ভোলেননি সোনালি। বলেন, “কয়েকটি ছেলে কু-প্রস্তাব দিত। প্রতিবাদ করতাম। একদিন রাতে ছাদে ঘুমোচ্ছিলাম। আচমকা যন্ত্রণায় ঘুম ভেঙে গেল। তত ক্ষণে শরীরে অর্ধেক অ্যাসিডে পুড়ে গিয়েছে। ছাদে উঠে গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছিল ছেলেগুলো।” গত বছর অমিতাভ বচ্চনের সঞ্চালনায় এক অনুষ্ঠানে যান সোনালি। বচ্চন সোনালিকে উৎসাহ দেন। কী ভাবে লড়ছেন সোনালি? তাঁর কথায়, “দুষ্কৃতীরা গ্রেফতার হলেও জামিন পায়। মামলা চালিয়ে যাচ্ছি।”

বিচ্ছেদ মামলায় নয়া সিদ্ধান্ত
বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে স্বামীর স্থাবর সম্পত্তির উপরে স্ত্রীর অধিকার বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। সেই সঙ্গে বিচ্ছেদ সংক্রান্ত মামলা আগের চেয়ে দ্রুত নিষ্পত্তির সুযোগও বাড়ছে। বিবাহ আইন সংশোধনের লক্ষ্যে গঠিত এ কে অ্যান্টনির নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠীর একাধিক প্রস্তাব আজ মেনে নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই অনুযায়ী ঠিক হয়েছে, এ বার থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং ভবিষ্যতে সেই সূত্রে পেতে চলা সম্পত্তির উপরেও স্ত্রীর অধিকার থাকবে। যদি সম্পত্তি ভাগাভাগি করার সুযোগ না থাকে, তা হলে স্ত্রীর প্রাপ্য অংশের সমমানের মূল্য ধরে দিতে হবে। কতটা অংশ স্ত্রীর প্রাপ্য হবে, সেটা অবশ্য আদালতের বিবেচনার উপরেই ছেড়ে রাখা হচ্ছে।একই ভাবে বিচ্ছেদ মঞ্জুর করার ক্ষেত্রেও আদালতের বিবেচনার পরিধি বাড়ছে। পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিচ্ছেদের মামলা দায়ের করার পরে যদি এক পক্ষ বেঁকে বসে, তা হলে তিন বছর পরে চাইলে আদালত একতরফা ভাবে বিচ্ছেদ মঞ্জুর করতে পারবে।

সীমান্তে আরও সেনা
চিনা সীমান্তে আরও ৪০ হাজার সেনা মোতায়েন করা হবে। এই নতুন বাহিনীর নাম মাউন্টেন স্ট্রাইক কোর। সদর দফতর পানাগড়ে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.