পুলিশকে বোমা মারুন, হুঙ্কার অনুব্রতর
রাজ্যের দুই মন্ত্রীর সামনেই ‘বিক্ষুব্ধ’ তৃণমূল প্রার্থী ও কর্মীদের বাড়িতে হামলা করার কথা বললেন দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুধু তা-ই নয়, নির্দলদের সমর্থন করলে পুলিশকে বোমা মারার পরামর্শও শোনা গেল তাঁর মুখে।
আগেও উস্কানিমূলক কথা বলে বির্তক বাধানো অনুব্রতবাবুর বক্তব্য এ দিন জানাজানি হতেই তোপ দেগেছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, অনুব্রতবাবুর মন্তব্যের জেরে মারামারি-কাটাকাটি বাড়বে। রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের মুখে কুলুপ। এক কর্তা শুধু বলেন, “এমন কথা শোনাও পাপ। বলা আরও বেশি পাপ।” এর আগে ভোটের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে প্ররোচনামূলক মন্তব্য করায় অনুব্রতর বিরুদ্ধে বীরভূম জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছিল রাজ্য নির্বাচন কমিশন। কী ব্যবস্থা হয়েছে? পুলিশ সুপার মুরলীধর শর্মা ও জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা ফোন ধরেননি।
দলের তরফে কী ব্যবস্থা হচ্ছে? বীরভূমেই পঞ্চায়েতের প্রচারে গিয়েছিলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের এ দিনের মন্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে তাঁর বক্তব্য, “গণতন্ত্রকে মর্যাদা দেওয়ার কথা তৃণমূল সব সময়ই বলে থাকে এবং দিয়ে থাকে। আবেগতাড়িত হয়ে যদি কেউ কিছু বলে থাকেন, তা হলে অবশ্যই জানতে চাইব, কী বলেছেন।” রাতে পার্থবাবু জানান, অনুব্রতর সঙ্গে তাঁর কথা হয়েছে। অনুব্রত তাঁকে জানিয়েছেন, ওই এলাকায় কিছু নির্দল প্রার্থী তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা করেছেন। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে কিছু কথা তাঁর মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে।
পাড়ুইয়ের মঞ্চে। —নিজস্ব চিত্র
বুধবার বিকেলে বোলপুরের পাড়ুই থানার কসবা পঞ্চায়েত এলাকায় জনসভা ছিল তৃণমূলের। কসবা পঞ্চায়েতে লড়াই মূলত তৃণমূলের সঙ্গে দলেরই বিক্ষুব্ধ অংশের যাঁরা দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন। ১২টি আসনে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে জেলা সভাপতির অনুগামী ১১ জন। বাকিরা বিক্ষুব্ধ। সেই এলাকাতেই এ দিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও চন্দ্রনাথ সিংহ। তাঁদের সামনেই অনুব্রতবাবু বলেন, “কসবাতে যদি কোনও নির্দল প্রার্থী কারও বাড়িতে গিয়ে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে, জ্বালিয়ে দিন। কোনও নির্দল প্রার্থী যদি কোনও হুমকি দেয়, তার বাড়িতে চড়াও হনএটাই কিন্তু আমি বলতে এসেছি আপনাদের।” তিনি আরও বলেন, “আর যদি কোনও প্রশাসন ভাবে, নির্দলকে সমর্থন করবে, সেই প্রশাসনের পুলিশের উপরে বোমা মারুন। আমি বলছি, বোমা মারতে।”
সম্প্রতি রামপুরহাটে পঞ্চায়েত ভোট নিয়ে দলের একটি কর্মিসভায় অনুব্রতবাবু বলেছিলেন, “কংগ্রেস-সিপিএম আমাদের শত্রু। কাউকে মনোনয়ন ফাইল করতে দেবেন না। দরকার হলে আমাকে ডাকবেন। আমি আপনাদের পাশে থাকব!” এই মন্তব্যের পরেই গোটা রাজ্যে বিতর্কের ঝড় বয়েছিল। তার পরে এ দিনের কাণ্ড। যাঁদের সামনে ঘটনাটি ঘটেছে তাঁদের মধ্যে এক মন্ত্রী, চন্দ্রনাথ সিংহ এ বিষয়ে মুখ খুলতে চাননি। অন্য মন্ত্রী মলয় ঘটক মেনেছেন, “এ ধরনের মন্তব্য কেউ সমর্থন করতে পারে না।” এ বারে কি তা হলে দলনেত্রীর কাছে অনুব্রতর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনও সুপারিশ যাবে? জবাব এড়িয়ে মলয়বাবু বলেন, “দলের বীরভূম জেলা পর্যবেক্ষক হিসেবে আমি এ দিন অনুব্রতবাবুকে সতর্ক করেছি।” অনুব্রতবাবুকে অবশ্য এ দিন ওই সভার পরে বহু বার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। এসএমএসেরও জবাব আসেনি।
ঘটনা নিয়ে প্রত্যাশিত ভাবেই মুখ খুলেছেন বিরোধীরা। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন, অনুব্রতকে অবিলম্বে গ্রেফতার করা হোক। রবীনবাবুর অভিযোগ, “এর আগে উনি একাধিক বার বিধি ভেঙে বিরোধীদের হুমকি দিয়েছেন। এখন সরাসরি পুলিশের উপরে হামলায় উস্কানি দিচ্ছেন। ওঁকে এখনই গ্রেফতার করা উচিত।”
কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া বলেন, “আমরা জানতে চাই, দলের নেতার এই ধরনের বক্তব্য শুনে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ করছেন। এর পরেও যদি মুখ্যমন্ত্রী ব্যবস্থা না নেন, বুঝতে হবে রাজ্যে প্রশাসন বলে কিছু নেই। জেলাশাসক, পুলিশ সুপার, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের মেরুদণ্ড ভেঙে গিয়েছে।” তাঁর সংযোজন, “আমাদের কারও নিরাপত্তা নেই। ভয়ঙ্করতম দিনের মধ্য দিয়ে চলেছি।”
ঘনিষ্ঠ মহলে রাজ্য তৃণমূলের একাধিক নেতাও স্বীকার করছেন, বীরভূম জেলা সভাপতি বার বার যে ধরনের মন্তব্য করছেন, তাতে আখেরে দলই অস্বস্তিতে পড়ছে। কিন্তু দক্ষ সংগঠক বলে পরিচিত অনুব্রতর বিরুদ্ধে এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া হলে ২২ জুলাই ভোটের আগে বীরভূমের কর্মী-সমর্থকদের একটা বড় অংশ ক্ষুব্ধ হতে পারেন। সেই ঝুঁকি এখন নেওয়া যাচ্ছে না।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.