পুড়ে মৃত স্ত্রী, গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • কেন্দা |
স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অভিজিৎ বাউরি। কেন্দা থানার রাজনয়াগড় গ্রামে তাঁর বাড়ি। মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। অভিজিতের স্ত্রী কবিতা বাউরি (১৯) গত ৫ জুলাই অগ্নিদগ্ধ হন। পুরুলিয়া সদর হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়। বধূটির বাবা কার্তিক বাউরি পুলিশের কাছে অভিযোগ করেন, জামাই তাঁর মেয়ের গায়ে আগুন দেয়। হাসপাতালে কবিতা তাঁর বাবাকে এমনই জানিয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছরের নভেম্বর মাসে পুরুলিয়া মফস্সল থানার সিংবাজারের মেয়ে কবিতার সঙ্গে অভিজিতের বিয়ে হয়। পুলিশ জানায়, দেহটি ময়নাতদন্ত করা হচ্ছে। তার রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত শুরু করেছে পুলিশ।
|
ত্রাণ সাহায্য
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
উত্তরাখণ্ডের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন বিষ্ণুপুর মল্লভূম যোগ সেন্টারের ছাত্র-ছাত্রীরা। সংস্থার সম্পাদক সুবোধ দে জানান, ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছ থেকে সংগ্রহ করা ত্রাণের টাকা ড্রাফট করে তাঁরা রাজ্যের শিশুকল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়েছেন। শ্যামাপ্রসাদবাবু বলেন, “উত্তরাখণ্ডের মানুষের পাশে দাঁনানোর এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রণিত করবে।”
|
পুকুরের জলে ভেসে উঠল এক বৃদ্ধের দেহ। মৃতের নাম গাদল কালিন্দি (৬৫)। বাড়ি কেন্দা থানার বিন্দুডি গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় দেহটি পুকুরে ভেসে ওঠে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পা পিছলে পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। |