চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে পাততাড়ি গোটানোর অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেলিয়াতোড়ে। বেসরকারি ওই সংস্থার দফতরের কম্পিউটার, ল্যাপটপ-সহ জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তিন মাস আগে সংস্থাটি বেলিয়াতোড় এলাকায় অফিস খুলে এলাকার ছেলেমেয়েদের কলসেন্টারে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতে থাকে। অভিযোগকারী রাকেশ গরাই বলেন, “প্রায় ৮০ জন বেকার ছেলেমেয়ে এই সংস্থার পাতা ফাঁদে পা দিয়েছে। কারও কাছে পাঁচ হাজার, কারও কাছে তিন হাজার টাকা করে নিয়েছে। কিন্তু এক জনেরও চাকরি হয়নি।” তিনি জানান, গত বুধবার থেকে সংস্থার অফিসে তালা ঝুলছে। এক টানা চারদিন অফিস না খোলায় সোমবার সকাল থেকে অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কাজের আশায় টাকা দেওয়া তরুণ-তরুণীরা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ওই সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
|
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তারই পড়শি যুবককে গ্রেফতার করল পুলিশ। খাতড়া থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম প্রসেনজিৎ মণ্ডল। রবিবার ভোরে বাড়ি থেকে তাকে ধরা হয়। সোমবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল হাজত হয়। কপিলা গ্রামের বছর সতেরোর ওই নাবালিকা শনিবার খাতড়া থানায় প্রসেনজিতের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগে সে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের পুকুরে প্রাকৃতিক কাজ সারতে যায়। সেই সময় আচমকা সেখানে হাজির হয় প্রসেনজিৎ। জোর করে পুকুরের পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় প্রসেনজিৎ বলে মেয়েটির অভিযোগ। শুক্রবার ওই নাবালিকা বাড়ির লোকদের জানায়। পুলিশের এক আধিকারিক জানান, শনিবারই খাতড়া হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। অভিযোগের তদন্ত হচ্ছে। ধৃতের পরিবারের অবশ্য দাবি, প্রসেনজিৎ নির্দোষ।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার সলদা মোড়ের কাছে, বিষ্ণুপুর-আরামবাগ রাস্তায়। পুলিশ জানিয়েছে, একটি গাড়ি ওই সাইকেল আরোহীকে চাপা দিয়ে দ্রুতবেগে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রমেশচন্দ্র পাঁজা (৪৬) নামে ওই ব্যক্তির। তাঁর বাড়ি জয়পুরেই। দেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গাড়ি-সহ চালকের সন্ধান চলছে। |