থায় বলে না, ‘একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর’।
ব্ল্যাকবেরির অবস্থাও প্রায় একই। বিবিএম-কে ডিফেন্স লাইনে ঠেলে দিয়েছিল হোয়াটস্অ্যাপ। এখন তো আবার দল ভারী করে নেমেছে। প্রায় প্রতি সপ্তাহে একটা করে মেসেঞ্জার অ্যাপস বাজারে আসছে। বেশির ভাগ অ্যাপসই আবার বিনামূল্যে।
বিশেষজ্ঞদের কাছে তাই এখন চর্চার বিষয়, এটাই কি তবে ব্ল্যাকবেরির শেষের শুরু? পরিসংখ্যানও বিবিএম-এর দিকে নয়। গত সপ্তাহেই ব্ল্যাকবেরির শেয়ারের মূল্য কমেছে ২৮ শতাংশ।
ব্ল্যাকবেরিও হাত গুটিয়ে বসে নেই। অ্যান্ড্রয়েড এবং আই-ওএস-য়ের জন্যও বিবিএম আনতে চলেছে তারা।

অন্য প্ল্যাটফর্মে বিবিএম
বিবিএম ব্ল্যাকবেরি মেসেঞ্জার। ব্ল্যাকবেরি হ্যান্ডসেটে আগে থেকেই ইন্সটলড্ করা একটা অ্যাপস্। যার সাহায্যে অন্য বিবিএম ফোনে পিন টু পিন তাৎক্ষণিক মেসেজ পাঠানো যায়। এখন আরও অনেক ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপস থাকলেও বিবিএম-ই এই শ্রেণিতে প্রথম। কিন্তু সে রাজত্বে থাবা বসিয়েছে হোয়াটসঅ্যাপ, উই চ্যাটের মতো অ্যাপস। বিবিএম-এর মতো নিরাপত্তা না থাকলেও ‘বিনামূল্য’ শব্দটা এই সব অ্যাপসের দিকে ঠেলে দিচ্ছে স্মার্টফোন ব্যবহারকারীকে। আর ক্রস প্ল্যাটফর্ম হওয়ায়, বিবিএম-এর মতো শুধু ব্ল্যাকবেরি হ্যান্ডসেটেই আটকে থাকতে হয় না।
সে কারণেই বিবিএম ব্যবহারকারীর সংখ্যা যেখানে ৫ কোটি, হোয়াটস্অ্যাপের ব্যবহারকারী এর মধ্যেই ২০ কোটি। এই ভয়টাই কাজ করেছে রিসার্চ ইন মোশন-এর কর্মকর্তাদের। কানাডার রিসার্চ ইন মোশন বা সংক্ষেপে রিম-ই ব্ল্যাকবেরির নিমার্তা। ব্ল্যাকবেরি ঠিক করেছিল গত মাসের শেষেই সব মোবাইল প্ল্যাটফর্মের জন্যই বিবিএম আনবে তারা। কিন্তু এখনও তার কোনও টিকি দেখা যাচ্ছে না। ওয়েবসাইটেও নিউজলেটারের প্রতিশ্রুতি ছাড়া কোনও কথা নেই।
“হ্যাঁ, কাজের ক্ষেত্রে বিবিএম এখনও খুবই দরকারি। তবে আস্তে আস্তে সবাই তো হোয়াটসঅ্যাপে চলে আসছে, বিবিএম-এর প্রয়োজনীয়তাও তাই কমছে। আর অন্য প্ল্যাটফর্মে এলেও বিবিএম তো আর ফ্রি-তে হবে না। ফ্রি হলে নিশ্চয়ই নেবে। তবে আমার মনে হয় না টাকা খরচ করে এখন কেউ অ্যান্ড্রয়েড বা আইফোনে বিবিএম নেবে,” জানালেন মার্কেটিং পেশায় যুক্ত অনুভব ঘোষ।
স্পাইওয়্যার নয় তো
অ্যান্ড্রয়েড বা আইফোনে বিবিএম আসাটা যে সবাই অনুভবের মতো উড়িয়ে দিচ্ছে, তা কিন্তু নয়। “বিবিএম খুব দরকার। আমার ব্ল্যাকবেরি নেওয়া তো শুধু কাজের জন্যই। কিন্তু ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের ব্যাটারি ব্যাক আপ এত খারাপ, সব সময় ইউএসবি চার্জার নিয়ে ঘুরতে হয়। অ্যান্ড্রয়েডে বিবিএম পেলে, ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার চিন্তাটা আর থাকবে না,” বললেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কর্মরত অনিমেষ চট্টোপাধ্যায়।
সেখানেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। এখন যে এনক্রিপশনের মধ্যে দিয়ে বিবিএম মেসেজ আদান-প্রদান হয়, সেটায় কি ফাটল ধরবে না? গত বুধবারই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এ সংক্রান্ত অ্যাডওয়্যার বা স্পাইওয়্যার নিয়ে সতর্ক করা হয়েছে।

