|
|
|
|
টুকরো খবর |
দিনহাটায় ভোট-সন্ত্রাসে অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
একই রাতে ফরওয়ার্ড ব্লকের ২৫ জন কর্মী-সমর্থকের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিতদের বিরুদ্ধে। রবিবার দিনহাটার শুকারুর কুঠি ও ফক্করেরহাট এলাকায় ঘটনাটি ঘটেছে। সোমবার পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি সমর্থকদের নিয়ে মহকুমাশাসক দফতরে বিক্ষোভ দেখায় ফরওর্য়াড ব্লক। তৃণমূলের পাল্টা অভিযোগ, রবিবার দিনহাটার আবুতারায় আতঙ্ক ছড়াতে ফরওয়ার্ড ব্লকের লোকেরা বোমা ফাটিয়েছেন। পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” ফব জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “শুকারুরকুঠি ও ফক্করেরহাট এলাকার সমর্থকদের বাড়িতে তৃণমূল আশ্রিতরা ভাঙচুর চালায়।” অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে তৃণমূলরজেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কারও বাড়ি ভাঙচুর হয়নি। ফরওয়ার্ড ব্লকই এলাকায় আতঙ্ক ছড়াতে চাইছে। ওঁরাই তো রাস্তায় বোমা ফাটাচ্ছে।”
|
খুনের চেষ্টা, অভিযোগ প্রার্থীর নামে |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
আদালত চত্বর থেকে আইনজীবীকে অপহরণ করে তুলে নিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের মালদহ জেলা পরিষদের এক প্রার্থীর বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ইংরেজবাজার থানায় এই অভিযোগ করেন মালদহ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক। পুলিশ অভিযুক্ত তৃণমূল প্রার্থী এসারুদ্দিন মণ্ডল ওরফে রুকুর নামে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে। যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল কংগ্রেস প্রার্থী এসারুদ্দিন মন্ডল দাবি করেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ করা হয়েছে।” জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “মালদহ বার অ্যসোসিয়েশন সম্পাদকের করা অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদে এক প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।” তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “আমাদের প্রার্থী এখন নিবার্চনে ব্যস্ত। তিনি কী ভাবে, কেন আইনজীবীদের তুলতে যাবেন। আইনজীবীরা কংগ্রেসের হয়ে কাজ করছে বলে মনে হয়।” মালদহ বার অ্যাসোসিয়েশন সম্পাদক বলেন, “তৃণমূল প্রার্থী ও তার দল আমাদের এক আইনজীবীকে অপহরণের চেষ্টা করে। পুলিশকে জানানো হয়েছে।” |
|
|
|
|
|