নিজেদের সাফল্য নিয়ে ভোটারদের দোরে তৃণমূল
মুখ্যমন্ত্রী ফাউল করছেন, তাই হলুদ কার্ড দেখান: সূর্য
ঞ্চায়েত ভোটে তৃণমূলকে হলুদ কার্ড দেখানোর ডাক দিলেন সিপিএম নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
এ দিন গাইঘাটার ঠাকুরনগরে বামফ্রন্টের নির্বাচনী জনসভায় সূর্যকান্তবাবু বলেন, “আমাদের লড়াই মানুষের মনের দখল নেওয়ার লড়াই। ওঁদের (তৃণমূলের) হাতিয়ার মোটর বাইক বাহিনী। আর আমাদের হাতিয়ার মতাদর্শ। কে কোন দল করে সেটা বিচার না করে মানুষের কাছে যান। যাঁরা তৃণমূলের স্লোগান দেয় তাঁদের কাছেও যেতে হবে। আমরা যদি তাঁদের মন জয় করতে না পারি তাহলে বুঝতে হবে আমাদের ক্রুটি ও দুর্বলতা রয়েছে।” তাঁর সংযোজন, “যাঁরা তৃণমূল করেন তাঁদের বলব, খেলার মাঠে মুখ্যমন্ত্রী ফাউল করছেন। তাই হলুদ কার্ড দেখান। সতর্ক না হলে লালকার্ড দেখাতে হবে।”
তিনি জানান, কেন্দ্র যদি রাজ্য সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও ৩৫৬ প্রয়োগ করে সরকার ফেলতে চায়, তাহলে বামফ্রন্ট তার বিরোধিতা করবে। তাঁর কথায়, “দু’বছর এক মাসে কিছু মানুষ আপনাকে (মমতাকে) চিনেছেন। সব মানুষ চেনেননি। তাই আপনার পাঁচ বছর থাকা দরকার।”
জনসভায় সূর্যকান্ত।—নিজস্ব চিত্র।
মমতার ফেডারেল ফ্রন্ট ব্যর্থ হবে দাবি করে সূর্যবাবু জানান, বিধানসভার আগে কংগ্রেস, এসএউসিআই, পিডিএস-সহ একটা রামধনু জোট তৈরি করেছিল। কিন্তু আজ আর কেউ পাশে নেই।
বিরোধী দলনেতা এ দিন অভিযোগ করেন, “এই সরকার সময়মত ভোট করতে না পেরে প্রধানদের চেয়ার কেড়ে নিয়েছে। ১৩টা পুরসভায় মেয়াদও শেষ হয়ে গিয়েছে। সমস্ত ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত হয়ে গিয়েছে। সবগুলি দফতরের চাবি আঁচলে বেঁধে উনি দিল্লি গেলে সরকারও দিল্লি চলে যায়। উনি জঙ্গলমহলে গেলে বুঝবেন রাইটার্সও চলে গিয়েছে জঙ্গলমহলে।” সূর্যকান্তবাবুর সংযোজন, “উপরেরও উপর রয়েছে। সুপ্রিম কোর্ট এখন কান ধরে তুলছে ও বসাচ্ছে।”
এ দিন হুগলি, পূর্ব মেদিনীপুর ও বর্ধমানে দ্বিতীয় দফার পঞ্চায়েত ভোট। ভোটে সকাল থেকেই শুরু হয় সংঘর্ষ। মারা গিয়েছেন তিন জন। সেই প্রসঙ্গ টেনে সূর্যকান্তবাবু বলেন, “নির্বাচনে তিনজন মানুষ মারা গিয়েছে। তাঁরা বামফ্রন্ট হতে পারে, তৃণমূল হতে পারে। একজন সংখ্যালঘু প্রার্থীর স্বামী মারা গিয়েছেন। অন্যজন জনরোষে মরেছেন। আর এক জায়গায় তৃণমূল তৃণমূলের হাতে খুন হয়েছে। বারুদে আগুন লাগলে নিজের ঘরও পোড়ে।এটা একটা অশনি সংকেত।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.