|
|
|
|
প্রাক্তন মন্ত্রীদের নিরাপত্তা বাতিলে ক্ষুব্ধ কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
পুলিশের ‘রিভিউ কমিটি’র সুপারিশ মেনে প্রাক্তন মন্ত্রী, বিধায়কদের সরকারি নিরাপত্তারক্ষী সরিয়ে নিচ্ছে ত্রিপুরা সরকার। সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছে প্রদেশ কংগ্রেস। আজ দলের রাজ্য সভাপতির নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধিদল রাজ্য পুলিশের ডিজি সি বালসুব্রামনিয়ানের সঙ্গে দেখা করে ওই সুপারিশ পুনর্বিবেচনার অনুরোধ করেছেন।
প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিস সাহা বলেন, “স্বরাষ্ট্র দফতরের ওই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সরকারের বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলন দাঁনা বাঁধছে, তাকে রুখতেই শাসক দলের নির্দেশে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।” তিনি বলেন, ‘‘শাসক দলের বিধায়ক এবং নেতাদের নিরাপত্তা ফিরিয়ে নেওয়া হয়নি। অথচ, কংগ্রেসের বিল্লাল মিঞা, রতন চক্রবর্তী, আইএনপিটি-র বিজয় রাঙ্খাল, রাজেশ্বর দেববর্মা, জগদীশ দেববর্মা-সহ অনেকের নিরাপত্তারক্ষী সরিয়ে দেওয়া হয়েছে।’’ আশিসবাবুর অভিযোগ, যাঁদের নিরাপত্তারক্ষী সরকার ফিরিয়ে নিয়েছে, তাঁদের অনেকেই রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছেন।
রাজ্য পুলিশের ডিজি বলেন, “পুলিশের রিভিউ কমিটি আচমকা কোনও সিদ্ধান্ত নেয় না। পর্যায়ক্রমে আলোচনার পরই পদক্ষেপ করা হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে।’’ তাঁর বক্তব্য, যাঁদের সরকারি নিরাপত্তারক্ষীর প্রয়োজন থাকে না, সে সব ব্যক্তিত্বের ক্ষেত্রেই তা সরিয়ে নেওয়া হয়। স্বরাষ্ট্র দফতরের উপসচিব মুসলিমুদ্দিন আহমেদ জানান, ‘‘এ বিষয়ে কিছুই জানি না।’’
কংগ্রেসের বক্তব্য, সরকারি নিরাপত্তাবিহীন ওই মন্ত্রী, নেতাদের অনেকেই রাজনৈতিক কারণে প্রত্যন্ত এলাকায় যাতায়াত করেন। তাঁদের কেউ-কেউ প্রাণনাশের হুমকিও পেয়েছেন। কংগ্রেস নেতৃত্বের একাংশের আশঙ্কা, এ সিদ্ধান্তে ত্রিপুরায় আগামী পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে ‘রাজনৈতিক সন্ত্রাসের’ পরিবেশ তৈরি হবে। আশিসবাবু জানিয়েছেন, ডিজি এ বিষয়ে পুর্নবিবেচনার আশ্বাস দিয়েছেন। সিপিএমের প্রাক্তন মন্ত্রী এবং বিধায়কদের সরকারি নিরাপত্তারক্ষী ফিরিয়ে নেওয়া হয়েছে কি না, তা অবশ্য বলতে পারেননি রাজ্যের সম্পাদক বিজন ধর। |
|
|
|
|
|