পুরনো বোতলে, পুরনো মদ
শুধু যে বিবিএম-এর ওপর ভরসা করে আর ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের বাজার ধরা যাবে না, সে কথা হাড়ে হাড়ে টের পেয়েছেন রিমের কর্মকর্তারাও। এ বছরের শুরুতে তাই নতুন অপারেটিং সফটওয়্যার বাজারে ছেড়েছিলেন তাঁরা। নতুন ও এস-এ বৈপ্লবিক কোনও পরিবর্তন না থাকলেও, রিম একবার শেষ চেষ্টা করেছিল বাজারে ফেরত আসতে। কিন্তু কোনও মতেই অ্যান্ড্রয়েড জেলিবিন বা আইসক্রিম স্যান্ডউইচের বাজার কাড়তে পারেনি বিবি ১০। এখনও অ্যান্ড্রয়েডের ৭৫% মার্কেট শেয়ারের কাছে, ব্ল্যাকবেরির ৩% মার্কেট শেয়ার হাস্যকর। এমনকী সদ্য বাজারে আসা উইনডোজ মোবাইল অপারেটিং সফটওয়্যারের কাছেও কয়েক গোল খাচ্ছে ব্ল্যাকবেরি। মোবাইল বিশেষজ্ঞদের মতে ব্ল্যাকবেরি এখন চতুর্থ হওয়ার জন্যই লড়ছে।
দেখা যাক মাল্টি প্ল্যাটফর্ম বিবিএম, হোয়াটসঅ্যাপকে টেক্কা দিয়ে ব্ল্যাকবেরির হারানো গৌরব ফিরিয়ে দিতে পারে কি না?

আমি এখনও ডেডিকেটেড বিবিএম ইউজার। যেহেতু হোয়াটসঅ্যাপ সব রকম হ্যান্ডসেটে ব্যবহার করা যায়, তাই সেটার ‘রিচ’ অনেক বেশি। তবে হোয়াটসঅ্যাপের পপুলার হওয়ার আর এক কারণ এর স্মাইলিগুলো, বিবিএম-এর থেকে অনেক বেটার
আবির চট্টোপাধ্যায়

আমি দু’টোই ব্যবহার করি। আমার ফ্যানেরা আমার সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে, আর ইন্ডাস্ট্রির লোকেরা যোগাযোগ রাখে বিবিএম-এ। তবে এটাও দ্রুত বুঝতে পারছি, বেশির ভাগ মানুষই হোয়াটসঅ্যাপে শিফ্ট করে যাচ্ছে
শ্রাবন্তী

হাউ’জদ্যাট
হোয়াটসঅ্যাপ বিবিএম
ব্যবহারকারী: ২০ কোটি
প্লাটফর্ম: অ্যান্ড্রয়েড, আই ওস, উইনডোজ, ব্লাকবেরি
সুবিধা: টেক্সট, ফাইল শেয়ার, লোকেশন শেয়ার
ব্যবহারকারী: ৫ কোটি
প্লাটফর্ম: ব্লাকবেরি
সুবিধা: টেক্সট, ভয়েস কল, ভিডিও কল, ফাইল শেয়ার



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.