ভোট প্রচারে সিউড়িতে শিল্পমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
মাত্র ২৫ মাসে শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি-সহ সমস্ত বিষয়ে যে উন্নয়ন হচ্ছে, তা ঠিক মতো প্রচার করা হচ্ছে না। মঙ্গলবার সিউড়িতে নির্বাচনী প্রচারে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৬০ নম্বর জাতীয় সড়কের ধারে তিলপাড়ার পাওয়ার হাউস মাঠে এ দিন বিকেলে সভা করেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিনের সভায় উপস্থিত ছিলেন হাজার খানেক মানুষ। এ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-সহ স্থানীয় নেতৃত্ব। মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যে বরণ করা হয় নেতা মন্ত্রীদের। |
একের বেশি মোটরবাইক রাখা যাবে না।
তাই সাইকেলেই প্রচার পুরন্দরপুরে। |
সভা শেষে নামল বৃষ্টি। তিলপাড়া
পঞ্চায়েতের লালদিঘি পাড়ায়। |
|
ছবি: তাপস বন্দ্যোপাধ্যায় |
সভার শুরুতে উন্নয়নের সামান্য ফিরিস্তি দিয়ে চন্দ্রনাথবাবু অভিষেকের হাতে মাইক্রোফোন তুলে দেন। তিনি সিপিএম, কংগ্রেসের পাশাপাশি সংবাদপত্র, বৈদ্যুতিক সংবাদমাধ্যমকেও আক্রমণ করেন। পার্থবাবু বলেন, “বিধানসভা নির্বাচনে পরিবর্তন এসেছে, এ বারে ত্রিস্তর পঞ্চায়েতেও তাই হবে। বিরোধীরা উন্নয়ন থমকে দিতে অপপ্রচার করছে। আমরা রোদ-বর্ষায় নির্বাচন চাইনি। কমিশন আইনের দ্বারস্থ হয়। বিরোধীরা কোর্টে দ্বারস্থ হয়েছে। আমরা মাঠে-ময়দানে ঘুরছি।” তিলপাড়ার আগে সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুরে বেলা সাড়ে ১১টা নাগাদ পার্থবাবু আরও একটি সভা করেন।
|
দুর্ঘটনায় তৃণমূল কর্মী-সহ মৃত ২
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
দু’টি পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হল। প্রথম দুর্ঘটনা ঘটে ময়ূরেশ্বর এলাকায়। সেখানে দলীয় কর্মসূচি সেরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। মঙ্গলবার সন্ধ্যা ছ’টা নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে ময়ূরেশ্বরের মহিষা বাস্ট্যান্ড এলাকায়, সাঁইথিয়া-কাঁদি সড়কে। মৃতের নাম ভুবন নন্দী (৩৫)। তাঁর বাড়ি স্থানীয় ভূধরপুর গ্রামে। এ দিন ভুবনবাবু স্থানীয় মহিষা গ্রামে একটি দলীয় সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে সাইকেলে চেপে কাছেই থাকা শ্বশুরবাড়ি গঙ্গারামপুরে যাচ্ছিলেন। ওই সময়ে উল্টো দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান ওই কর্মী। চালক পলাতক। অন্য দিকে, নলহাটিতে লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রানিগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কে, চামটিবাগান মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম অরুণ লেট (৩০)। বাড়ি নলহাটির কুরুমগ্রামে। এ দিন সন্ধ্যায় কাজ সেরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন অরুণবাবু। চামটিবাগান মোড়ে একটি লরি তাঁকে ধাক্কা মারে। অরুণবাবু সাইকেল থেকে পড়ে গেলে লরির চাকা তাঁকে পিষে দিয়ে বেরিয়ে যায়। এলাকাবাসী লরিটিকে ধরে ফেললেও চালক পলাতক।
|
দুর্নীতির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
সরকারি টাকায় নিজের জমির মাটি কাটানোর অভিযোগ উঠল তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এ ছাড়াও, রামপুরহাটের বনহাট পঞ্চায়েতের ১০০ দিন কাজের প্রকল্পে একই ব্যক্তির নামে তিনবার কাজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপির জেলা সম্পাদক স্বরূপ রতন সিংহের অভিযোগ, “একশো দিন প্রকল্পে কাজের হিসেব খাতায় কলমে যা দেখানো হয়েছে, সেই পরিমাণ টাকার আদৌ কাজ হয়নি।” বনহাট পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান ছায়া দাস বলেন, “আমার কোনও জমি নেই। তাই মাটি কাটার প্রশ্নই ওঠে না।”
|
তালা ভেঙে চুরি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
বাড়ির তালা ভেঙে আলমারি থেকে সোনার গয়না ও টাকা চুরির ঘটনা ঘটল রামপুরহাট ১৬ নম্বর ওয়ার্ডের চাকলা মাঠ এলাকায়। গৃহকর্তা অশোক দাস বলেন, “দু’দিন বাড়িতে কেউ ছিল না। সোমবার বাড়ি ফিরে দেখি দরজার তালা ভাঙা। আলমারির তালাও ভাঙা।” পুলিশ তদন্ত করছে।
|
আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করল খয়রাশোল থানার। মঙ্গলবার বিকেলে খয়রাশোলের মাটিয়ালা গ্রামে এক দুষ্কৃতী নূর ইসলাম ওরফে নূরউদ্দিন খানের বাড়িতে হানা দিয়ে একটি পাইপগান, ৬টি কার্তুজ এবং ৩০টি বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে নূরউদ্দিনকে ধরা যায়নি। |